পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ ব্ৰহ্ম অর্থে ব্ৰহ্ম এর চেঞে মনে আর তার কিছু নাই। ধরার মত বলি বুঝাইতে গেলে সরার মত হঞে যায় ॥ নাহি তার উপাধি লক্ষণ কি গুণ নাহি তার বিশেষণ । নয় কি তাহলে পুথিগত ব্ৰহ্ম পটাঙ্কিত সমীরণ । সৰ্ব্বগুণোপাধি সৰ্ব্বমূলক্ষণ সৰ্ব্ববিশেষণ সার। যা আছে যা হবে যা ছিল সে ব্ৰহ্ম সকলেরি সমাহার ॥ ক্টেষ্ট সবে কয় না পারি বর্ণিতে গুণাদির শেষাবধি । অনন্ত অব্যক্ত বিশেষণাতীত গুণাতীত নিরুপাধি ॥ শশমধ্যে এক সিংহের শাবক লালিত পালিত হয়ে । শশকের মত পলাইত ছুটি শৃগাল দেখিলে ভয়ে । এক সিংহ তারে ধরি কোনদিন নদীতীরে লঞ যায়। জলমধ্যে নিজ প্রতিবিম্ব হেরি গর্জিয়া উঠিল তায় । হাসি সিংহ কয় স্বরূপ কেমন না বুঝিলে এতদিন। তুমি আমি এক মতি ভিন্ন ভাব সঙ্গদোষে ছিলে হীন । তুমিও তেমনি হতে পালিত ষড়রিপু-সহবাসে । তাদেরি মতন হয়েছ এখন তুলে গেছ তুমি কে সে । স্বরূপ-সলিলে দেখ যদি আসি জ্ঞানতরঙ্গিণী তটে । স্বক্ষ-কৃপা গুণে বুঝিবে তখন কে তুমি তুমার ঘটে । একমাত্ৰ তুমি আত্মারূপী ব্রহ্ম জড় তব ষড়রিপু। অচৈতন্য প্রাণ জ্ঞানকৰ্ম্মেস্ক্রিয় পঞ্চভূতে গড়া বপু॥ গুরুদত্ত বাক্যে আপনা চিনিবে মায়ায় জিনিবে তবে । জরামুত্যুভয় বন্ধন ব্যসন রোগ শোক চলি যাবে। অই হের বাছা শুশুনিয়া গিরিখ মুনি-মনোহর স্থান। তথা রহে এক সিদ্ধ অবধূত আনন্দ তাহার নাম । দীক্ষা যদি চাও যাও তার পাশে সদা আজ্ঞাধীন রবে । মায়ায় জিনিবে আপনা চিনিবে বাসনা পুরিবে তবে ॥* চণ্ডীদাস কয় এহেন আদেশ কেন মা দাসের প্রতি । অমর করিতে গরলের বিধি দেন নিজে নিশাপতি ॥ যায় যায় প্রাণ পিপাসায় যার সে জন কেমন করিয়া । মরুভূমে মাগো করে ছুটাছুটি স্বরলার করে ধরিয়া । চণ্ডীদাস-চরিত - צבא দিবস রজনী ভ্ৰমি যবে আমি তুমার আঁচল ধরিয়া। কে এমন শিবে মোরে দীক্ষা দিবে হৃদয়ের বঁাধ ভাঙ্গিয় ॥ বাসলী কহিছে শাস্ত্রকার-বিধি অবশ্ব চলিবে মানিয়া । সরঃ-সিন্ধু-ঘেরা চাতক তথাপি মেঘপানে থাকে চাহিয়া ॥ চণ্ডীদাসের দেশ চণ্ডীদাস কহে কেনে তবে মাতা জাহ্নবীর জলে ভাসিয়া । ভাবয়ে আসার লোক-লোকাচার শাস্ত্রকার-বিধি ভাঙ্গিয় ॥ বাসলী কহিছে সবিদ্যবাগীশ পিতা স্ব-স্বজন ত্যজিয়া । শিক্ষাদাতা পিতা করে নিরূপণ তবু সে মৃতের লাগিয়া । চণ্ডী কহে শির কুয়াবে কেমনে চরণে সবার শঙ্করী। শির পরে যার সতত বিরাজে জগন্মাতা জগদীশ্বরী। যে করে ধরিয়া জবা বিহুদল পূজি মা তুমার চরণে। সে করে করিয়া গুরুর শ্রপদ সেবিব শিবানী কেমনে ॥ মাত কহে যার রহে বৰ্ত্তমান অভিমান হেন অস্তরে । ফুল ফলে তার আরতি কেবল পূজিতে দুরিতে অস্তরে । লক্ষে লভে সেই আরাধয়ে যেই মানস-মন্দিরে বসিয়া । না মিলে সে ধন ঢাকে ঢোলে কতু কিম্বা ধূপ দীপ জালিয়া । চণ্ডীদাসের উক্তি । ২• ) ছাতন হইতে শুশুনিয়া পাহাড় তিন ক্রোশ উত্তরে । -- কি রঞ্জক-শ্রুত StBB BBB BBBg DDD DBBBBB BBBBBDD BDS S S S মাগে জানে কি রজক-তো । BBBB BBBBB DDDS BBSBBBBSBBS BB BBB BB BBBB কি কাজ করিম কেমনে পাইকু তোমারে জগন্মাতা করিতে বলিয়াছেন । কহ মা সে সব কথা ॥ + স মুরলী, গঙ্গা ।