পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবণসী SNご8へこ سي من مسين বোঝা গেল না, ঠাট্টা কি সত্যি। জামার আস্তিনে ছিল মুক্তোর বোতাম, লুকিয়ে আস্তিনটা দিলেম উলটিয়ে, অমিয়ার জন্তে একটা ব্রোচ ছিল পকেটে, বুঝলেম দিতে গেলে হীরেটাতে লাগবে প্রহসনের হাসি । একটু কেশে স্বধালেম “এখানে থাকো কোথায় ?” ঝারি রেখে দিয়ে বললে, “দেখবে ?” নিয়ে গেল স্কুলের মধ্যে, দালানের পূব দিকটাতে সতরঞ্জের পর্দা দিয়ে ভাগ-করা ঘরে । একটা তক্তপোষের উপর বিছানা রয়েছে গোটানো । টুলের উপর সেলাইয়ের কল ; ছিটের খাপে-ঢাকা সেতার দেয়ালে ঠেসান দেওয়া । দক্ষিণের দরজার সামনে মাত্র পাতা, তার উপরে ছড়িয়ে আছে ছাট কাপড়, নানা রঙের ফিতে, রেশমের মোড়ক । উত্তর কোণের দেয়ালে ছোটো টিপায়ে হাত-আয়না, চিরুণি, তেলের শিশি, বেতের ঝুড়িতে টুকিটাকি । দক্ষিণ কোণের দেয়ালের গায়ে ছোটো টেবিলে লেখবার সামগ্রী আর রং-করা মাটির ভাড়ে একটি স্থলপদ্ম । অমিয়া বললে, “এই আমার বাসা, একটু বোসো, আসছি আমি।”