পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6 o লেখক যখন বদরিকাশ্রম পরিভ্রমণ করিতে গিয়াছিলেন তখনকার ডায়ের হইতে পুস্তকখানি লিখিত। আসাম হইতে হরিদ্বার পর্যন্ত বর্ণন সংক্ষেপে সারা হইয়াছে, হরিদ্বার হইতে কেদারনাথ বদরিনাথ পৰ্য্যন্ত ভ্রমণের কথা বিস্তুতভাবে লিখিত । গ্রন্থকারের ভাষা এমন মধুর যে, তিনি ভাষার প্রবাহে পাঠকদিগকেও উহার সহচর করিয়া লন—আমরা যেন তাহার সহিত তৎবর্ণিত তীর্থ স্থানসমূহে পরিভ্রমণ করিয়া ফিরি। পরিশিষ্ট্রে হরিদ্বার হইতে কেদারনাথ পৰ্য্যন্ত চটির বিবরণ দিয়া ও মানচিত্ৰখানি সন্নিবেশিত করিয়৷ গ্রন্থকার ভ্রমণকারীদের স্ববিধা করিয়া দিয়াছেন। সাধু সন্ন্যtলী ও তীর্থস্থলগুলির বর্ণণাও চমৎকার। বইখালির ছাপ ও বাধাই ভাল । ভারতবর্ষের অধঃপতনের একটি বৈজ্ঞানিক কারণ—অধ্যাপক ঐ নিবারণচন্দ্র ভট্টাচাৰ্য্য, এম-এ, বি-এস-সি, প্রণীত ও গ্রন্থকার কর্তৃক ৪১৷১১ গরিয়াহাট রোড, বালীগঞ্জ, কলিকাতা হইতে প্রকাশিত। ১৯১ পৃষ্ঠ, মূল্য ১২ টাকা । বহিখানি কতকগুলি প্রবন্ধের সমষ্টি । প্রবন্ধগুলি বান্ধব’ ‘প্রবাসী’ ‘স্বপ্রভাত’ প্রভৃতি মাদিক পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। প্রবন্ধগুলির প্রত্যেকটিই সুচিন্তিত ও নানা তথ্যে পরিপূর্ণ । এই ধরণের পুস্তক বাঙলা সাহিত্যে আর একটিও নাই। প্রত্যেক ভারতবাসীর এই পুস্তকখানি পাঠ করিয়া আপনাদের জাতীয় নানা দোষ ও গুণ সম্বন্ধে সচেতন হওয়া উচিত। ভারতবর্ষের অধঃপতনের সাধারণতঃ নানা কারণ দশিত হইয়৷ থাকে। যথা—(১) ব্রাহ্মণদিগের বর্বরত (২ ) জাতিভেদ ( ৩ ) বিধবা বিবাহের অপ্রচলন ও বাল্যবিবাহের প্রচলন ( 8 ) স্ত্রীলোকদিগের প্রতি অত্যাচার ( a ) পৌত্তলিকতা ( ৬ ) মন্ত্রাদি বিবিধ কুসংস্কারের প্রভাব ( ৭ ) মাংস না খাওয়া, ইত্যাদি । গ্রন্থকার এই কারণগুলির বিশদ বিচার করিয়া নানা যুক্তি ও প্রমাণ সহকারে দেখাইয়াছেন যে, সন্ন্যাসই ভারতবর্ষের অধঃপতনের সর্বশ্রেষ্ঠ কারণ। গ্ৰন্থখানি সকলকেই পড়িতে অনুরোধ করি । ছাপাই, বাধাই সুন্দর। সমাজরেণু—কবিতাপুস্তক। ঐ মহেন্দ্রনাথ করণ প্রণীত । প্রকাশক শ্ৰী নিরঞ্জন বিজলী, গোকুলনগর গ্রাম ও পোষ্ট মেদিনীপুর। ৯৭ পৃষ্ঠা, মুল্য আট আন।। রাষ্ট্রয় ও সমাজগত দোষগুলি বিশেষ উচ্ছাসের সহিত ছন্দোবদ্ধ ভাবে লেখক দেখাইয়াছেন । লেখার ছত্রে ছত্রে তাহার স্বদেশ-প্রেম লক্ষিত হয় । মেসোপটেমিয়া ভ্রমণ—কারবাল, বাগদাদ প্রভৃতি তীর্থস্থানের কাহিনী সম্বলিত। মৌলবী মোহাম্মদ আবদুস সত্তার প্রণীত । প্রকাশক মুসলীম পাবলিশিং হাউস, ৩নং কলেজ স্কোয়ার, কলিকত। ১৮৯ পৃষ্ঠা । মূল্য দেড় টাকা মাত্র । ইসলাম ধর্মের পবিত্র উীর্থস্থানগুলির কথ। এই পুস্তকে বেশ স্বন্দর ভাবে বর্ণিত হইয়াছে। সঙ্গে সঙ্গে আরবের অতীত কীৰ্ত্তিরও বিশেব বিবরণ দেওয়া হইয়াছে। যাহার। মুসলীম তীর্থসমূহ পরিভ্রমণ করিতে চান এই পুস্তকখানি উহাদিগকে সাহয্য করিবে । পিয়াসী-এম, এল, হোসেন, বি-এল-সি প্রণীত ও মোসলেম পাবলিশিং হাউস, ৩নং কলেজ স্কোরার, কর্তৃক প্রকাশিত। ১১৮ পৃষ্ঠ । মূল্য'ws জান । প্রবাসী—আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড এই পুস্তকখানিতে শিলংয়ের পথে,মনের ছায়া,রাজমহলে কয়েক সন্ধ্যা ও সুন্দরবনে শিকার এই চারিটি প্রবন্ধ আছে। ভাষা সুন্দর। ছাপা ও বাধাই ভাল। সন্ধ্যায়—শ্ৰী ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর প্রণীত। ১৩৭ পৃষ্ঠা । মূল্য ১।