পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৃত রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়ে চলে আসবার বেলা বললেম তাকে, “ভারতে এক জন নারী বলেছিলেন একদিন,— উপকরণ চান না তিনি, তিনি চান অমৃত । এই তো নারীর পণ । তুমি কি বলে ?” অমিয়া হাসল একটু বিরস হাসি, বললে, “এ কি উপদেশ ?” আমি বললেম, তার হাত চেপে ধ’রে “ভালোবাসাই সেই অমৃত, উপকরণ তার কাছে তুচ্ছ বুঝবে একদিন ।” বিরক্ত হ’ল অমিয়া বললে, “তুমি কেন নিয়ে গেলে না আমাকে এই মিথ্যে থেকে ? জোর নেই কেন তোমার ?” আমি বললেম, “বাধে আত্মগৌরবে । যত দিন না ধনে হব সমান আসব না তোমার কাছে।” অমিয়া মাথা ঝাকানি দিয়ে উঠে দাড়াল চলল ঘরের বাইরে । আমি বললেম, “শুনে রাখো, তোমার ভালোবাসার বদলে দেব ন তোমাকে অকিঞ্চনের অসম্মান । এই আমার পুরুষের পণ ।” দিন যায় রাত যায়, মাথায় চ’ড়ে ওঠে সোনার মদের নেশা ।