পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যোমযান শোনা স্বয় প্রাচীন আর্ঘ্যের-দেবতাদের ত কথাই নাই— আকাশপথে বিহার করার উপায় জানতেন। এ কথাও শুনেছি যে কোন কোন প্রাচীন সংস্কৃত পুথিতে ঐ জাতীয় “বোমান" সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণও আছে এবং সেগুলি চালনার উপায় স্বরূপ "কি যন্ত্র" "রেবন্ধ যন্ত্র" প্রভৃতির श्रद्रछिश ब्राङ्गे কিছু কিছু বর্ণনা আছে। কোন কোন পুরাতত্ববিং বলেন যে বোধ হয় “পুপঞ্চরথ" বড় গোছের ফ মুল বা বেলুন জাতীয় কিছু ছিল। যা হোক, এখানে পুরাতত্বের আলোচনা করা হবে না—অন্ততঃ পক্ষে অতটা পুরাতন তত্বের। ইতিহাসের—খুড়ি, পুরাণের—হিসাবে এই অল্প দিন আগে অর্থাৎ ১৯৪২ খৃষ্টাৰে, নিউ ইয়র্কের কোন প্রসিদ্ধ দৈনিক পত্রের এক রিপোর্টার এক অদ্ভূত গল্প শোনে। ক-দিন পরে সে এক অজ-পল্লীগ্রামের মাঠের মাঝখানে গিয়ে হাজির হয়। সেখানে এক ঝোপের মধ্যে লুকিয়ে সে এমন এক আশ্চর্ঘ্য ব্যপার দেখতে পায় যে সে ছুটতে ছটুতে গিয়ে প্রথম টেলিগ্রাফ আফিল থেকে তার কাগজে এক লম্ব রিপোর্ট পাঠায়। কাগজের বর্ভার রিপোর্টটিকে জালগুৰি স্থির করে পত্রপাঠ ছিড়ে ফেলেন এবং ঐ রিপোর্টারকে ছয় সপ্তাহের জন্ত গসপেগু, করে এই কাঞ্জলামির শাস্তি দেন। ফলে । ঐ রিপোটটি ছিল অরভিল ও উইল্বর রাইট নামে দুই ভাইয়ের এরোপ্লেন-চালনা সম্পর্কে এবং রিপোটার রিপোর্ট জগতে সৰ্ব্বপ্রথম ইচ্ছাধীন ভাবে জাকাশ-বিহারের পালার বর্ণনা দিয়েছিলেন। নিউ ইয়র্কের অতি সভ্য কৰ্ত্তারা ব্যাপারট বিশ্বাসই করলেন না, কিন্তু যে-চাষার ক্ষেতের উপর এই রাইটের এরোপ্লেন-চালনা অভ্যাস করতেন সে তখন ঐ সব দেখে শুনে এতই অভ্যস্ত হয়েছিল যে আকাশে এরোপ্লেন দেখে সে রিপোর্টারকে বলেছিল, “ছোড়ার আবার ঐ বাও করছে।" সাতে ছুমের “আগে লেঞ্জ” প্লেন ( ১৯ •৬ ) যাই হোক এ বিষয়ের সত্যসত্য বেরোডে বেশী দিন লাগল না। ১৯৭৩ সালে রাইট ভ্রাতাদের কুড়ি মিনিট ইচ্ছাধীনভাবে এরোপ্লেনে আকাশ-বিহারের খবরে জগৎ চমৎকৃত হ'ল। কিন্তু তখনও কেউ বিশ্বাস করে নি যে মহিষ কোন দিন ইচ্ছামত আকাশপথে দূরদেশে যেতে পারবে। ১৯১৬ সালে ফ্রান্সে সাতো ঘাম নামক ফরাসী বৈমানিকের উড়বার চেষ্টা দেখে লর্ড নর্থক্লিফের মনে বিশেষ ছাপ পড়েছিল তিনি দেশে ফিরে তার প্রসিদ্ধ দৈনিক “ডেলি মেল" কাগজে ঘোষণা করেন যে, লগুন থেকে ম্যাঞ্চেষ্টার ( ১৮• মাইল পথ ) বিমান চালনায় যে প্রথম হবে তাকে ১০,০০• পাউণ্ড অর্থাৎ দেড় লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। এই ঘোষণার পরই লওনের এক প্রসিদ্ধ সাদ্ধা দৈনিকে এই টিল্পনি ছাপা হয়, “স্থানীয় এক প্রভাতী দৈনিকে লণ্ডন হইতে ম্যাঞ্চেষ্টার *ईjरुछ ¢शभ 4¢ब्रांtaन-शांक्लांब्र अश्रु जांभछि >०,००० शध*ि