পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! নব দিল্লীর উকীল-চিত্রবিদ্যালয় শ্রীপরিমলচন্দ্র গুহ উকীল-ভ্রাতাদের নব দিল্লীর চিত্রবিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৩২ সাল হইতে ইহার কাজ নিয়মিত ও উত্তম রূপে চলিতেছে । ছাত্রছাত্রীদের বেতন ছাড়া অন্ত কোন সাহায্য এই বিদ্যালয় পায় না । উকীল-ভ্রাতার এ পৃষ্যস্ত গবন্মেণ্টের বা মিউনিসিপালিটির কাছে সাহায্য চান নাই । তাহার প্রধানত: এই অঞ্চলে শিল্প অমুশীলনের বিস্তার উদ্দেশ্বে এই কায্যে ব্ৰতী হইয়াছেন । র্তাহাদের এক্ট উদেশ্ব বহু পরিমাণে সফলও হঠয়াছে । অ-বাঙালী ছাত্রছাত্রীও এখানে শিক্ষা পাইয়াছেন ও পাইতেছেন । সারদা বাবুর কয়েকটি ছাত্র ইতিমধ্যেই শিল্পক্ষেত্রে দিল্লী অঞ্চলে " ছেন । pর বিদ্যালয়ে ছাত্রছাত্ৰাদিগকে জনপ্রতি ১০টাকা মাসিক كمجرميم جي s : প্রবেশিক-ফী ৫টাকা দিতে হয় ; মোট ২৪ জনের অধিক ছাত্রছাত্রী লওয়া হয় না । বিনা বেতনে এক জন ও জৰ্দ্ধ বেতনে এক জনকে শিক্ষা দেওয়া হয়। প্রত্যেক ছাত্র ও ছাত্রীর প্রতি মনোযোগ স্বসাধ্য করিবার নিমিত্ত সংখ্যা } ২৪ রাখা হইয়াছে। سیسماك د عید সাধারণতঃ তিন বৎসরে সাধারণ চিত্রাঙ্কণ শিক্ষা সমাপ্ত & offstoß, fioso (mural painting) o শিখিতে আরও দুই বৎসর লাগে। এই শিল্পবিদ্যালয়টির যাহাতে উত্তরোত্তর উন্নতি হয়, তাহার জন্য উকীল-ভ্রাতার বিশেষ যত্নবান । ইহা প্রতিষ্ঠিত করিয়া এবং প্রতিবৎসর উৎকৃষ্ট শিল্প-প্রদর্শনীর দ্বারা তাহারা উত্তর-ভারতে বাঙালীর নাম উজ্জল করিয়াছেন । সৰ্ব্বসাধারণ, শিক্ষিত শ্রেণী, রাজ মহারাজা এবং ইংরেজ রাজপুরুষেরা তাহদের শিল্পের অনুরাগী হইয়াছেন । সরকারী বা বেসরকারী কোন রকম সাহায্য ন চাহিয় ও না লহয় তাহারা যাহা করিতে পারিয়াছেন, তাহা তাহদের বিদ্যামুরাগ ও পুরুষকারের পরিচায়ক –প্রবাসীর সম্পাদক । ] brఫె~= }\ని “প্রকৃতির যবনিকার অন্তরালে যে অনিৰ্ব্বচনীয় অতীন্দ্রিয় লোক প্রচ্ছন্ন রয়েছে, তারই অভিাস কল্পনার ঐশ্বধ্যে ও সুদক্ষ হস্তের তুলি-চালনার নৈপুণ্যে স্পষ্টতররূপে ইন্দ্রিয়গ্রাহ্যতার মধ্যে নিয়ে আসার নামই চিত্রশিল্প।” c5f8zaï C5ňfa ( Cennino Cennini ) òfs ‘বুক অব আর্ট-এ চিত্রশিল্পের সংজ্ঞ এই ভাবেই নিরূপণ করেছেন। এই সংজ্ঞার অনুরূপ চিত্রকলাসম্পদের প্রাচুর্য্য দেখতে পাওয়া যায় উকীল-ভ্রাতাদের চিত্রশালা ও বিদ্যামন্দিরে । এই চিত্রশাল ও বিদ্যামন্দিরে প্রথিতযশা শিল্পী ঐযুক্ত সারদাচরণ উকীল, শ্রযুক্ত রণদাচরণ উকীল এবং তাদের ছাত্রছাত্রীদের অঙ্কিত চিত্রসমূহের এক অপূৰ্ব্ব সমাবেশ ঘটেছে । এই চিত্রবিদ্যালয়ের শিক্ষক উকীল-ভ্রাতৃদ্বয় চিত্রবিদ্যায় অমুবর্তন করবার নির্দেশ দেন না, এই তাদের বৈশিষ্ট্য। বস্তুত কোন যথার্থনামা শিক্ষকই সেরূপ শিক্ষা দিতে পারেন না | উকীল-ভ্রাতৃদ্বয়ও বিদ্যার্থীদের নিজের চিন্তা ও কল্পনাকেই শিল্পশিক্ষায় প্রধান স্থান দিয়ে উৎসাহিত করে থাকেন। শ্ৰযুক্ত সারদাচরণ উকীল প্রথমে তার নিজের চিত্র-কক্ষে স্বল্পসংখ্যক ছাত্র নিয়ে এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন । বিলাত থেকে প্রত্যাগমনের পর শ্রযুক্ত রণদাচরণ উকীলও এই বিদ্যালয়ের পরিচালনায়ু যোগ দিয়েছেন। লণ্ডনে রয়্যাল কলেজ অব আর্টে কয়েক বৎসর সুবিখ্যাত শিল্পী সরু উইলিয়ম রোটেনষ্টাইনের শিক্ষাধীন থেকে চিত্রশিল্প সম্বন্ধে তিনি বিশেষ অৰ্জ্জন করেছেন । প্যারিস, বালিন, ভিনিস, মিলান এবং ইউরোপের আরও অনেক স্থানের প্রসিদ্ধ চিত্রশাল পরিদর্শন করে তিনি অভিজ্ঞতা অর্জন ক'রে এসেছেন । সুপরিচিত শিল্পী উকীল-ভ্রাতাদের শিল্পদক্ষত সম্বন্ধে এখানে কিছু বল বাহুল্য। তাদের পরিচালনায় ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা