পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ স্বন্দরম্” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” o ༄ང་ལ། ཅ་ཤ ) కాrtfsడా, -్పలs< { ৬ষ্ঠ সংখ্যা ১ম খণ্ড ) বাশিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর “ওগো বাশিওয়াল, বাজাও তোমার বঁাশি, শুনি আমার নূতন নাম,” —এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো ? আমি তোমার বাংলা দেশের মেয়ে । হুষ্টিকৰ্ত্ত পুরো সময় দেন নি আমাকে মানুষ ক'রে গড়তে— রেখেছেন আধাআধি করে। অন্তরে বাহিরে মিল হয় নি সেকালে আর আজকের কালে, মিল হয় নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয় নি শক্তিতে আর ইচ্ছায় । আমাকে তুলে দেন নি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক ক'রে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ,