পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b〜8Sク প্রবাসী >いこ8Nご) পরবর্তী কালে লিখিত কোনও বিবরণ পাওয়া যায় না। এই যুগের চরিতের আকরের মধ্যে রাজার মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত ডাক্তার কাপেণ্টারের লিখিত সংক্ষিপ্ত জীবনীর প্রথম অংশ প্রথম উল্লেখযোগ্য। মিস মেরী কাপেণ্টণর এই সংক্ষিপ্ত জীবনীর এই সকল উপাদান উল্লেখ zofoto, Monthly Repository of Theology and General Literature, vols.XIII-XX, Precepts of Jesus নামক পুস্তকের ভূমিকায় ডাক্তার রিস ( Dr. T. Rees ) লিখিত জীবন বৃত্তান্ত, এবং যে পরিবারের সহিত রাজা লণ্ডনে বাস করিতেন তাহাদের কথিত এবং রাজার নিজের কথিত বিবরণ ( from communications received from the family with whom the Rajah resided in London, and from the Rajah personally) l* &fsiti sifat: 2;&a si: সম্বন্ধে ডাক্তার কাপেণ্টারের বৃত্তান্তে যাহা-কিছু লিপিত হইয়াছে তাহ অবহু আদৌ মুখের কথার এবং স্মরণশক্তির উপর নির্ভর করিয়া লিখিত। ডাক্তার কাপেণ্টার রাজার নিজেরমুখে যাহা শুনিয়াছিলেন তাহার মধ্যে যদি ভুলচুক থাকে তাহার জন্য র্তাহার নিজের স্মরণশক্তি দায়ী, কিন্তু অন্যের মুখে যাহা শুনিয়াছিলেন তাহাতে ভুলচুক থাকিবার সম্ভাবনা বেশী। ডাক্তার কাপেণ্টারের লিখিত রাজার জীবনের প্রথম ভাগের শেষ ঘটনার বিবরণ এখন মূল দলীলের সহায়তায় পরীক্ষা করা যাইতে পারে। ডাক্তার কাপেণ্টার লিখিয়াছেন— The father, Ram Kanta Roy. died about 1804 or 1805, having two previously divided his property anoag his three sons.t অর্থাৎ রামমোহন রায়ের পিতা রামকান্ত রায় ১৮০৪ কিম্বা ১৮০৫ সালে পরলোক গমন করিয়াছিলেন। মৃত্যুর দুই বৎসর পূৰ্ব্বে, ১৮০২ বা ১৮০৩ খৃষ্টাব্দে, তাহার সম্পত্তি তিনি তিন পুত্রের মধ্যে বিভাগ করিয়া দিয়াছিলেন। ১৮১৭ সালের ২৩শে জুন রামমোহন রায়ের ভ্রাতু পুত্র গোবিন্দপ্রসাদ রায় কলিকাতা সুপ্রিম কোটের একুইট years • Mary Carpenter, The Last Days in England of the Rajah Rammohun Roy, Calcutta, 1916, p. 1. + Mary Carpeuter, oft. cit. p. 5. বিভাগে যে মোকদ্দমা রুজু করিয়াছিলেন তাহার আর্জির সঙ্গে রামকান্ত রায়ের মূল বণ্টনপত্রের ইংরেজী অনুবাদ দাখিল করা হইয়াছিল। এই অনুবাদে দেখা যায়, বণ্টনপত্র সম্পাদনের তারিখ ১২০৩ সনের ১৯শে আগ্রহায়ণ ব| ১৭৯৬ সালের ১ল ডিসেম্বর । গোবিন্দপ্রসাদের আর্জিতে রামকান্ত রায়ের মৃত্যুর তারিখ দেওয়া হইয়াছে, ১২১০ সনের বা ১৮০৩ খৃষ্টাব্দের জ্যৈষ্ঠ ( মে-জুন) মাস, অর্থাৎ বণ্টনপত্র সম্পাদনের প্রায় সাড়ে ছয় বৎসর পরে । গোবিন্দপ্রসাদের আর্জির জবাবে রামমোহন রায় পিতার মৃত্যুর এই তারিখ মানিয়া লইয়াছেন। সুতরাং এই দৃষ্টান্তে দেখ। যায়, মুখে মুখে যে সংবাদ প্রচারিত হয় তাহাতে ভুলচুক ঢুকিবার সম্ভাবনা কত বেশী । ১৮৪৫ সালের কলিকাত রিভিউ পত্রে ( কিশোরী চাদ মিত্র লিখিত )* রামমোহন রায়ের যে জীবনচরিত প্রকাশিত হইয়াছে তাহাতে রামকান্ত রায়ের মৃত্যুর সাল ( ১২১০ সন=১৮০৩ খৃষ্টাব্দ ) ঠিকই দেওয়া হইয়াছে। এই জীবনচরিতের আকর, কলিকাতা হইতে ১৮৩৪ সালে প্রকাশিত রাজার ইংরেজী জীবনচরিত (Biographical memoir of the late Rajah Rammohan Roy with a series of illustrative extracts from his writings, Calcutta, 1884 ) আমরা এখনও দেখি নাই। আর একটি দৃষ্টান্ত হইতে দেখা যাইবে কিশোরীচাদ মিত্র ১৮৩৪ সালে কলিকাতায় প্রকাশিত যে মূল জীবন চরিত হইতে উপাদান সঙ্কলন করিয়াছেন তাহা অপেক্ষ ডাক্তার কাপেণ্টারের বিবরণ অধিকতর নির্ভরযোগ্য । কিশোরীচাঁদ মিত্র রামকান্ত রায় কর্তৃক নিজের স্থাবর সম্পত্তি বাটোয়ারা করিয়া তিন পুত্রকে দানের কথা উল্লেখও করেন নাই। কিন্তু মূল গ্রন্থের দোহাই দিয়া লিথিয়াছেন— “It has been roundly asserted by the writer of the memoir placed at the head of this article that Rainmohun Roy und boen disinherited by his fathor.“ • কলিকাতার (বর্তমানে রয়েল) আসিয়াটি সোসাইটির লাইব্রেরীতে Calcutta ReviewT5 #Fffers qę stąH5fGH gự «ff rgy খণ্ড ( reprint ) আছে। এই খণ্ডের উপহারদাতারূপে কিশোরীচাণ মিত্রের স্বাক্ষর আছে ।