পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 弘 vరిSలి প্রবাসী মধ্যে আনাগোনা করেন এই বন্দোবস্তুই ভাল,—আমাদেরই একজন ইয়া থাকিলে উভয় পক্ষেরই অনিষ্টের সম্ভাবন । বাড়ীর বাহিরেও হাবুলের যশ এই অমুপাতেই বুদ্ধি পাইতেছে। সৰ্ব্বদা দেখা যায় না বলিয়া ছেলেমেয়েদের কল্পনায় কিছু আটকাইতেছে না। শৈলকে কোন সখী প্রশ্ন করিলে শৈল অতিমাত্র গম্ভার হইয়া বলে, “নীচেতেই ՆնՅ গেছিল, এ ত কাজের কথা নয় । একটা বছর বাদে তোকে জমন শক্ত এগঙ্গামিন দিতে হবে,-তুই লেখাপড়া করবি কখন ? আমি বলি তুষ্ট তেতলার কোণের ছোট ঘরটা নে । দিব্যি নিরিবিলি ঘর ; পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভাল বাসিস্—সেখানে কোন রকম বালাই জুটবে না ।" হাবুল বলিল, “ত বেশ, কিন্তু এদের আমি অনেকটা ঠিক করেও এনেছিলাম কাকা ।” বরান্দার ও-কোণে বড় নীতিটির আবির্ভাব –বঁ-হাতে একটা সাবান, ডান বগলে একটা ভিজা বিড়ালছানা ছটফটু করিতেছে। কাক সেই দিকে চাহিয়া বলিলেন,_“ত

  • بهینه

ম:শার্লমারি, টেবিল সব দিয়ে আহক।” Vo কাকার প্রতি একটু রাগ হইল, কিন্তু উপরে গিয়া কিছুক্ষণের মধ্যেই সেটুকু কাটিয়া গেল। মাঝারি-গোছের ঘরটি, সামনে প্রশস্ত তেতলার ছাদ । সকালের ঝোকে হাবুল সমস্ত স্থানটি চাকর আর ভক্ত শৈলর সাহায্যে ঝকঝকে তকতকে করিয়া লইল, এবং কলেজ হইতে ফিরিয়া যখন দেখিল যেখানকার যেটি, অনাহত শ্রীতে ঠিক সেইখানেই বিরাজ করিতেছে, ঘরের কোণে যত্ন করিয়া সঞ্চিত ভিন্ন ভিন্ন জারমের আধার জড় করা নাই, এবং বিছানার উপরও কোনও শিশু হাবুলকে নিজের সৌন্দর্য্য এবং পরিচ্ছন্নতা দেখাইবার আগ্রহে জুতার ফিতা বাধিতেছে না, তখন সে সত্যই একটা স্বস্তির নিশ্বাস ফেলিল । দু-দিন পরে আরও একটা আশ্চৰ্য্য ব্যাপার চোখে পড়িল । ছেলেমেয়েগুলি প্রকৃতই যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হহয়। উঠতেছে। হাবুল যে উপরে আছে এবং যে-কোন মুহূর্তেই নামিয়া আসিতে পারে এই ধারণাটিতে অনেক বেশ কাজ হইতেছে। মোট কথা, সে নাই বলিয়াই একটি অটল গাষ্ঠীৰ্য্যের কাল্পনিক মূৰ্ত্তিতে সবার সামনে বিরাজ করিতেছে। আহারের জন্য, কিংবা কলেজ হইতে আসা কি কলেজে যাওয়ার সময় যখন সবার প্রত্যক্ষ হয়, তখন সবাই সসন্ত্রমে দৃষ্টি নত করিয়া তটস্থ হইয়া থাকে। দেবতার দূরে থাকিয় বৎসরে এক-আধ বার আমাদের তিনি ভারি থাকেন কি না আজকাল ৷ ” “তুই যাস ন| ওপরে " "রক্ষে কর ভাই ; ত্রিসীমানার মধ্যে প। দেওয়ার জো আছে ?” •****ι• τ'ιν, কথাট সত্য নয়।--তেতলার ছাদে, সিড়ির ধরের সঙ্গে ল। আর একটি ঘর আছে। আকারে ঠিক চতুষ্কোণ নয় দুটা গিয়া একট। ফালি বাকিয়া গিয়াছে, ধরট দাড়াইয় উলটন ইংরেজী L-অক্ষরের মত । পূর্কে কাঠফুটা ২, সম্প্রতি শৈল এটি দখল করিয়াছে। ছাদের এ কোণ তাহার ঘর, মাঝে পনর-যোল হাত জায়গা, তাহার পর বুগের ঘরটি । শৈলর সহসা উ উঠি আসার কমণটা বুঝিয়া ওঁঠ যায় ন! ;-হইতে প সে পরিচ্ছন্নতাস্থত্রে হাবুলদাদার সহিত একটা সম আলতা অনুভব করে বণিয়া একই স্তরে থাকিতে চায় ; হত পরে তাহার পুতুলের সংসার বাড়িয়া গিয়াছে, এই নাচে দুইটি এবং ছোট বোনটির লোলুপ ষ্ট এড়ান ক্রমেই মুকঠিন হইয় উঠিতেছে। মোট কথা, সদের নিকট যাহাই বলুক, শৈল সমস্ত ছপুরটা আজকাল পরেই—হাবুলের রিসীমানার মধ্যেই কাটায়। তবে এট হয় খুব লুকাইয়া, হাবুলকে ব্যাপারটা জানান হয় নাই । তাহার কারণ বলিতে গেলে শৈলর খেলাঘরের সঙ্গিনী নৃত্যকালীর কথা পাড়িতে ३श्न । প্রথমত: শৈলর সহিত মৃত্যকীর সখিত্বট সম্ভব হইল কি করিয়া সে-ই একটা সমস্ত সেটাকে নিতাস্ত একটা আকস্মিক ব্যাপার বলিয়া ধরিয়া লইলেও হাবুলের নিকট দীক্ষাপ্রাপ্তির পরও সখিত্ব যে কি করিয়া বজায় আছে— সে ত একেবারেই দুর্বোধ্য বলিয়া মনে হয় । মেয়েটি যৎপরোনাস্তি নোংরা। ভাইপো সমস্ত অবয়বটি