পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“চণ্ডীদাস-চরিত” ( t ) দেবী ভাবে কি আশ্চৰ্য্য কেব। সে বালিকা। মোরে বাবা বলি মিছা কে পরিলা শাখা । নিশ্চয় বাসলী হবে আর কেহ নয় । ইহার পরীক্ষ। তবে উচিত যে হয় ৷ কঠিল। তখন দেবী শুন মহাশয়। এতক আমার ভাগ্যে কন্যা না জন্ময় ॥ ঠকাল তুমায় কোন দুরস্ত বালিকা। যাও তার কাছে আমি কেন দিব টাকা । বেন্ত কহে তুমার সে না হলে বালিকা। কি করে বলে যে কোরঙ্গে আছে টাকা । যদি তথা টাকা তুমি না পাও ব্রাহ্মণ। তবে সে বুঝিব কেহ করেছে বঞ্চন । দেবীদাস কহিলা কোরঙ্গে টাকা পাইলে । অবশ্ব শাখার দাম পাইবা তাহলে ॥ গিঞা সেই ঘরে দেবী দেখে তাড়াতাড়ি । রঞেছে তিনটি টাকা কোরঙ্গেতে পড়ি ॥ রোমাঞ্চিত হইল তন্তু চক্ষে বহে জল । হহল হৃদয় তার আনন্দে বিহবল ৷ আইল ফিরিয়া তথা হাতে লঞা টাকা । কহে কোথা কন্যা মোর পরিয়াছে শাখা । চল যাই হে বণিক কন্ঠ মোর যথা । তাহারে জিজ্ঞাসি দাম দিব আমি তথা ॥ বেন্য কয় কন্যা তব বাসলীর বাধে । আলা করি আছে যেন পূর্ণিমার চাদে । এত কহি দুই জন চলিল। তথায় । দেখে যাঞে কেহ নাঞি ইদি উদি চায় ॥ কাদিয়া কন্যারে ডাকে বেন্য শ্রীনিবাস । মিথ্যাবাদী বলি গালি দেন দেবীদাস ॥ বেন্যা কয় এইখানে বসি যে বালিকা। সত্য কহি মোর কাছে পরিয়াছে শাখা ॥ দেবী কয় এই ক;ধ্য দেখেছে বা কে । বেষ্ঠা কয় এই সাধু যদি দেখে থাকে ॥ দূর হতে বার বার অঙ্গুলি হেলনে। ধ্যান-মগ্ন চণ্ডীদাসে দেখাইল বেন্তে ॥ দেবী কয়ু চণ্ডী ভাই বল দেখি শুনি । যে ঘটিল। এই স্থানে দেখেছ কি তুমি । ধ্যান ভঙ্গে চণ্ডীদাস দেবীরে প্রণমি । কহে দাদা কি ঘটিলা কহ আগে শুনি ॥ সকল বৃত্তাস্ত তবে কহে দেবীদাস । শুনিএ চণ্ডীর মনে অসীম উল্লাস ॥ চণ্ডীদাস কহে দাদা করি নিবেদন । বুঝিলাম যা ঘটিল। অপূর্ব ঘটন। দূর-দেশ-বাসী বেন্তে কথামত তার। মিলিলা কোরঙ্গে টাক; সাক্ষাত তুমার । তাহলে দুহিতা তব পরিয়াছে শাখা। এ কথাটি কেমনে হইবা দাদা ফাকা । তুমার যে কন্যা দাদা কে না জানে তায় । যার গর্তে পিতা মাতা সকলে জন্মায়ু ॥ পিতা নাঞি মাতা নাঞি ভ্রাতা নাঞি ধার। সেই শক্তি-স্বরূপিণী কন্যা যে তুমার ॥ আয় রে বণিক ভাই দেরে আলিঙ্গন । পাঞে৫ মায়ের তুমি সাক্ষাত দর্শন ৷ বস্তু পুণ্য ফলে ভাই হাতে ধরি তার। পরাঞে শাখা তুমি এত ভাগ্য কার । মা ম| ব্ৰহ্মময়ী দুর্গে দুঃখ-হর । বলিতে বলিতে চণ্ডী হইল জ্ঞানহার ॥ অকস্মাত দেবীদাস ছিন্নতরুপ্রায় । মা মা বলি অচেতনে পড়িল ধরায় ॥