পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] যায়। তবে বইখানির ভাষা সহজ ও সরল হয় নাই, কেমন কটমট হইয়াছে। বিধবা বিবাহ—শ্ৰী বিনয়কৃষ্ণ সেন সঙ্কলিত। অভয় আশ্রম, ই৭৬ নং কলেজ ষ্ট্রীট মার্কেট, কলিকাতা । দাম পাচ পয়সা । মহাত্মা গান্ধী কর্তৃক লিখিত হিন্দুবিধবা বিষয়ক তিনটি প্রবন্ধের অনুবাদ । প্রবন্ধগুলিতে ভাবিবার ও পালন করিবার বিষয় অনেক আছে । বাল-বিধবীকে অসহ্য কষ্টের মধ্যে ফেলিয়। রাখা অথবা তাহার দোষ-ত্রুটি উপেক্ষা করিয়া সমাজের অন্তরে গোপন ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া সমাজের পক্ষেই প্রভূত অকল্যাণকর । এই কথাটি অতি সরল ভাবে গান্ধীজি বিবৃত করিয়াছেন । দুঃখের বিষয়, অমুবাদের ভাষায় অসুবাদের গন্ধ যথেষ্ট আছে । প্রাচীন চিত্ৰ—শ্ৰী রামসহায় বেদাস্তশাস্ত্রী। প্রকাশক সংস্কৃত প্রেস ডিপজিটরী, ৩০নং কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা । মূল্য দশ আন । বেদন্তিশাস্ত্রী মহাশয়ের দুই একটি প্রবন্ধ আমরা পুৰ্ব্বে পড়িয়াছিলাম, এবং আশান্বিতও হইয়াছিলাম। কিন্তু তাহার বর্তমান পুস্তকখানি পাঠ করিয়। আমরা অtশাতীত আনন্দ লাভ করিয়াছি । কালিদাসের শকুস্তল, অনস্বয়, প্রিয়ম্বদ, প্রভৃতি চরিত্র, মহাশ্বেতা ও কাদম্বরী এবং উত্তরচরিত প্রভূতির সরল সহজ বিশ্লেষণমূলক গুণব্যাথ্যান এই পুস্তকটিতে স্থান পাইয়াছে। প্রাচীন-কাবা-পরিচায়ক এমন সুনার পুস্তক আমরা বহু দিন পাঠ করি নাই । বেদান্তশাস্ত্রী মহাশয়ের ভাষা বেদাস্তশাস্ত্রীর মত হয় নাই, বঙ্কিম-রবীন্দ্রনাথের ভাষার মতই হইয়াছে—অতি সুন্দর, সহজ, অথচ তেজীয়ান । সাহিত্যিক মাত্রেই বইটি পাঠ করিয়া আনন্দিত হুইবেন । গান—ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর । বিশ্বভারতী গ্রন্থালয়, ১০ নং কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা । ২৪৬ পৃষ্ঠা । মূল্য ১॥• টাকা । কয়েক বৎসর পূর্বে রবীন্দ্রনাথের পুরাতন ‘গান বহিখানিকে দুই ভাগ করিয়৷ ধৰ্ম্মসঙ্গীত ও গান নামে দুইটি পৃথক পুস্তক প্রকাশিত হয়। ধৰ্ম্মসংক্রান্ত আধ্যাত্মিক গানগুলি ধৰ্ম্মসঙ্গীতে স্থান পায় । শেষের “গান”খানিতে বাল্মীকি-প্রতিভা ও মায়ার-খেলা নামক দুইটি সম্পূর্ণ গীতি নাট্য, জাতীয় সঙ্গীতগুলি ও অস্তান্ত প্রায় ২• • শত গান স্থান পাইয়াছে। এই পুস্তকখানি শেষোক্ত পুস্তকের পুনমুদ্রিত সংস্করণ। বিশ্বভারতীর অধুনা প্রচারিত বানান-অনুযায়ী পুস্তকখানি ছাপ। হইয়াছে। কাগজ ও বাধাই ভাল ; কিন্তু দুঃখের বিষয়, বহিখানিতে অনেক ছাপার ভুল আছে। বানানের নূতন রীতি প্রচলন করিতে হইলে যে যত্ন ও সাবধানতাসহকারে প্রফ দেখিতে হয় পুস্তকখানিতে তাহার অভাব লক্ষিত হয় । আলো—রার সাহেব ত্রী জগদানন্দ রায় প্রণীত। প্রকাশক ইণ্ডিয়ান পাবলিশিং হাউস, ২২১ কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাত ৷ ২৯৩ পৃষ্ঠা, মুল্য দুই টাকা । জগদানন্দ-বাবুর অন্যাস্ত বৈজ্ঞানিক পুস্তকগুলির মত এই পুস্তকখানিও চমৎকার ও হৃদয়-গ্রাহী হইয়াছে । এত সহজ সরল সুললিত ভাযায় কঠিন বৈজ্ঞানিক তথ্যগুলি প্রকাশ করা হইয়াছে যে, একবার পড়িতে বসিলে শেষ না করিয়া খাকা যায় না। অল্পবয়স্ক বালকবালিকা কেন, বৃদ্ধেরাও এই পুস্তকে অনেক শিথিবীর বিষয় পাইবেন। পুস্তক-পরিচয় సెBసి ছবি দেওয়াতে বিষয়গুলি বেশ সহজবোধ্য হুইয়াছে। এই পুস্তকখানি প্রত্যেক বিদ্যালয়ে পাঠ্য হওয়া উচিত। ছাপ ও বাধাই চমৎকার । শ্রীরামকৃষ্ণদেব—শ্ৰীমুখকখিত চরিতামৃত ও উপদেশ । ব্যাখাকার শ্ৰী শশিভূষণ ঘোষ। ব্ৰহ্মচারী গণেন্দ্রনাথ কর্তৃক উদ্বোধনकांग्लाज्ञः श्ठ &कॉभिङ ॥ ४s• १छे । श्ला खांप्लाझे फेड़ । পুস্তকখানি শ্ৰীশ্ৰীরামকৃষ্ণদেবের একটি বিস্তৃত জীৱনী ; তাহারই কথামৃতের উপর নির্ভর করিয়৷ লিখিত। এরূপ একথানি পুস্তকের নিতান্ত অভাব ছিল। শ্রদ্ধা-সহকারে লিখিত বলিয়া বহিখানি প্রথম হইতে শেষ পর্য্যন্ত পড়িতে কষ্ট হয় না । মহাপুরুষের এই জীবনী পড়িতে পড়িতে তন্ময় হইয়া যাইতে হয় । জীবনীখানির প্রধান বিশেষত্ব এই যে, ইহা হইতে তৎকালীন বঙ্গসমাজের ও রামকৃষ্ণদেবের সমসাময়িক মহাপুরুষদেরও সবিশেষ পরিচয় পাওয়া ষায় । ছবিগুলি দেওয়াতে বহিখানির বিশেষ সৌষ্ঠব বুদ্ধি হইয়াছে। ছাপা ও বাধাই স্বন্দর । যুগাচাৰ্য্য বিবেকানন্দ ও রামকৃষ্ণ সঙ্ঘ— ঐী মতিলাল রায়, প্ৰবৰ্ত্তক পাবলিশিং হাউস, কলিকাতা । ১৪৯ পুষ্ঠ। ৯ মূল্য দেড় টাকা । মতিলালবাবু তাহার হৃদয়গ্রাহী, ওজস্ব ভাষায় স্বামী বিবেকানন্দের জীবনী, বাণী ও তৎসঙ্গে রামকৃষ্ণসঙ্ঘের ক্রমবিকাশ এই পুস্তকখানিতে লিপিবদ্ধ করিয়াছেন। স্বামীজি সম্বন্ধে ইহাতে অনেক নুতন কথা আছে । পড়িতে পড়িতে আমাদের জাতীয় দুর্দশা চক্ষের সম্মুখে প্রকট হইয়া উঠে; কিন্তু স্বামীজির মুখনিস্থত বাণী শুনিয়া হৃদয় আশ্বস্ত হয় । বইখানির পাতায় পাতায় ছবি দেওয়াতে ইহা চিত্তাকর্ষক হইয়াছে । ছাপাই, বাধাই ও স্বামীজির ত্রিবর্ণ চিত্রগুলি সুন্দর হইয়াছে । রাজার জাতি—কায়স্থ জাতির ক্ষত্ৰিয়ত্ব প্রতিপাদক শাস্ত্রীয় প্রমাণাদিসহ ধারাবাহিক ইতিহাস। কবিরাজ ত্রী রমেশচন্দ্র দেবশৰ্ম কাব্যবিনোদ কর্তৃক প্রণীত ও সঙ্কলিত । ২৭ নং পটলডাঙ্গ স্ট্রট, মহিলা প্রেসে শী ফণীন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক প্রকাশিত ৷ ২৮• পৃষ্ঠা । মূল্য সাধারণ সংস্করণ ২।• টাকা, কাপড়ে বাধাই N টাকা । নানা শাস্ত্রীয় প্রমাণ-প্রয়োগ সহকারে গ্রন্থকার প্রমাণ করিতে চাহিয়াছেন যে, প্রাচীন ভারতের চতুৰ্ব্বৰ্ণ বিভাগের ক্ষত্রিয় বর্ণ অধুন ‘কায়স্থ’ বলিয়া পরিচিত । বহিখানি গ্রন্থকারের যথেষ্ট অধ্যবসায়ের ফল ও উtহার প্রমাণ-প্রয়োগাদি পণ্ডিতগণের বিশেষ প্রণিধান ও বিচার করিবার বিষয়। গ্রন্থকার দেখাইয়াছেন যে, মহাত্মা শাক্যমুনি কায়স্থকুল-জাত ছিলেন । গ্রন্থকারের চেষ্ট। এবং বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় বিচারের প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়৷ এইটুকু মাত্র বলিতে চাই বে, ভারতের বর্তমান দুর্দিনে জাতিভেদ প্রথা জাতীয়-জাগরণের বিশেষ অস্তুরায় বলিয়া যখন স্পষ্ট দেখা যাইতেছে তখন মৃত শাস্ত্র ঘাটির জাতি বিশেষকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করিবার প্রয়াস না করিলেই ভাল হইত। কায়স্থ ক্ষত্ৰিয়ই থাকুক কি শূদ্রই থাকুক বৰ্ত্তমানে সে মলীজীবী দাস মাত্র। অতীতের কঙ্কালকে লইয়া বড়াই করার দিন নাই। আমরা সকলে নিগৃহীত দাসজাতিভুক্ত,—এইটুকুই শুধু সকলকে বুঝাইয় দেওয়া কৰ্ত্তব্য । রাজার জাতি ছিলাম বলিয়। গৰ্ব্ব করা বর্তমানে উপহাসের বিষয় ব্যতীত কিছুই নহে। আসাম হইতে বদরিকাশ্ৰম পরিভ্রমণ— ঐ রাজেন্দ্রকুমার সেন, বিদ্যাভূষণ প্রণীত । প্রকাশক, এস, কে, লাহিড়ী এও কোং, ৫৬ নং কলেজ ষ্ট্ৰীট, কলিকাতা । ৩৩২ পৃষ্ঠা, মূল্য দুই টাকা ।