পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবণসী 8רר Nog ধৰ্ম্মমত ও অনুষ্ঠান বিদ্যালয়ে শিখাইতে গেলে নানা অনর্থ ঘটিতে পারে। শ্ৰীযুক্ত রাজগোপালাচারিয়ারের কংগ্রেসের সম্পর্ক ত্যাগ , শ্ৰীযুক্ত সিরাজগোপালাচারিয়ার কংগ্রেসের এক জন প্রধান নেতা। কংগ্রেস মহলে তাহার এই খ্যাতি আছে, যে, তিনি মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগের দার্শনিক তত্ত্ব যেরূপ বুঝেন, তদপেক্ষ ভাল আর কেহ বুঝেন না। তিনি সমাজসংস্কারকও বটেন। তিনি হিন্দুসমাজভুক্ত ব্রাহ্মণবংশীয় হইলেও তাহার কন্যার সহিত গন্ধবণিকজাতীয় মহাত্মাজীর কনিষ্ঠ পুত্রের বিবাহ দিয়াছেন । তিনি কয়েক দিন হইল ংগ্রেসের সহিত সমুদয় সম্পর্ক ত্যাগ করিয়া মহাত্মা গান্ধী, সরদার বল্লভভাই পটেল ও পণ্ডিত জবাহরলাল নেহরুকে তাহা জানাইয়াছেন। অনেক কংগ্রেস-নেতা তাহাকে তাঙ্গর পদত্যাগপত্র প্রত্যাহার করিতে অনুরোধ করিতেছেন। তিনি কংগ্রেসের সম্পর্ক ছাডিয়| দিলে বাস্তবিক উহার ক্ষতি হুইবে । .ہمتی

ধন গোপাল মুখোপাধ্যায় আমেরিকাপ্রবাসী প্রসিদ্ধ ইংরেজী গ্রন্থকার ধন গোপাল মুখোপাধ্যায় ৪৬ বৎসর বয়সে অকালে প্রাণত্যাগ করিয়ছেন । এই শোকাবহ ঘটনা আর ও শোকাবহ হইয়াছে এই কারণে, যে, তিনি উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করিয়াছেন এই রূপ অবস্থায় তাহার আমেরিকান পত্নী তাহাকে একটি কক্ষে দেখিতে পান, রয়টারের তারের খবর এই রূপ আসে। তাহার ভারতীয় বন্ধুরা র্তাহার কোন প্রকার মানসিক অসুস্থতার কথা ইতিপূৰ্ব্বে সন্দেহও করেন নাই। গত ১৮ই জুন তিনি তাহার গুরু স্বামী অপণ্ডানন্দকে আমেরিক হইতে যে চিঠি লেখেন তাহ দৈনিক বসুমতীতে প্রকাশিত হইয়াছে। তাহার মধ্যে র্তাহার মানসিক অশাস্তির কিছু প্রমাণ নিহিত আছে বটে। কিন্তু এরূপ আকস্মিক দুর্ঘটনা ঘটিবে, তাহা হইতে স্বামীজী এরূপ কল্পনাও করেন নাই । ১৮৯০ খ্ৰীষ্টাব্দে ধন গোপাল কলিকাতায় জন্ম গ্রহণ করেন এবং বর্তমান ১৯৩৬ সালে জুলাই মাসে নিউইয়র্কে প্রাণু ত্যাগ করেন । তিনি কলিকাতার প্রবেশিক পরীক্ষা দি: - পিতামাতার অজ্ঞাতসারে জাপানে কোন শিল্প শিখিsে যান। র্তাহার সে ইচ্ছা পূর্ণ হয় নাই । তিনি ইয়োকে - হামার কোন কোন ভারতীয় বণিকের সাহায্যে আমেরিক যাত্রা করেন। সেখানে শস্তক্ষেত্রে ও ফলের বাগানে খাটিয়, ধন গোপাল মুখোপাধ্যায় হোটেলে ও গৃহস্থের বাড়ীতে বাসন ধুইয়া, এক এই প্রকার অন্যান্য কাজ করিয়া জীবিক নির্বাহ করিতে থাকেন, এবং আমেরিকার কালিফৰ্ণিয় রাষ্ট্রের লেলা ও ষ্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করিয়া গ্রাড়ুর্টে হন। তথন হইতে তিনি ইংরেজীতে নানা পুস্তক লিপিতে আরম্ভ করেন ও মধ্যে মধ্যে আমেরিকা ও ইংলণ্ডের নান নগরে ও বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের ও অন্য কোন কেলি