পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ-সন্ধ্যা ঐনিৰ্ম্মলচন্দ্র চট্টোপাধ্যায় ঘন লাল রঙে মগন সন্ধ্য-গগন অন্তর তব এখনো ভাবনা মগন ? অনুরাগ-বাণী বলার এই ত লগন, গগনে জেগেছে দু:সাহসের লগন । হাতে কোন কাজ ? ঘন নিঃশ্বাসে রাখ তুলে আজ। মাটির সুবাসে কাজ নেই নব সাজে ভাসে ধরণীর ভাষা,— হের বিবশ সন্ধ্যা-গগন স্বৰ্য্য-চুম্বনে রাঙা লাজে । তার দিবসের দূর আকাশেরে সাঝে কাছে লভিবার আশ । সন্ধ্য-প্রদীপ সন্ধ্যা-তারক,-দু-জন দূরে কেন সখী ? এক হয়ে মিশে যাবার মনে মনে করে কোন প্রিয়তমে পূজন ? অবসর কবে হবে এ-জীবনে আবার ? দূরে কেন প্রিয় ?— দুটি হৃদয়ের হাতে হাত দিয়া বাসন ত টের এস বসি কাছে ঘেসে বাসি হ’ল পলে পলে ওগো এখনো উদার গগনে হাজার তারকা ওঠে নি ভেসে। সখী! আজি সন্ধ্যার কামনাটুকুরে ঘিরে রাখ অঞ্চলে । অধীরে ধরণী উদাসী নয়নে তাকায় হের দূরে গাছ কঙ্কালসার আকার, বাতাসের ভীরু পরাণে র্কাপন জাগায় ; ক্ষুধাতুর ক্রুর কালে কালে তারি শাখার তোমার মনের আঙুলের চাপে প্রতিবিম্বের থেকে থেকে র্কাপে ছবি সেই ধরণীর, আকাশের রাঙা হিয়া, হেথা আকাশের রাঙা শোণিতে আমার প্রতি শিরা ধমনীর। হের অঞ্জলি ভরি দুঃসাহসী কে আগুন ধরেছে প্রিয় ! তোমারে ভুলেছি ভিড়েতে হাজার কাজের – স্বৰ্য্য-গলানো গাঢ় লালে লাল গগন —দিবা অবসানে শুভ অবসর সাঝের, অনুরাগ-বাণী বলার এই ত লগন । যেন এইবারে স্তব্ধ ধরণী ভুলি আপনারে উঠিবে এথনি একেবারে নিঃশেষে, লক্ষ আলোকে জেগে, সেই বিস্মরণের বুকে তুমি জাগো চির-স্মরণের বেশে । সখী, পরাণের লাল পলকে মিলাবে রাত্রির কালো লেগে ॥