পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় চণ্ডীদাস-চরিত سواني S সেই দিন বড় ভাল চল রাজ চল চল শপথ করিয়া কষ্ট না ভজিব তুহা বই পথ দেখাইয়ে লঞ যাই । না লঙ্ঘিব তুহার ভারতী ॥ অভয় জননী যার কি ভয় কি ভয় তার লঙ্ঘিবে যে মম বংশে তব বাক্য কোন অংশে >०Z] আয় সঙ্গে আয়ু চলি আয় ॥ তোরে ভক্তি না করিবা যেই। বলি মাতা নিরবিল মা তুমার এ কি লীল৷ রাজ্য হবে ছারখার ংশ না থাকিবে তার বলি রাজা পড়িলা ধরায় । শেষ রাজা এ রাজ্যের সেই ৷ অই দেথ শান্তি-নদী আয়ু সাতারিবি যদি আয় সঙ্গে আয়ু চলি আয় ॥ বলিতে বলিতে মাতা হইলেন অপ্তরিত তবু কর্ণে শুনে নর-রায় । অই দেখ শান্তি-নদী আয়ু সাতারিবি বুদি আয়ু সঙ্গে আয় চলি আয় ॥ সচকিতে নর-রায় আকাশের পানে চায়ু বক্ষ বেয়ে পড়ে প্রেম-বারি । সুনীল গগন গায় সহসা দেখিতে পায় শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী ॥ বিরিঞ্চি বসব শিব সহ করিছেন স্তব সম্মুখে সে প্রচণ্ড বাসলী । চতুৰ্ভিতে দেবদল রক্তজবা বিশ্বদল ঢালে পদে অঞ্জলি অঞ্জলি ! গৰ্জ্জিছে জলদজাল তসে দশদিকপাল সপ্ত সিন্ধু সঘনে উথলে । স্বনে ভীম ঝঞ্চাবাত হয় ঘন উস্কাপাত বিশ্ব বুঝি যায় রসাতলে । ত্ৰাহি ত্ৰাহি পড়ে ডাক বাজে উচ্চ ঢোল ঢাক দেব দৈত্য যক্ষ রক্ষ মিলি । নাহি করি হিংসদ্বেষ অসংখ্য মহিষ মেষ মার পদে দিতেছেন বলি ৷ দেখি শুনি নর-রায় সঘল কম্পিত কায় মৃরছি পড়িল ভূমিতলে । মায়াখেলা সাঙ্গ করি অমনি স্বরূপ ধরি বাসলী করেন আসি কোলে ৷ রাজার ভাঙ্গিল মোহ মা তুমার এত মেহ আছে মা এ অধমের প্রতি । করি শত প্ৰণিপাত বিদায়ু চাহিলা কর-জোড়ে ] কহিলেন হররাণী বড় তুষ্ট হই আমি যাহ বৎস এবে অস্তঃপুরে । এত কহি নরনাথ

  • | * | *

নগর প্রান্তে দেবীদাস ও চণ্ডীদাস । জন্মভূমির প্রতি । এবার জাগ মা জনমভূমি যাবে কি জনম কাদিয়ে। জাগ জাগ মা জনমভূমি | চাদ জাগিছে নীল গগনে কুসুম হাসিছে কুঞ্জ-কাননে জাগাতে জগত মধুর তানে জাগেন জগত-স্বামী । জাগ জাগ মা জনমভূমি | সম কালানল সমাজ প্রবল আমার বলিতে কে আছে না বল আমার বলিতে তোর কৃপাবল তেই আসিয়াছি আমি । জাগ জাগ মা জনমভূমি | ছিলাম যেদিন বারাণসী ধামে বলেছিল মাত! আসিবে এ ধামে এসেছ কি তাই তুমারে মধাই দীনের সহায় যিনি । জাগ জাগ মা জনমভূমি ।