পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SNご8N○ tూసి ఆ পতিব্ৰতা তুলসীর সতীত্ব হরণ। শুীমা গেল রামী-হৃদি বারাণসীধামে । . কোন ধৰ্ম্মমতে কর কহ নারায়ণ। শ্ৰীকান্ত পশিলা চওঁী-হৃদি বৃন্দাবনে ॥ চঙ্গচূড় সহ রণে জীবন হারায়। অতঃপর আনি সেথা হামীর-উত্তরে । তোমার পরম ভক্ত শঙ্খচূড় তায় ॥৩৪ সমপিলা চণ্ডীদাস মল্লরাজ-করে ॥ মনে আছে ভুলি নাঞি তুমি ভিক্ষ ছলে । মহানন্দে কোলাকুলি করে দুই জন । দান-বীর বলি রাজে দিলে রসাতলে । বহুমতে পরম্পর কৈল সম্ভাষণ ॥ এইরূপ সৰ্ব্বনাশ যার যথা হয়। চণ্ডী কহে আজি হতে হামীর-উত্তর । সকলের কর্তা তুমি জানি গুণময়। তোমার হে মন্ত্ররাজ হইল দোসর ॥ প্রভু কন মৰ্ম্ম কথা রাখিয়া গোপনে। কছিল। গোপাল-সিংহ আমার এখন ! বাহিরে আমার নিন্দ করিস কেমনে ॥ হইল লক্ষণ ভাই হামীর রাজন। জীব-নাশে মহাপাপ সৰ্ব্বলোকে কয়। সমভাগী হইতু তার বিপক্ষে সম্পদে ৷ ” একমাত্র তোর মতে ঘটায় সংশয় ॥ এই কথা বারম্বার নিবেদিতু পদে ৷ র্তেই তোর নিত্য পূজা হয় তোর মতে । হামীর-উত্তর কহে হে মল্ল-রাজন। ছাগ মেয় মহিষ গণ্ডার নরঘাতে ॥ মম রাজা তব পদে কষ্টম সমর্পণ ৷ দুই সিংহ কখনও না রহে এক বনে । আঞ্জাকারী হঞে তব রব আঞ্জীবন । হবে তার প্রতিকার আজিকার রণে ॥ কি আছে কি দিঞা পৃঞ্জি তোমার চরণ ॥ ধরিলাম এই আমি চক্র স্বদর্শন। চণ্ডীদাস কহে পুন শুম নরমণি । খড়গ ধরি হৈমবতী অট্টহাসি কন ৷ বারবার অঙ্গীকার করিতেছি আমি ॥ যাক স্বষ্টি ডুবি তবে প্রলয়ের জলে । পভুক খসিঞ চন্দ্র সূৰ্য্য এক কালে ৷ ডুবে যাক তমোগর্ভে নিখিল ভুবন । পূর্ণ হোক তব ইচ্ছা শ্ৰীমধুসূদন ॥ বলি খড়গ যেমন ক্ষেপিবে কাত্যায়নী । উৰ্দ্ধশ্বাসে এল ছুটি চণ্ডীদাস রামী । করে করে দুই জনে করিয়া ধারণ । বারংবার কহে কর ক্রোধ সংবরণ ॥ ক্ষান্ত হও রাধাকান্ত ধরি শ্রীচরণে । দানব-দলনী হামা ক্ষমা দে মা রণে ॥ এত কহি করপুটে করে বহু স্তব। নীরবেতে রয় হ্যাম শ্রীরাধ-বল্লভ ॥ স্তবে তুষ্ট হঞে তবে করি স্থির মতি। সম্বরিলা দোহে এবে দোহার মুরতি । ৩৪ ) ব্রহ্মবৈবর্ত পুরাণে উপাখ্যানগুলি দ্রষ্টব্য । রাস দোল পূর্ণিমার নিশি প্রতি সম । আমি রামী বিষ্ণুপুরে করিব গমন ॥ প্রভাত না হতে নিশি যাহ ত্বরা করি । সৈন্তাগণে লঞ রাজ নিজরাজ্যে ফিরি ॥ লোকে জানাক্তানি জেন না হয় সম্প্রতি । পঙ্কু ছিবে রাজ্যে রাজা থাকে যেন রাতি । এত শুনি মল্লরাজ চলিল। তখন । নিজ রাজ্য অভিমুখে লঞ সৈন্যগণ । এইরূপে টুটিল সবার গণ্ডগোল । বল সবে একবার হরি হরি বোল ॥ রাসমণি চণ্ডীদাস হুইয়া সম্প্রীত । মনের আনন্দে তবে ধরিলা সঙ্গীত ॥

  • | * | *

সঙ্গীত । চণ্ডীদাস ২৩/] প্রভাত হইল গভীর রাতি অই উষ জাগে ধীরে। আর কেন রবে আঁধার প্রবাসে এস প্রিয়তম ফিরে ॥