পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ لرx ډ “চণ্ডীদাস-চরিত’ ( & ) সঙ্গীত শুনিঞ রাজা মনে মনে ভাবে। এ হেন মধুর কণ্ঠ নরেন। সস্তবে। যত রূপ তত গুণ দোহে অন্তর্যামী। নিশ্চয় দেবত হবে চণ্ডীদাস রামী। এইরূপ মল্লরাজ করিঞ চিন্তন। স্বর লক্ষি ধীরে ধীরে করিলা গমন । বিহুমূলে বসি দোহে কহে কত কথা। দণ্ডবং করি রাজা দাণ্ডাইল তথা । আশীৰ্ব্বাদ দিঞ চণ্ডী কহিলা তখন । ইচ্ছ। যদি হয় রাজা করষ্ঠ বন্ধন । রাজা কয় তুমাদের দেব আচরণে। মন্ত ইষ্টঞ আমি বুঝিব কেমনে। পলাইলে শত্রু বলি হয় অপমান । সম্মুখে আইলে হয় মিত্র সম জ্ঞান ৷ আমার যা মনোরথ হঞেছে পুর্ণ। কহ প্রভৃ চণ্ডীদাস কি করি এখন ॥ চণ্ডীদাস কহে তব দুই শত সেন। কিরূপে উদ্ধার পাবে কর বিবেচন ॥ রাজ কহে আমি যদি না জিনিব রণ। কেমনে হইবা মুক্ত তবে সৈন্যগণ । চণ্ডী কহে ক্ষত্র তুমি মোর বাক্য শুনি। যুদ্ধ ছাড়ি পলাবে কি বীর-চূড়ামণি। কি চিস্ত তুমার রাজা করিবারে রণ। যাহার পশ্চাতে আছে মদন-মোহন ৷ স্বয়ং এবার তুমি যুদ্ধে যাও রাজা। ধাৰ্ম্মিক স্বজন তুমি ক্ষত্র মহাতেজা । পরাস্ত হলেও তুমি পাবে বহু খ্যাতি। পূর্ণ হবে মনস্কাম শুন নরপতি ॥ ক্ষণকাল নীরবে থাকিয় নরবর। চণ্ডীদাসে চাহি কিছু কহে অতঃপর। কেমনে লভিলে তুমি কহ মতিমান। এ অল্প বয়সে হেন [ বহু ? ] শাস্ত্রজ্ঞান । এখনো না হও তুমি অষ্টাদশ পার। কেমনে লভিলা জ্ঞান এ হেন অপার । একি কথা কহ রাজা চণ্ডীদাস বলে । আমার বয়স প্রায় তেত্রিশের কোলে । যেইদিন মহামুদী ঘোর অত্যাচারী। বসিলেন সিংহাসনে পিতৃহতা করি ॥ তাব পূৰ্ব্বদিনে মোর জন্ম মধুমাসে। তুমি কিল বল মোবে বালক বয়সে ৷ কহিতেন এই কথা প্রায় মোর পিতা। ঘথনি উঠিত তার দৌরাষ্মোর কথা ॥৩০ ৩২) এখানে দিল্লীর ও গৌড়ের ইতবৃত্ত স্মরণ করিতে হইবে। ১৩১১ থি ষ্টাব্দে খিয়াল্পদিন-তুঘলক দিল্লীর বাদশাহ ছন । ১৩২৫ থি ষ্টাব্দে উহার পুত্র জনী-থ হস্তী-চালনা দ্বার এক মণ্ডপ ধরাশায়ী করিয়৷ পিতাকে স্থত। করেন, এবং মুহম্মদ নাম লইয়া সিংহাসন অধিকার করেন । এষ্ট পিতৃহস্থ অতিশয় নিষ্ঠুর ও অত্যাচারী ছিলেন, ২৬ বৎসর ভারতকে উৎপীড়িত করিয়াছিলেন । আরবী সন ও মাসে ৭২০ হিজরার সুধিঅল-আওল মাসে খিয়াল্পদিন-তুঘলক অপহত হন । ইংরেজী সালে ১৩১৫ খি ষ্টাব্দের ১৫ই ফেবরুআধি হইতে ১৭ই মার্চের মধ্যে। সে বৎসর শক ১২৪৬। ২৪শে ফেবরাআরিতে মধু বা চৈত্র মাস পড়িয়াছিল। চণ্ডীদাসের জন্মশক ও মাস জানা গেল। মল্লরাজদূতের বচন দেখা যাউক । জুন-খ-এর অষ্ঠে ১৩৫১ খি ষ্টাব্দে ফিরোজ-শাহ দিল্লীর সুলতান হন । ১৩৪১ খ্রিষ্টাব্দে সমসদিন ইলিয়াদশাহ গৌড়ের বাদশাহ হন। ইনি ১৩৪৭ খ্রিষ্ঠা পাণ্ডুত নগরে রাজধানী করেন। মালদহ হইতে ছয় ক্রোশ ঈশান কোণে পাণ্ডুআ নগর। এখানে শত বৎসর পাঠান সুলতানদিগের রাজধানী ছিল। ১৩৫৪ খ্রিষ্টাব্দে ফিরোজ-শাহ গোঁড় আক্রমণ করেন কিন্তু ল্পী হইতে পারেন নাই। ৭৫৮ হিজরার জুলজি মাসে শমল্পদিনের মৃত্যু হয় এবং তৎপুত্র কিনার-শাহ বাদশাহ ছন । ১৩৫৭ খি ষ্টাব্দের ১৩ই নভেম্বর হইতে ১৪ই ডিসেম্বরের মধো । তখন ১২৭৯ শকের অগ্রহায়ণ মাস। পুখীতে আছে, সে বৎসর ভাঞ্জ মাসে শমল্পদিনের মৃত্যু হইয়াছে । এষ্ট কয়েক মাসের জনৈক কাজের নয়। হ্যত তাত্র মাসে তাঙ্গার মৃত্যু আসন্ন হইয়াছিল,