পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*い。 প্রবাসী SNSBや সে আনন্দ লাগে কিসে যে স্বথে নৃপতি ভাসে সে সুখের নাহিক অবধি । দেবীর পদারবিন্দে করপুটে পুন বনে প্রেমানন্দে নরেন্দ্র স্বমতি ॥ প্রবল দম্ফে দীঘল লম্ফে ভূতল কম্পে কৈটভী । যোগিনী সঙ্গে রণ তরঙ্গে ভীম ভ্ৰভঙ্গে ভৈরবী ॥ কট কটাক্ষে কটদি কক্ষে বিকট চক্ষে শোরিকে । ভটেশ হস্তে নটেশ কাস্তে প্রবল বস্তে গৌরীকে ॥*

  • | * | * বল মা বল মা ফুট ও রাঙ্গা চরণ দুটি

কি দিএে কেমনে পূজি এবে । কি নৈবেদ্য কিবা ভোগ উৎসবের যোগাযোগ সব তত্ত্ব বলে দে মা শিবে । শুন তবে নৃপমণি হস্তল আকাশবাণী সব তত্ত্ব কহি তব ঠাঞি । প্রত্যহ তণ্ডুল সবে অষ্ট সের ভোগ দিবে সহ দুগ্ধ মৎস্যাদি কলাইs i আইলে শিশির কাল শুন বাছ, মহীপাল খিচুড়ার ভোগ দিবে মোরে । এইরূপে ভক্তিভাবে নিত্য মোর পূজা দিবে বংশক্রমে অতি শুদ্ধাচারে নিত্য মোর সেবা পূজা নয়ানে দেখিবে রাজা এই কথা মনে ফেল রয় { পিবে মোর স্নানোদকে প্রসাদ লইবে মুখে পূৰ্ব্ব-কৃত পাপ হবে ক্ষয় । যখন যে ভাবে রবে মাতৃ আজ্ঞ না ভুলিবে হবে তাহে রাজ্যে উন্নতি । সবংশে থাকিবে রুখে গৌরব গাহিবে লোকে দানে পুণ্যে বাড়িবেক রতি { ৩/ ] জানি তুমি মহামতি আছে তব মাতৃভক্তি তবু রাজা করি সাবধান ।

  • যখ দৃষ্টং তথ মুদ্রিতং । এখানে এইরূপ স্তোত্রের টাকবে স্থান নাই ;

8 ) এখানে সের অর্থে দেশ প্রচলিত ‘পাই’, পঞ্চসেরের পাদ । আট পাই -- দশ সের । কলাই, মাষকলাই । সেবাগুণে যত চড়ে অন্যথায় তত পড়ে ভুল না এ বেদের বিধান ॥ মধু শুক্ল সপ্তমীতেও দেখা দিল্প যে দিনেতে সেই দিন [ মনে রাখ ] রাজা । এই শুভক্ষণে মোরে প্রতি সন ভক্তিভরে মহা মহোৎসবে দিবে পূজা ৷ প্রচার করই দেশে আসে যেন বর্ষে বর্ষে এই স্থানে যত নর নারী । উৎসবের শুভযোগে এড়াইতে কম ভোগে তীর্থসম সমাদর করি ॥ অভ্যাগত জনগণে জানাষ্ট্র ও জনে জনে সবারে করিব আমি ধন্য । কামনা যাহার যাহ। অামি পুরাইব তাহা দেয় যেন মুড়ি ও মিষ্টান্ন ৷ ইচ্ছা করি দেয় যদি হরিদ্র তাবটি আদি ভাজা পোড়া যার যা মনম | যে যা দিলে শুদ্ধমতে তুষ্ট হঞ হতে হাতে আমি তাহা করির গহণ । পতির মঙ্গল ভরে কোন সতী শুদ্ধাচারে সিন্দুর মানত করে যদি । এক থর থডগাখাভে আমি তার প্রাণনাথে সঙ্কটে রক্ষিব নিরবধি ৷ আমার নিৰ্ম্মাল্য তথি ধরে ধেই গর্ভবতী রহে গর্চে অক্ষয় সঙ্গল । স্নান জলে রোগে মুকি প্রসাদে অপূৰ্ব্ব ভক্তি গ্রা মেল কবচ প্রধান । মঙ্গলেতে দিলে পূজা না রবে ঋণের বোঝা সৰ্ব্ব ঠাঞি উচ্চ রবে শির । অত:পর শুন বাণী পুত্র ভক্ত চূড়ামণি কৌলিক পূজারী কর স্থির ।

  • | * | * করপুটে কন রাজ কে করিবে তব পূজা কোথায় সে কিবা নাম ধরে ।

৫ ) এই তিথিতে বাসন্তী দুর্গার পুঞ্জ আরম্ভ হইয় থাকে ।