পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W&ー、R ংখ্যাহ্বাস প্রভৃতি নানাবিষয়ক একটি দীর্ঘ মন্তব্য বর্তমান শিক্ষামন্ত্রী প্রচার করেন । সৰ্ব্বসাধারণের ও সংবাদপত্রসমূহের সমালোচনার ফলে তিনি একাধিক বার ঐ মন্তব্য পরিবর্তিত করেন। কাৰ্য্যতঃ পরিবর্তিত হইবে কিনা, তাহ বলা যায় না । বৃত্তি সম্বন্ধে পরিবর্তিত প্রথার প্রচলনও সমালোচনার প্রভাবে স্থগিত করা হইয়াছে । মেদিনীপুর কলেজটি উঠাইয় দিবার হুকুমও শিক্ষ-বিভাগ প্রথমতঃ দেন। পরে এই হুকুমও পরিবর্তিত হইয়াছে । প্রেসিডেন্সী কলেজের বিজ্ঞানে ইণ্টামডিয়েট ক্লাসের একটি বিভাগ উঠাইয়া দিবার হুকুম শিক্ষ-বিভাগ দেন । তাহাতে প্রায় ১০০ ছাত্রের প্রেসিডেন্সী কলেজে বিজ্ঞান শিথিবীর সুযোগ লুপ্ত হঠত । ঐ হুকুমও রদ হইয়াছে । শিক্ষামন্ত্রী মহাশয় যে শিক্ষিত লোকমত আগ্রহ করেন না, ইত প্রশংসার বিষয় । কিন্তু বার-বার মত পরিবর্তন করিলে লোকে মতিস্থৈয্যের অভাব অল্পমান করিতে পারে— যদিও এই অল্পমান সত্য ন হইতে পারে । এই জন্য মন্ত্রী মহাশয় মৃত্তন কিছু করিবার পূৰ্ব্বে সরকারী কৰ্ম্মচারী ছাড়া উহার বিশ্বাসভাজন স্বাধীনচেত শিক্ষাভিজ্ঞ কোন কোন বেসরকারী লোকের সহিতওঁ পরামর্শ যদি করেন, তাহ হইলে ভাল হয় । ইহাতে তাহার মানের ও পদগৌরবের লাঘব হঠবে না, বরং প্রভাব ও কাৰ্য্যকারিত বাড়িবে। কংগ্রেস ব্যবস্থাপক সভা অধিকার প্রয়াসা সরদার বল্লভভাই পটেল এবং অন্য কোন কোন কংগ্রেসনেতা জানাইয়াছেন, ক’গ্রেস ভারতীয় ব্যবস্থাপক সভার দুই কক্ষের এবং সমুদয় প্রদেশের এককাক্ষিক বা দ্বিকাক্ষিক, ব্যবস্থাপক সভাসমূহের সমুদয় আসনে কংগ্রেস-সভাদিগকে বসাইতে চেষ্টা করিবেন । সমুদয় আসনের জন্যষ্ঠ ষ্টাঙ্গার প্রতিনিধি-পদপ্রার্থী ধাড়া করিয়া ততাদিগকে নিৰ্বাচিত করাষ্টবার চেষ্টা করিবেন। ইহা আমরা দেশের পক্ষে ভাল মনে করি । কংগ্রেসের সমুদয় মত ও কাৰ্য্যপ্রণালীর আহমেদন ও অনুসরণ আমরা করিতে পারি নাই। কিন্তু স্বাৰ্থত্যাগ করিয়ু এবং দুঃখবরণ করিয়াও দেশে স্বরাজস্থাপনপ্রয়াসী যত লোক কংগ্রেস-সদস্তদের প্রবাস"। ১৩৪৩ মধ্যে আছেন, অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে তত মাহ । অন্য একটি বিষয়েও মধপর্য্যায়ের কংগ্রেসওয়ালাদের শ্রেষ্ঠত আছে। র্তাহার। সাধারণতঃ আন্দোলক সাজিয়া গবন্মেণ্টের অনুগ্রহের বিনিময়ে আন্দোলন ত্যাগের পেশা অবলম্বন করেন না। তবে, এবার একটা ধুয়া উঠিয়াছে বটে, যে, কংগ্রেসওয়ালদের মস্তৃিত্ব গ্রহণ দ্বারা গবন্মেটিকে অচল করিবার চেষ্টা করা উচিত । র্যাহার এরূপ কথা বলিতেছেন, তাহাদের অন্তজ্ঞানে এই ধুয়াটা চাপ দেওয়া ৬৪০০০এর মোহ আছে কি না, বলা যায় না। থাক বা ম।-থাক, কংগ্রেসওয়ালাদের মস্থিত্ব গ্রহণের পক্ষপাতী আমরা মই কংগ্রেসের ইতিহাস অন্ধ দেশের কংগ্রেস-নেতা যুক্ত পট্রাভি সীতারামায়া ইংরেজীতে কংগ্রেসের যে ইতিহাস লিথিয়াছেন, তাত যে যথাসম্ভব পক্ষপাতশূন্য নহে তাত আমরা লক্ষ্য কfরয় ছিলাম, কিন্তু সে বিষয়ে কিছু লিখি নাই । এ-বিষয়ে বঙ্গীয় প্রাদেশিক BBBB BBB BB DDS SKBBBSDS DDBB BBS ঘাড়বে, যে, বহিপানির লেখক ত্রযুক্ত পট্রাভি সীতারামায়। ও সংশোধক যুক্ত রাজেন্দ্রপ্রসাদ বাংলা দেশের সাবেক আমলের ও নূতন আমলের কংগ্রেস-নেতাদের প্রতি সুবিচার করিতে পারেন মাহ । বঙ্গীয় কংগ্রেস কমিটির সমালোচন বিবেচনা করিয়া যদি পুস্তকটি সংশোধিত ও পরিবৰ্দ্ধিত হয়, তাহ হইলে উঠার উৎকর্ষ সাধিত হইবে, এবং উহ। ভারতীয় মগঞ্জাতির ঐক্যবিধায়ক হইলে । বাঙালার কাপড়ের কারখান বাঙালীদের কাপড়ের কারখানা ধীরে ধীরে বাড়িতেছে । যে-সকল কাপড়ের কলের এখনও কাজ আরম্ভ হয় নাচ, তাহার! আশা করি একটি বিষয়ের প্রতি মনোধোগী আছেন— যে-সকল মিল চলিতেছে তাঙ্গদের ৪ এদিকে দৃষ্টি আছে আশা করি । মিলগুলিতে কেবল হিসাবরক্ষক কেরানী প্রভৃতির কাজে বাঙালী নিযুক্ত করা যথেষ্ট নহে ; স্বতাগুটান, তাত চালান প্রভৃতি কাজেও বাঙালী শ্রমিক নিযুক্ত কর। স্বাকশ্রীক ।