পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজার কুমারী ঐশৈলেন্দ্রকৃষ্ণ লাহা মগ্ন তখন নিশীথ-নগরী শ্রাস্ত গভীর ঘুমে, ঢুলু ঢুলু চাদ ঢুলিয়া পড়েছে প্রাসাদের চুড়া চুমে ; আমার নয়নে ঘুম নাই শুধু দূরে দুটি তার জলে, সিংহ-দুয়ারে সোনার ঘণ্টা—প্রহর বাজিয়া চলে । বাহির হইলু সন্ধানে তব ; রাজার কুমারী আজ আমারে লইয়া তোমার রাজ্যে এসেছে পক্ষীরাজ । দিবসের রাজপুরীর সে পথে ব্যস্ত জনের ছোটে চারিদিকে শুধু উদ্ধাম অতি কলকোলাহল ওঠে, রথ-ঘর্ঘর, অশ্বের হ্ৰেষ, ধাতুর ঝনৎকার, এর মাঝখানে জীবন আমার অর্থ হারায় তার । রাতের জগতে ফিরিয়ু পেলাম আমারি সে আপনারে, তব সন্ধানে এসেছি আজিকে সপ্ত সাগর পারে । তেপান্তরের মাঠ পার হয়ে এসেছি তোমার কাছে, কত অরণ্য, ঘন অরণ্য, মাঝপথে পড়িয়াছে, কত নদী, কত গিরি দুর্গম—কে জানে ঠিকানা তার, তোমার রাজ্যে এসেছি আজিকে সপ্ত সাগর পার । জাগো জাগো জাগে রাজার কুমারী, দুয়ারে অতিথি এল, যুগযুগান্ত কাটিয়া গিয়াছে, কন্যা নয়ন মেল । জনহীন পথ, নড়ে নাকো পাতা, নির্জন বনভূমি, আসিয়া দেথিয় ঘুমের রাজ্যে ঘুমায়ে রয়েছ তুমি ; স্তন্ধ প্রাসাদ, নীরব কক্ষ, প্রহরীও নাই জেগে, মহলের পর মহল চলেছি সাড়া পাই নাকে ডেকে । জাগো জাগো জাগো রাজার কুমারী, কত-বা নিদ্রা যাও, যুগযুগান্ত কাটিয়া গিয়াছে—নয়ন মেলিয়া চাও! রাজার কুমারে পারে নি তাহার রাজ্য রাথিতে ধ’রে, পারে নিকো কেহ কোন কারাগারে বন্দী করিতে জোরে ; কে ডাকে কোথায় ? কে আছে কোথায় ? - মন কিছু নাহি বোঝে, নিশীথের পথে বাহির হইতু একেলা তোমার খোজে । জাগে জাগে জাগো রাজার কন্যা, কন্যা নয়ম মেল, রাজার কুমার অতিথি আজিকে, তোমার দুয়ারে এল । শধ্যাপ্রাস্তে লুটীয় তোমার অতুল কেশের রাশি, আধো-প্রফট ওষ্ঠ অধরে ঘুমায় মধুর হাসি, বক্ষের বাসে ঘুমের ছন্দ তালে তলে ওঠে নামে । অঙ্গের মৃত্ন গন্ধে বিভল বাভাস সেখানে থামে। সেখানে আসিয়া থেমেছি আজিকে স্বদুর সাগর পারে, এথনো কি রবে নিদ্রা-নিলীন ? অতিথি এসেছে দ্বারে । লঘু স্বকুমার শরীরের ভার, শুভ্র মরাল-গ্রীব, শয়ন-নিলীন তপ ত স্তর কোমল গেীর বিভা ; প্রতীক্ষাতুর আলো ও ছায়ায় অপরূপ মায়' নামে। দক্ষিণে বুঝি সোনার কাঠি ও, রূপার কাঠি সে বামে ? ঘুমের পিয়াস এখনো মেটে নি কত-ব নিদ্রা যাওঁ, শতেক বর্ষ কাটিয়া গিয়াছে, চক্ষু মেলিয়া চাওঁ । জীবন-কাঠির স্পর্শ লেগেছে, কত-ব ঘুমাবে আরো, রাজার কুমার ডেকেছে তোমারে, তুমি কি ঘুমাতে পারো ? আকাশের পানে চাহিতে সহসা আকাশের মত নীল তোমার নয়নে—মিলে গেল আজ মোর নয়নের মিল । জাগে জাগো জাগো রাজার কুমারী, হৃদয়-ফুয়ার খোল, যুগান্তরের ভাঙিল কি ঘুম ? কন্যা নয়ন তোল ।