পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোকানদ পিটাপুর রাজার কলেজ স্কুলে ও কলেজে পড়িতে পারে । উপার্জনক্ষম হইলেই তাহাদিগকে কিছু পুজী দিয়া বিদায় দেওয়া হয় । বালিকার প্রাপ্তবয়স্ক হইয়া বিবাহের পর আশ্রম ত্যাগ করে । বিবাহের সময় তাহাদের বিবাহের ব্যয় মহারাজ দেন এবং তদ্ভিন্ন প্রত্যেককে ৩৫০ টাকা ও অলঙ্কার দেন । এ-বিষয়ে স্বগীয়া মহারাণী বালিকাদের প্রতি মাতৃস্নেহের সহিত কৰ্ত্তব্য করিতেন । বিবাহিত। কেহ কেহ সন্তান ভূমিষ্ট হইবার পূৰ্ব্বে এখানে আসেন। দুর্ভাগ্যক্রমে কেহ বিধবা হইলে আবার আশ্রমে আসেন । পুনৰ্ব্বার বিবাহে আপত্তি না থাকিলে তাহাদের বিবাহ দেওয়া হয়। নতুবা তাহারা কিছু শিখিয়া উপার্জনক্ষম হইলে আশ্রম হইতে কৰ্ম্মক্ষেত্রে যান । অনাথালয়টির বাৎসরিক ব্যয় ১৫ ০০ ০ টাকা মহারাজ দেন । নতুবা সাধারণত তাহার এথান হইতে রাজমহেন্দ্রী যাই । সেখানে পৌছিতে মধ্যাহ্ন হয় । স্নানাহার করিয়া গিয়াছিলাম। সেখানে পৌছিয়া দেখি, বীরেশলিঙ্গম্ পাস্তুলু মহাশয়ের বাগানে, যেখানে র্তাহার বাসগৃহ, সমাধি ও সাধনমণ্ডপ আছে, ভোজের আয়োজন হইয়াছে । পাত পাড়িয়া সকলে মাটীতে বসিয়া আহারে প্রবৃত্ত হইলাম। আমার ক্ষুধা ছিল না, তাহার উপর BB BBBB BBBBBB K Dgg BBBB SBBBBS “রসমূ" পান করিলাম । কিছু পাপড় ও দৈ-গু খাইলাম। একটি প্রকা গু বাংলায় আমার বাসস্থান নিদিষ্ট ইগুয়াছিল । সেখানে বিশ্রাম করিয়া সন্ধ্যার প্রাক্কালে স্থানীয় টাউনহলে নুতন ভারত-শাসন আইন সম্বন্ধে বক্তৃতা করিতে গেলাম । টাউনহলটিতে বেশী লোক ধরে না বলিয়া উদ্যোক্তারা তাঙ্গারহ সংলগ্ন ও এলাকাভুক্ত একটি খোলা জায়গায়ু সভার আয়োজন করিয়াছিলেন । স্থানটিতে বোধ হয় তিন হাজারের কম লোক ধরে না। বক্তৃতার সময় উহার কোন অংশ পালি পড়িয়া ছিল না । সভাপতি হইয়াছিলেন ন্যায়ুপতি মুবারাও পাস্তুলু । ইহঁাকে রাজমহেন্দ্রীতে অন্ধ দেশের ভীষ্ম বলা হয় । তিনি প্রাচীন কংগ্রেসওয়াল, এক সময়ে ভারতীয় ব্যবস্থাপক সভার সভ্য ছিলেন । যেদিন আমি রাজমহেন্দ্রী পৌছি, সেই দিমহ তিনি সৌজন্য সহকারে আমার সহিত দেখা করিতে আসেন। বোধ হয় তিনিই প্রথমে আসেন। দেশ রীতি অনুসারে বাহিরের কক্ষে জুতা খুলিয়া আসিয়া বসিলেন । বলিলেন, “আমার অমুক সালের ইস্পীরিয়াল কেন্সিলের একটি বক্তৃতার উপর আপনি মডার্ণ রিভিয়ুতে মন্তব্য প্রকাশ করেছিলেন " পরিচয়ের পর আমাকে স্বধাইলেন,