পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ను ఆ প্রশ্বাসী SNరిgs এত কালের খাটুনি মনে হ'ল যেন স্বপ্ন, প্রাণ উঠল ফু-হাত বাড়িয়ে জীবনের সাচ্চ সোনার জন্তে । সেদিন ঢেউ ছিল না জলে । আশ্বিনের রোর কাপছে সমুদ্রের শিহর-লাগা গায়ে। বাসার ধারে পুরোনো ঝাউগাছে ধেয়ে আসছে খাপছাড়া হাওয়া, ঝর ঝর করে উঠছে তার পাতা । বেগনি রঙের পাখী, বুকের কাছে সাদা, টেলিগ্রাফের তারে বসে লাজ তুলিয়ে ডাক্‌ছে মিষ্টি মুছ চাপা মুরে। শরৎ আকাশের নিৰ্ম্মলনীলে ছড়িয়ে আছে কোন অনাদি নিৰ্ব্বাসনের গভীর বিষাদ । মনের মধ্যে হুহু করে উঠছে— “ফিরে যেতে হবে।" থেকে থেকে মনে পড়ছে সেদিনকার সেই জল-মুছে-ফেলা চোখে ঝ'লে উঠেছিল যে আলো । সেইদিনই চড়লুম জাহাজে । বন্দরে নেমেই এসেছি চলে। রাস্তার বঁাকে এসে চাইলেম বাড়ির দিকে মনে হ’ল সেখানে বাস নেই কারো । এলেম সদর দরজার সামনে,

  • দেখি তালা বন্ধ । ধৰ্ব্ব করে উঠল বুকের মধ্যে ;

রাড়ির ভিতর থেকে শুষ্ঠতার দীর্ঘনিঃশ্বাস এসে লাগল আমার অঙ্করে ।