পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশ্বিন বিবিধ প্রসঙ্গ—ব্রিটেনের যুদ্ধে ভারতের যোগ না-দিবার প্রস্তাৰ না; কারণ, ভারতবর্ণ পরাধীন বলিয়া সাক্ষাং ভাবে কোন দেশের গবন্মে স্টের সহিত কোন প্রকার' কথাবাৰ্ত্ত চালাইতে বা সন্ধিবিগ্ৰহ করিতে পারে না। সব দেশের বহুসংখ্যক লোকের সহিত কিন্তু ভারতবর্ষের লোকদের বন্ধুত্ব হইতে পারে। - গত লক্ষ্মেী কংগ্রেসে সভাপতিরূপে পণ্ডিত জবান্তরলাল নেহরু তাহার অভিভাষণে ব্রিটেনের সাম্রাজ্যিক যুদ্ধ সমূহে ভারতবর্ষের যোগ ন-দেওয়ার সমর্থন করেন। এরূপ যুদ্ধে ভারতবর্ষের যোগ না-দে গুয়ার পোষকতা করিয়া কংগ্রেসের এই লক্ষে অধিবেশন একটি প্রস্তাবও গৃহীত হয়। কংগ্রেসের এক্ট নীতির অনুসরণ করিয়া ভারতীয় ੇ সভার অন্যতম মান্ধীজী সভা মিঃ সত্যমূৰ্বিতাঙ্গতে এই প্রস্তাব উপস্থিত করিতে ইচ্ছা করিয়াছিলেন, যে, ব্রিটেন যদি কাগঃe সঙ্গিত যুদ্ধে প্রবুন্তু হয়, তাহ হইলে ভারতবর্ষ ইংলণ্ডকে কোন প্রকার সাঙ্গমা করিলে না। কিন্তু গবর্ণরজেনারেল ঐ প্রস্তাব উপস্থিত করিতে অনুমতি দেন নাই । আমাদের বিবেচনায় উচ্চ উপস্থিত করিবার অনুমতি দিলে গবন্মে টের কার্য্যতঃ কোন ক্ষতি হইত না। কারণ, ভোটের আধিকো উচ্চ গুগীত চললেও, ব্রিটেনের যুদ্ধে ভারতীয় সৈন্যদলকে নিযুক্ত করিতে গবন্মেন্টের ক্ষমতা লুপ্ত হষ্টত মা ; দেশী রাজ্যের রাজার ও ব্রিটিশ-ভারতের ধর্মী লোকেরা ও যে কারণেই হউক, গবন্মেষ্টকে অর্থ, সামগ্রী ও মহিষ দিয়া সাহায্য ও করিত। অন্য দিকে, ইহা ও নিশ্চিত, যে, ব্যবস্থাপক সভার অনেক সভ্য প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিত এবং সরকার-পক্ষের যাহা বলিবার আছে, তাহ বলিবার হযোগ হইত । কিন্তু গবন্মেণ্ট বলিতে পারেন, এই প্রস্তাব ভোটাধিক্যে श्रृंठौंङ চষ্টলৈ ইহা সুস্পষ্ট ইষ্টত, যে, বিটেমকে যুদ্ধে সাহায্য করার বিরুদ্ধে ভারত্রে কতকটা প্রবল জনমত আছে। কিন্তু এই প্রস্তাব উপস্থিত করিতে ন-দেওয়াতেও কি তাঁহাই পরোক্ষভাবে প্রমাণিত হইতেছে না ? গবর্ণর-জেনারেল যে অনুমতি দেন নাই, লোকে পরাজপে ভয়ই তাহার কারণ বলিয়া স্থির সিদ্ধাস্ত করিয়াছে। ব্রিটেনের যুদ্ধে যে ভারতবর্ষের যোগ দেওয় উচিত, গবন্মেটি তাই ভারতীয়দিগকে বুঝাইয়া দিবার স্বযোগ কেন বেরিল না! যুদ্ধ জিনিষটাকেই আমর ... नुि। उ ছাড় ব্রিটেনের শক্ৰ মাত্রেই যে ভারতবর্যের শক্র, ইহঁত মোটেই সত্য নহে। স্বতরাং ব্রিটেন কাহার ৫ সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলে, ভারতবর্ষকেওঁ ব্রিটেনের পক্ষ অবলষ্ঠ" করিয়া সেই যুদ্ধে প্রবৃত্ত হইতে হইবে, স্থা স্বতঃসিদ্ধ •ছে । " কোন যুদ্ধে প্রবৃত্ত তইলে ব্রিটিশ সামাজের