পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆనఆ গৃহমুখে সারি দিঞ যত কুলনারী। কলসী লইঞা কাথে আসে ধরি ধরি ॥ নীলাকাশে নিরমল মাণিকের পারা । একটি দুইটি করি উঠতেছে তারা ॥ বাজিল বণঝরি শঙ্খ ঘণ্টা দেবালয়ে । বাহিরিলা বামাকুল দেউটি জালিয়ে ॥ এইরূপে আইল সন্ধ্যা গোধূলিরে জিনি। সন্ধ্যারে জিনিয়া তবে আইল রজনী ॥ ক্রমে ক্রমে অল্প জল করিঞা গ্রহণ । প্রদীপ নিবাঞে সবে করিলা শয়ন ॥ আইলেন নিম্ৰাদেবী মোহমন্ত্র ঝাড়ি । লইলেন সবার চৈতন্য তবে কাড়ি ॥ হেনকালে মল্ল সেনা লম্ফঝম্প দিঞ । বোল পুখুরের তটে উত্তরিল৷ গিঞাঁ ॥২৮ পরিসর ভূমি সেই অতি মনোরম ৷ তিন দিকে শোভে তার নিবিড় কানন ॥ পড়িল তথায় তবে সৈন্তের ছাউনী । বিশ্রাম করিয়া কিছু কহেন নৃমণি ॥ লহ সঙ্গে শ্ৰীনিবাস এক শত সেনা । কোথা থাকে চণ্ডীদাস আছে তব জানা ॥ যাহ তথা আন তারে রামিণীর সহ । আরে যদি চাহ সেনা যত ইচ্ছা লহ ॥ বেনে কহে মহারাজ করি নিবেদন । নিশ্চয় হইল মোর দুদিকে মরণ ॥ গেলে মারে চণ্ডীদাস না ধাইলে তুমি । মারীচের মত ফাদে পড়িয়াছি আমি | যা হোক মরণে মোর তিলে নাহি গণি । কিন্তু ভাবি পাছে প্রাণ হারান আপনি ৷ ২৮) বিষ্ণুপুর হইতে ১৪ ক্রোশ পশ্চিমেত্তিরে ছত্রিন । মল্প-সৈন্ত রাত্রে পহুছিয়ছিল। ভাবে বুঝা যায়, তখন অশ্বিন মাস। বোল পুখুর হইতে ছত্রিন আধ ক্রোশ দূরে । এই পুখুর সড়কের বা দিকে । অপর তিন দিকে এখনও বন আছে । পুখুরটি বড়, জল নিমল । কিন্তু কি অভিশাপ আছে, সে জল কেহ খায় ন! ৷ ১৩৮৭ শকে দেবীদাসের BBB SBBBDSDDBBBS BBBBBS BBB BBBBB DDS অবরুদ্ধ হইয়াছিল । তার অর্থ এখানে পাওয়া যাইতেছে । H # ১৯/ ] Sー8いこ রাজা কহে আরে বেন্যে তুই কি পাগল। ভিখারী চণ্ডীর অঙ্গে আছে এত বল । এ হেন কটক সহ আমারে বধিবে। পাগল না হলে তুই একথা কে কবে। বেহে বলে যোগ-বল শ্রেষ্ঠ বলে মানি । ভাবি তেঁই কি উপায়ে রক্ষা পাবে তুমি ॥ যোগ-বলে বলীয়ান চণ্ডী রাসমণি । কি করিব সেনা তব এক অক্ষৌহিণী ॥ কোটি অক্ষৌহিণী হলে নারিবে জিনিতে । পদে পড়া বিনা নাই উপায় আনিতে ॥ রাজা কহে মূৰ্খ তুই অতীব চপল । র্তেই তোর কাছে বড় হয় যোগ-বল | জান না কি জমদগ্নি যোগীর প্রধান । কেন কাৰ্ত্তবায্য করে হারাইল প্রাণ ৷ তপঃশ্রেষ্ঠ বশিষ্ঠের শতেক নন্দন । কেন বিশ্বামিত্র করে ত্যজিল জীবন ॥ বেন্ত কহে মহারাজ কাজ কি কথাতে । এখনি ত ফল তার পাবে হাতে থাতে ৷

  • | * | *

দাগহ কামান২৯ এক বাজুক বাজন । তব আগমন-বাৰ্ত্ত হউক ঘোষণা ৷ যাই আমি দেহ সঙ্গে সেনা এক শত । ফিরি কিম্ব মরি কিন্তু এটা অনিশ্চিত | দেথি শুনি যু হয় তা করিব রাজন। শত সেনা লঞ আমি চলিচু এখন ॥ এত কহি শ্রীনিবাস স্মরিয়া শ্ৰীহরি। চলি গেলা সঙ্গে শত সেনা অস্ত্র-ধারী ॥ আচম্বিতে মল্লরাজ পাইলা দেখিতে । কে দুজন যায় চলি তার বাম ভিতে ॥ কে যায় বলিয়া রাজা উচ্চে ষ্টাক দিলা । ংসার-বিরাগী মোর চণ্ডীদাস-চেলা । রাজাদের অসংখ্য গেঠ্য ছিল । ছাতনার রাজাদেরও ছিল । সং ‘স্বদেশী । “প্রীকৃষ্ণকীৰ্ত্তনে" সংস্কৃত নাম নল আছে ।