• । হিতৈষণা গ্রন্থাবলী ২৬ ৷ ভূমিকার গ্রন্থকার লিথিয়াছেন—“জীবনের এই সন্ধ্যাকালে বালুকাময় এই সংসার-সাগরের তীরে বসিয়া কত কি ভাবিতেছি•••••••••তন্মধ্যে যেগুলি অন্তরে প্রত্যক্ষ হইয়| উঠিয়াছে তাহারই কতকগুলি লিপিবদ্ধ করিয়াছি......সেইগুলি সন্ধ্যায়’ নাম দিয়া প্রকাশ করিলাম।” ধৰ্ম্ম বিষয়ক উচ্ছসি। হুন্দর বাধাই। অহিংস অসহযোগের কথ—শ্ৰী নিশীথনাথ কুণ্ডুবি-এল, প্রণীত। প্রাপ্তিস্থান হরিপুর গ্রাম, জীবনপুর পোঃ, দিনাজপুর । ৫৪ পৃষ্ঠা ; মূল্য '/• আন । অহিংস অসহযোগ দ্বারা কি উপায়ে ভারতের মুক্তি অর্জন করা যtয় তাহtয় সুন্দর বিস্তৃত আলোচন । নব পৰ্য্যায়—কাজী আবদুল ওদুদ প্রণীত । প্রকাশক মোহম্মদ আফজাল-উল-হক, মোসলেম পাবলিশিং হাউস, ৩নং কলেজ স্কোয়ার, কলিকাতা । ৮২ পৃষ্ঠা ; মুল্য ১N টাকা । বাঙলার মুসলমান-সমাজকে উদ্বোধিত করিবার উদ্দেষ্ঠে লিখিত কয়েকটি প্রবন্ধের সমাবেশ । কাজী সাহেবের ভাষা বেশ সহজ ও প্রাণময় । মুস্তাফা কামাল সম্বন্ধীয় প্রবন্ধে অনেক জানিবার ও বুঝিবাব কথা আছে। শুকতার—কবিতা-পুস্তক । শ্ৰী সতীশচন্দ্র রায় প্রণীত । প্রকাশক ঐ রবীন্দ্রনাথ রায়, ৪৯এ, মেছুয়াবাজার ষ্ট্রট, কলিকাতা । २०४ श्रृंछे ; भूला ५० ।। কফির কল্পনা-শক্তি আছে । ছন্দেরও গতি স্বচ্ছন্দ । প্রমোদ—প্রথম লহরী। ঐ প্রসন্ননারায়ণ চৌধুরী রায় বাহাদুর, গবর্ণমেণ্ট প্লীডার, পাবনা প্রণীত। প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সঙ্গ, কলিকাতা । ১• • পৃষ্ঠা ; মুল্য আট আন । বাঙলা ভাষায় এটি একটি অভিনব পুস্তক | Wit ও Humour পরিপূর্ণ ছোট ছোট কাৰিনী । মৃতপ্রায় বাঙালীর মুখে হাসি ফুটাইবে। আমাদের দেশের প্রচলিত এই প্রমোদগুলির সহিত প্রত্যেকের পরিচয় থাকা দরকার । মজলিশে এরূপ ছোট ছোট গল্পের আজকাল অভাব হইয়াছে। প্রবীণ ও প্রাচীন লেখক এই নষ্টপ্রায় রত্বগুলিকে লিপিবদ্ধ করিয়া দেশের কৃতজ্ঞতা-ভাজন হইলেন। স্বথের বিষয়, পুস্তকখানির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইয়াছে। দয়িতা সত্যভাম—-পৌরাণিক নাটক। ঐ পরেশনাথ চক্ৰবৰ্ত্তী প্রণীত । পিরোজপুর এমেচার থিয়েটার পার্টি কর্তৃক প্রকাশিত। ১৩৮ পৃষ্ঠা ; মুল্য এক টাকা । কৃঞ্চদরিতা সত্যভামাকে অতিরিক্ত অভিমানী দেখাইতে গিয়৷ গ্রন্থকার কতকগুলি পুরাণ-বিরোধী কল্পনা করিয়াছেন, তাহাতে গ্রন্থের কিছুমাত্র সৌষ্ঠব সাধিত হয় নাই। ভাষা ভাল নহে। লছ মী—সামাজিক নাটক। ঐ গিরিশচন্দ্র চক্রবর্তী প্রগত। কিশোরগঞ্জ হইতে ঐ বাণীনাথ চক্রবর্তী কর্তৃক প্রকাশিত । ৮৬ পৃষ্ঠ । মূল্য এক টাকা ।