পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবাবতার কৃষ্ণমূৰ্ত্তি— গীতায় ভগবান বলিয়াছেন, “সম্ভবমি যুগে যুগে”। কিলযুগের পাপভার হরণ করিতে এতকাল শ্ৰীভগবান সম্পূর্ণ নির্লিপ্ত ছিলেন। শুনা যাইতেছে সম্প্রতি তিনি মাক্সাজে আবিভূর্ত হইয়াছেন। শ্ৰীমতী এ্যানি বেসান্ট ইহাকে আবিষ্কার করিয়াছেন, জন দি ব্যাপটিষ্ট যেমন দীশুখৃষ্টকে আবিষ্কার । করেন।এই অবতারের নাম কৃষ্ণমূৰ্ত্তি। তিনি নবাবতার কৃষ্ণমূৰ্ত্তি সম্প্রতি র্তাহার অগ্রদূত শ্ৰীমতী:এ্যানি বেসান্ট ও উহার শিষ্য-সম্প্রদায়কে সঙ্গে লইয়৷ আমেরিক যাত্রা করিয়াছেন। ইয়োরোপে ও আমেরিকায় তাহার অসাধারণ খাতির। থিয়োসফি-প্লাবিত ইয়োরোপ ও আমেরিকার অনেকে সত্য সত্যই উহাকে ত্রাণকৰ্ত্ত বলিয়| বিশ্বাস করেন । তিনি বখন প্যারিস গিয়াছিলেন তখন সেখানে তাহার বাসের জন্য ইহার ভক্তেরা একটি অপূর্ব প্রাসাদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। তিনি যেখানে যেখানে গিয়াছিলেন সেখানেই মহিলার অপুৰ্ব্ব সজ্জায় সজ্জিত হইয়া উহাকে নবাবতারের জন দি ব্যাপটিষ্ট-- শীমঠী এ্যানি বেস্ট ভক্তিনিবেদন করিয়াছেন। তাহার ‘বিশ্ব-গুর" কৃষ্ণমূৰ্ত্তির চরণতলে জ্ঞান শিক্ষার্থ ধাবিত হন। সম্ভ লোকে লোকারণ্য, পথঘাটের জনতা ঠেলিয়৷ চল৷ অসম্ভব হইয় পড়ে। রাজ মহারাজ হইতে আরম্ভ করিয়৷ দরিদ্র ভিখারী পৰ্য্যন্ত সকলেই ঠাহীর অভ্যর্থনা করে । প্রথমে সকলে ভাবিয়াছিল যে, অবতার আলখাল্ল ও পাগড়ী পরিয়া আসিবেন, কিন্তু তাহাকে যখন অক্সফোর্ডের একটি নব্য ছোকৃরারূপে দেখা গেল তখন অনেকেই হতাশ হইল। কৃষ্ণমূৰ্ত্তি চমৎকার ফরাসী ও ইংরেজী বলিতে পারেন, তিনি নিখুত আদব-কায়দাদুরন্ত। উহার চক্ষু দুইটি কালে এৰ"গভীরতার পরিচায়ক। তঁহকে ভগবানের অবতার বল হইলে SBBSBBB BBBBBBkSkkk BBBBBB BB BBB BB