পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩২ একদিন সকালে ডাম্বঙ দেখিল ইঠ লিঙের দেওয়া কোদালের বঁাট আগাগোড়া ফাটিয়া গিয়াছে। তাহার বুঝিতে বিলম্ব হইল না তাহার প্রাণ-পাখী ইলিঙ তাহার জম্বই শরীর ছাড়িয়া আকাশে উড়িয়া গিয়াছে। অস্তরে তাহার যতই ঝড় উঠক, বাহিরে সে চুপ করিয়া রহিল। ঠইঠ লিঙের ঘরে তাহার মৃত্যুসংবাদ লইয়া লোক আসিল । ঠইঠ লিঙের মা কাদিয়া বুক ভাসাইল । ঠইঠ লিঙকে শেষ দেখা দেখিবার জন্য তাহার আত্মীয়ের যাত্রা করিল। ডাম্বঙ সকলই দেখিতেছে, সকলই শুনিতেছে, তবুও চুপ করিয়া বসিয়া রহিল। কুলপ্রথামত আত্মীয়কুটুম্বের প্রত্যেকে গিয়া ইঠ লিঙের শবের উপর নূতন কাপড় দান করিল, কিন্তু কোন কাপড়েই ইঠ লিঙের শরীর সম্পূর্ণরূপে ঢাকা গেল না। একে একে ঠইঠ লিঙের বাবার ও স্বামীর গ্রামের প্রত্যেকে আসিয়া শবের উপর নূতন কাপড় দান করিল, কিন্তু কিছুতেই শব ঢাকা গেল না। তখন কাহারও কাহারও মনে হইল,—ঙামূবঙ আসে নাই, হয়ত ঙামূবঙ কাপড় দিলে শব ঢাকা পড়িতে পারে। তখনই ডাম্বঙের জন্য লোক প্রেরিত হইল। ঙমিবঙ আসিল । আসিয়া সে শবের উপর হইতে সমস্ত নুতন কাপড় উঠাইয়া লইল, এবং নিজের চাদরখানি দিয়া অতি সহজে শবকে ঢাকিয়া দিল । তাহার পর শবকে শবাধারে* রাখিতে হইবে । আত্মীয়কুটুম্ব সকলে চেষ্টা করিয়াও শবকে শবাধারে তুলিতে পারিল না। সকলের শেষে ডাম্বণ্ড শবকে তুলিয়া অতি সহজেই শবাধারে রাখিল । শবাধারকে ঘরে লইয়া যাওয়াও আর কাহারও দ্বারা হইল না, উমৃবঙ অতি সহজেই তাহা সম্পন্ন করিল। ঙমৃবঙ আর বাড়ী গেল : । সারাদিন পাহাড়ে জঙ্গলে কাঠ কাটিয়া বেড়াইল। তার পর সমস্ত কাঠ আনিয়া ঠুইঠ লিঙের শবাধারে আগুনের তাপ দিতে লাগিল ।

  • এক টুকর গাছের গোড়ীকে মাঝখানে fচরিলে দুখীন হয় । তখন ঐ দুই খণ্ডের ভিতর হইতে সমস্ত কাঠ কাটিয় ফেলিয়। নৌকার মত কর হয়। একখানার ভিতর শবকে রাখিয় অপরপানা দিয়; ঢাকিয়া মোম দিয় মুখ জুড়িয় দেওয়া হয়। কেবলমাত্র বড়লোকদের জন্তই এই শবাধার ব্যবহৃত হয় ।

প্রবাসী SILONළු এক মাস পর শবধার খোলা হইল। কিন্তু কি আশ্চর্য্য, শব গলে নাই, আগের মতই অবিকৃত আছে দেখা গেল । আবার শবাধার বন্ধ করা হইল, মোম দিয়া কাঠের মুখ জুড়িয়া দেওয়া হইল এবং আগের মতই ডাম্বঙ আহার নিদ্র পরিত্যাগ করিয়া শবাধারে আগুনের তাপ দিতে লাগিল । আরও এক মাস পর আবার শবধার খোলা হইল এবং দেখা গেল,—আগের মতই শব অবিকত আছে। গ্রামের সকল লোক তখন ডাম্বঙের নামে নানা কুৎসা রচনা করিয়া বলিতে আরম্ভ করিল । এমন কি কেহ কেহ তাহাকে মারিয়া ফেলিবে বলিয়াও ভয় দেখাইল । শোকে দুঃখে অন্যহারে অনিদ্রায় প্রমূবঙ বড় দুৰ্ব্বল ও ক্লাস্ত হইয়া পড়িয়াছিল। এবার সে আর স্থির থাকিতে পারিল না। একদিন শবের সামনে দাড়াইয়া বলিতে লাগিল, "ইঠ লিং, তোমার প্রেমে আমি আমার মান সন্ত্রম লজ্জ সমস্ত জলাঞ্জলি দিয়াছি, এখন বোধ হয় প্রাণও দিতে হইবে । ঠই লিঙ, আমায় বিদায় দাও।” তখন আকাশবাণী হইল, “মাটিতে তোমার কাপড়খানা পাতিয়া :থ, কাপড়ে যাহা পাইবে, তাহা আমার স্মৃতিচিহ্ন-স্বরূপ তোমার মনোমত একটি স্থানে পুতিয়া রাখিবে।” ডাম্ববঙ তাহার গায়ের কাপড়খানা মাটিতে পাতিয়া দিল। তখনই উপর হইতে ইষ্ট লিঙের হৃৎপিণ্ডটি আসিয়া কাপড়ের উপর পড়িল । অতি যত্নের সহিত তাহ লইয়। ডাম্বড নিজের গ্রামে ফিরিয়া আসিল । ঠষ্টঠ লিঙের বাবার জমিই ছিল সৰ্ব্বাপেক্ষ সুন্দর ও সমতল। ঙামবঙ তাহার ঠিক মাঝখানে হৃৎপিণ্ডটি পুতিয়া রাখিল । কিছু দিন পর সেখানে একটি বটগাছ জন্মিয়াছে + বাসগৃহের অল্প দূরে একটি ছোট ঘর তৈরি করা হয়। তাছার মধ্যে মাটি হইতে কিছু উপরে শবাধারটি রাখা হয় । তার পর কিছু দিন শবধরে আগুনের তাপ দেওয়া হয় । তাছাতে শল শাঁসই পচিয় যায় । শবাধারের নীচের দিকে একটি ছোট গঠ পাকে এবং তfহু, হইতে একটি BBB BB BBBB BB BBB BB BBS BBB BBB BS ঐ ছিদ্রপথে নল দিয়৷ মাটির নীচে চলিয়া যায় । শবাধারের ভিতর তখন শুধু হাড়গুলি পড়িয় থাকে। এক মাস পর শবাধার খুলিয় মদ দিয়া ধুইয়। হাড়ের দুগন্ধ দূর করা হয়। তার পর হাড়গুলিকে একত্র BBB S BBYBBDS DSDS B KKD KBSB BK DDS BBBBS ক{সার থালার পাত্রটির মুখ বন্ধ করিয়া পাহাড়ের উচ্চ চূড়ায় একটি gBBB BBS BB BBDS DDS DDS ggG DBSBB BBB BBD এই ব্যবস্থা । কুকিদের সর্বসাধারণ মাটিতে শবকে কবর দেয়, কুকি জাতির একটি শ{থ হিন্দুদের মত শবদাহ করে ।