পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(SHV - প্রবাসী—আশ্বিন, ১৩৩e { ২৬শ ভাগ, ১ম খণ্ড (f

...o. oot:

বোম্বাইএ স্ত্রীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় ও অধ্যাপক শ্ৰীযুক্ত হরেন্দ্রনাথ দাসগুপ্ত ভক্তিভাজন ঈশ্বরচন্দ্রর কৰ্ম্মপুষ্ট বঙ্গভূমি,— শ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় সেই শ্রেষ্ঠ সেবকের ধৰ্ম্মবাহী তুমি করকমলেষু সবল নিভীক সৌম্য সত্যনিষ্ঠ প্রাণ । অত্যাচারে অবিচারে বজের সমান হেনেছ লেখনী তব ।— নিস্পৃহ, নিলোভ, অপমানে কণামাত্র পোষ নাই ক্ষোভ । আলস্য-বিলাস-ক্লিয় পদলেহী দেশে জাগিয়াছ দৃপ্ত মুক্ত দীপ্ত দৃঢ় বেশে । হে ব্রাহ্মণ সত্যবাদী, মিথ্যা-বিনাশন, চিন্তা তব বাঙালীরে করুক চেতন । কবি যে, দেখেছে ছবি ভারতবর্ষের সত্য, শুদ্ধ, মুক্তক্লেশ, অমান হর্যের প্রদীপ্ত ভাস্কর সম, দৈন্ত-ক্লেদ-হীন, মুক্তচিত্ত, উল্লসিত, দুৰ্দ্দম স্বাধীন। কবি নহ, তবু কবি-চিত্ত-মাঝে তব সেই ছবি ভারতের সেই অভিনব অতীত-গৌরব-ময়, বিমুক্ত, উদাম, সৰ্ব্বজয়ী, আত্মজয়ী মূৰ্ত্তি অভিরাম রায় বাহাদুর রমাপ্রসাদ চন্দ মহাশয় বলেন, প্রকাশু উদ্ভাসিত হেরিয়াছ শয়নে স্বপনে । সভায় শ্ৰীযুক্ত রামানন্দ-বাবুর অভিনন্দন ইহাই প্রথম। তিনি হে তপস্বী, তাই তুমি অশ্রান্ত মননে বহু চেষ্টা করিয়া ও রামানন্দ-বাবুকে একবার সাহিত্যদীনা, হীন, পদপিষ্ট, ক্লিষ্ট এ ভারতে পরিষদের সভাপতির পদগ্রহণ করিতে রাজী করিতে শিখাতে মুক্তির মন্ত্র যোগনিষ্ঠ ব্রতে পারেন নাই । রামানন্দ-বাবুকে নিমন্ত্রণ করিয়া জাতি-সঙ্ঘ সপেছ জীবন তব । যোগ্য ব্যক্তিকে ধোগ্য সম্মান প্রদান করিয়াছেন। হে ব্ৰাহ্মণ ত্যাগী, শ্ৰীযুক্ত বিনয়কুমার সরকার মহাশয় বলেন, রামানন্দজনসেবা শ্রেষ্ঠ সেবা, শুধু তারি লাগি বাবু জোয়ান বা যুবক ভারতের প্রতিনিধি ; কেননা, তিনি কৰ্ম্ম তব চিন্তা তব নিয়োজি’ নিয়ত নব ভাবকে গ্রহণ করিতে কখনও পরায়ুখ হন নাই । যাপিছ জীবন শাস্ত ধান জ্ঞান-গত । - তিনি ইউরোপে যুবক-ভারতের বাৰ্ত্তা ও উচ্চাশ বহন