সব ఇ লিটগণকে তাহাতে যোগ দিতে ইসোজিব লাগে (Imperial Conference) * wতির সমর্থন করেন ఫ్రెరిచి নাই। সাম্রাজ্যিক কনফারেন্স বরং ইহাই স্থির করিয়াছেন, যে, ব্রিটেন কোন যুদ্ধে প্রবৃত্ত হইলে কাৰাড, দক্ষিণ-আফ্রিকা, অষ্ট্রেলিয় প্রভৃতি স্বশাসক ডোমীনিয়নগুলি তাহাতে যোগ দেওয়া না-দেওয়া সম্বন্ধে স্বাধীন থাকিবে। তাহার যোগ দিতে পারে, নিরপেক্ষও থাকিতে পারে ;–কেবল ব্রিটেনের শত্রপক্ষের সহিত তাহার যোগ দিতে পারে না। স্বশাসক ডোমীনিয়নগুলির বেলায় যে নীতি অনুমোদিত হইয়াছে, ভারতবর্ষের বেলা কেন তাহ স্বীকৃত হইবে না ? সত্য বটে, ভারতবর্ষ এখনও স্বশাসক ডোমীনিয়ন হয় নাই। কিন্তু ডোমীনিয়নগুলির প্রতিনিধিদের সহিত ভারত-গবন্মেন্টের প্রতিনিধিও সাম্রাজ্যিক কনফারেন্সে যোগ দিয়া আসিতেছে, এবং এক জন ভূতপূৰ্ব্ব ভারতসচিব তাহার এক বক্তৃতায় বলিয়াছিলেন, ভারতবর্ষ রাষ্ট্রনৈতিক মতবাদ অনুসারে ডোমীনিয়ন ন হইলেও, এই দেশ কাৰ্য্যত ডোমীনিনও (“Dominion status in action”) onto ডোমীনিয়নগুলিকে তাহাদের ইস্থার বিরুদ্ধে কোন যুদ্ধে টানিয়া আনা যদি অন্যায় হয়—এবং তাহ অন্যায় বলিয়া স্বীকৃতও হইয়াছে, তাহা হইলে ভারতবর্ষকে তাহার ইচ্ছার বিরুদ্ধে কোন যুদ্ধে টানিয়া আন ন্যায়সঙ্গত হইতে পারে না । অবশু, ডোমীনিয়নগুলি স্বশাসক বলিয় তাহাদের ব্যবস্থাপক সভার মত অধিবাসীদিগের মত বলিয়া গৃহীত হয়। ভারতবর্ষের ব্যবস্থাপক সভাগুলির মত ভারতবর্ষের অধিবাসীদের মত বলিয়া ধরা যায় না, কারণ সদস্যেরা সকলে দেশের লোকদের দ্বারা নির্বাচিত নহেন। কিন্তু সেটা ভারতবর্ষের দোষ নয়। অপিচ, নির্বাচিত সমুদয় বা অধিকাংশ সদস্যের মতকে ত দেশের লোকদের মত বলিয়। মানা উচিত ? ভারতবর্ষ যত দিন পরাধীন থাকিবে, তত দিন তাহীর সৈন্যদলকে ব্রিটেন যে-ভাবে ইচ্ছা কাজে লাগাইবেই। অবশু, কেহ এ কথা বলিতে পারেন, তাহা হইলে কোন ভারতীয় যাহাতে সৈনিক হইতে ন-পারে, তদ্রপ আন্দোলন করা হউক। কিন্তু এমন কথা কংগ্রেসও বলেন মাই। মহাত্মা গান্ধীও একাধিক বার বলিয়াছেন, যে, পৃথিবীর “সভ্যতা”র বর্তমান অবস্থায় সৈন্যদলের অস্তিত্ব মানিয়া লইতে হইবে । অর্থাৎ কতকগুলি লোকের যুদ্ধবিদ্যা জান চাই—অবশু দেশরক্ষার জন্য। এখন অনেক দেশে এক দল লোকের সংখ্য বাড়িতেছে গুহারা মনে করেন, শক্ৰ দেশ আক্রমণ করিলেও আত্মরক্ষার জন্যও যুদ্ধ করা উচিত নয়। মহাত্ম গান্ধীর মত ঠিক এই দলের মতের ন্তায় কি না জানি না কিন্তু সাধারণত লোকে মনে করে, যে দেশরক্ষার জন্য যু অবশুই করা উচিত। তাহ হইলে, অন্তত কতকগুীি ভারতীয়ের যুদ্ধবিষ্ঠা অন৷ চাই। কিন্তু ভারতীয় সৈন্যদ:ে প্রবেশ না-করিলে বহুসংখ্যক ভারতীয় লোকের ভাল করি