পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরিশাসে বঙ্গিক্রীড়ায় অগ্নিক্রীড়কদের দলপতি যায় না । প্রথমে দলপতি নিৰ্ভয়ে অঙ্গারস্তপের উপর দিয়া অগ্রসর হইয়া গেলে অ'নন্দধবনি করিয়! তাহার অতুবীরাও অগ্রসর হয় । মরিশাসে বহ্নিত্ৰীড়ায় রমণ উপরে জালানী কাঠ স্ত,পাকারে রাখা হয়। উৎসব আরম্ভ হতবার প্রায় যোল ঘণ্ট। পূৰ্ব্বে এই কাষ্ঠস্তপে আগুন ধরাইয় দেওয়া হয়, আগুনের তাপে ত’হার কাছে যাওয়াই সাধারণের পক্ষে একরূপ অসম্ভব । প্রথমে একদল লোক রঙীন পত্রপুষ্পে বিচিত্র বেশে সাঞ্জিয়! অগ্রসর হয়, দীর্ঘ দণ্ডের সাহায্যে দগ্ধ কাষ্ঠগুলি সরাইয় পাথরগুলি সজাইয়া রাখে। তার পর নগ্নপাদ অগ্নিক্রীড়কের এই তপ পাথরের উপর ইঁটিয়া থাকে । প্রসিদ্ধ ভ্ৰমণকারিণী ও লেখিক! শমতী রোজিট ফবেস র্ত হার iTouan Calc ? if it / গ্রন্থে ডাচ গায়েনার একটি অগ্নি-নৃত্যের বিবরণ লিথিয়'ছেন । গভীর অরণ্যে অতুষ্ঠিত এক অগ্নি-উৎসবে একটি বালিকাকে তিনি প্ৰত্যক্ষ করিয়াছেন, লেলিহান অগ্নিশিপ চারি দিক দিয় তাহকে ঘিরিয়াছে, মনে হইতেছে গ্রাস করিল বলিয়া-কিন্তু শেষ পৰ্য্যস্ত তাহার সামান্য অঙ্গহানিও হয় নাই । মরিশাসে রোজ হিলে একটি অন্ধবিশ্বাসী সম্প্রদায়ের মধ্য এখনও এই অগ্নিক্রীড়ার প্রচলন আছে , প্রতি বর্ষে - র! জাগুয়ারী ইহার অঙ্গুষ্ট ন হই থাকে দৈর্ঘ্যে ত্রিশ ফুট ও প্রস্থে ২য় ফুট একটি অঙ্গরস্থলী এই জন্ম প্রস্বত হইয় ধ" | অগ্নিক্রীড়কগণ অনেক সময় শরীরে ও মুখে দীপ ১ বিধাই ধী লয়, কিন্তু আশ্চর্য্যের বিষয়, তৎসত্ত্বেও রক্তপাত হইতে দেখা মহীশূরে প্রতি বৎসর ফেব্রুয়ারি মাসে এখনও এইরূপ অগ্নি-উৎসব অতুষ্ঠিত হইয়া থাকে। প্রত্যক্ষদশী লিওনার্ড হfগুলির বর্ণনায় আছে, প্রথম একটা খোলা মাঠের একধারে জালানী কাঠ শুপাকারে রাখা হয়। উৎসবের পূর্ব দিন সন্ধ্যায় অগ্নিক্রীড়কদের গুরু এই স্তপের চারি দিকে ঘুরিয়া পূজা-পাঠ ইত্যাদি করিয়া থাকে। পরদিন প্রাতঃকালে এই কাঠের জলন্ত অঙ্গার একটি গর্তে নিক্ষেপ করা হয়। অগ্নিক্রীড়কের উৎসবের পূর্ব দিন সমস্ত রাত্রি নৃত্যাদি করিয়া কাটায়। পরদিন উংসব-ক্ষেত্রে সহস্ৰ সহস্ৰ লোককে সাক্ষী করিয়া বাদ্যভাণ্ড সহযোগে উৎসব আরম্ভ হয় ; পুনরায় পূজা ও নৃত্যাদি করিয়া প্রথমে গুরু, তাহীর পরে অনুগামীগণ সেই জলন্ত অঙ্গার-স্তুপের উপর দিয় হঁটিয়া যায়। এই অগ্নিক্রীড়কের উত্তেজনায়ু অনেক সময় অচৈতন্য হইয় পড়ে বটে, কিন্তু তাহদের পীয়ে আগুনের সামান্ত চিহ্নও পাওয়া যায় নাই । মীশরের এই উৎসবের চিত্র ৭৪৪ পৃষ্ঠায় দ্রষ্টব্য। সম্প্রতি লওনে কাশীর যুবক খুপ্‌ বক্স বহু চিকিৎসক ও গণ্যমান্ত ব্যক্তির উপস্থিতিতে এইরূপ অগ্নিক্রীড়া দেখাষ্টয়া সকলকে বিম্মিত করিয়াছিলেন । বৈজ্ঞানিকদের নিকট হইতে এখনও এই বিষয়টির সম্পূর্ণ সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় নাই । -- જીજી