পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరిలో প্রবাসী—আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড —ভারতের মুদিন আসিবে । ইহাতে মতি-বাবু অত্যন্ত প্রীত হন । সৰ্ব্বশেষে রামানন্দ-বাবুর জন্মভূমি বাকুড়া হইতে আগত উকিল শ্ৰীযুক্ত পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেন, আজ রামানন্দ-বাৰু বাংলা দেশের তথা ভারতবর্মের যত গৌরবের বিষয়, তদপেক্ষ বাকুড়া জেলার তিনি অধিক গৌরবের বিষয় । অশিক্ষিত বাঁকুড়া জেলা রামানন্দবাবুর মত কৃতী যশস্বী বিদ্বান দেশসেবী সন্তান লাভ করিয়৷ ধন্য ও গৌরবান্বিত । তিনি বাকুড়াবাসীর পক্ষ হইতে রামানন্দ-বাবুকে আন্তরিক অভিনন্দন প্রদান করেন। ඵ් শিশির শ্ৰী অমরকুমার দত্ত 冯亿颈 ছোট শিশিরের ফোট৷ ছোট তুণের নয়নের কোণে তোর জীবনের লোট । সারা নিশীথের তিল তিল স্নেহ, তিল তিল ভালোবাস, বাধিয়াছে তোর ঐ ছোট বুকে তাহার গোপন বাসা, ৪রে ছোট শিশিরের ফোট। নিশীথের তুই নয়নের বারি ভারকার আঁথি-ছটা । કરૂં শীর্ণ তৃণের বুকে কতটুকৃ তোর জীবনের ঘের কতটুকু হাসি মুখে ? পূবের আকাশ লাল হয়ে ওঠে নহবত থেমে যায়, সজল নয়নে সরে যায় উয মৃদুল মন্দ বায় ; હફે শীর্ণ তৃণের বুকে শেষের স্বপন দেখিবি এবfর— শেষ-বিদায়ের দুখে । ত তবু এরি মাঝে হায়— ধরার আঁচলে রং ধরে গেছে তোর আঁখি ইসারায় । ওই ক্ষণিকের রামধন্থ রং ক্ষণিকের চিকি মিকি ; দিয়ে গেছে এনে স্বপনের ঘোর ; স্বরম আঁখির দিঠি ; তাই তোর আঁখি ইসারায়— প্রভাত লভেছে নিশীথের দান ঘূম-ভাঙা-আঙিনায়—