পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদণস-চরিত শুনি রাজা দূতে কয় পাকড়াও দোহে। দূত গিঞা দুজনের করে ধরি কহে ॥ রাজার হুকুম চলে রাজ-সন্নিধান । জোর কি ওজর কর না রহিব জান ॥ সমস্বরে দোহে কয় কোথাকার রাজা । না জানি না মানি তায় নহি তার প্রজা ৷ তুমিও একটি কথা কহ যদি এবে। নিশ্চয় তা হলে তুমি পরাণ হারাবে। শুনিঞ নৃপতি তবে নিকটেতে আইল । দোহাকার রূপ হের মোহিত হইল ॥ একটি পুরুষ আর একটি প্রকৃতি । মদন-মোহন-রূপ দোহে দেবাকৃতি । মুতুম্বরে মধুমাথা ধীরে ধীরে কয়। কে তুমরা কৃপা করি দাও পরিচয় ॥ মল্লভূম নামে দেশ তার অধিপতি । গোপাল আমার নাম বিষ্ণুপুরে স্থিতি ॥ শুনেছি ছত্রিনাপুরে চণ্ডীদাস নামে । অপূৰ্ব্ব গায়ক এক আছেন তা গুনে ॥ পাঠাইল্প দূত আমি লঞ যেতে তারে । লাঞ্ছিত হইঞা দূত গিএগছিল ফিরে । তার প্রতিশোধ নিতে এসেছি সম্প্রতি । কহ এবে কে তুমর যুবক-যুবতী ॥ হাসিয়া যুবক কয় শুন মহারাজ । গৃহত্যাগী জনের নামেতে কিবা কাজ । চণ্ডীদাস গুরু আমি তাহারি কিঙ্কর । গুরু-দত্ত নাম মোর হয় প্রিয়ঙ্কর ৷ যুবতী কহেন হাসি শুন নরপতি । রামিণীর দাসী আমি নাম ছায়ামতী । এই সহচর মোর আমি সহচরী। একসঙ্গে থাকি মোরা একসঙ্গে ফিরি ॥ আনন্দে হরির নাম গাহিঞে বেড়াই । যথায় আনন্দ পাই তথাকারে যাই ॥ রাজা কহে তুমরা যে পরিচয় দিলে । শিথিয়াছ গীতিবাদ্য অবশু তাহলে ৷ సెy లక్షాగి প্রিয়ঙ্কর কহে জানি রাজা কহে শুনি । গাহত একটি গীতি কৃষ্ণ-বিষয়িণী ॥ বাঞ্জাইয় এসরাজ গায় প্রিয়ঙ্কর । ছায়ামতী হাসি হাসি যোগাইছে স্বর ॥ 臺 | * | * গীতি । তোমার মদন-মোহন, বাকী মদন-মোহন । মধুপুর বরজিয়া ব্ৰজপুর আণ্ডল কহাওল শ্রীনন্দনন্দন । তোমার মদন-মোহন ৷ শৈশবে কোমল থিন কৈছনে কিসন গে করিলেন পুতনা নিধন । লম্বিত করে দেহি কম্পিত সভয় চরণ । l তোমার মদন-মোহন ৷ ঝুরত দিবা-যামিনী ব্রজকি কুল-কামিনী লম্পট নিলজ শুীম পেখি । তপন-তনয়-তটে রহসি রহি নীরবে গোপিনীর হরিলা পিন্ধন । তোমার মদন-মোহন ! কুপিত অশনি-কর বরষে বারি নিঝরে গোকুলোপরে কেবল দিবা যামিনী । ব্যাকুল গোপ আলোকি বাম করকি অঙ্গুলে ধরতই গিরি গোবৰ্দ্ধন । তোমার মদন-মোহন ! তুষিতাহীর-সস্ততি গতাস্থ গরলাশনে ভাসতহি কালিয়দহ নীরে । তরজি কানাএল তহি তুরিত মগন ভেল করিল সে কালিয় দমন । তোমার মদন-মোহন ৷ নিধু মধুর কাননে বাজাঞে মধু বাঁশরী জপত কাহু বৃষভান্থ কি নন্দিনী । তপন-তনয়াতীরে আওত নিত কিশোরী ভেটস্ট্রহি রাধিকা-রমণ । বাকী মদন-মোহন | নবনীত লুণ্ঠই