পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] যে সকল শিশু পুর্ণাবস্থায়ও ভূমিষ্ঠ হয় অথচ অত্যন্ত দুৰ্ব্বল তাহারাও কেহ প্রায় টিকে না । আসলে অপরিণত-শিশুকে বঁাচাইয়৷ রাখিতে হইলে যে পরিমাণ উত্তাপ প্রয়োজন সেই পরিমাণ উত্তাপ জোগান কঠিন হইয় পড়ে। পূৰ্ব্বে তৈল-মদন করিয়া ফুনেল জড়াইয় শিশুকে বাচাইবার চেষ্টা করা হইত। সম্প্রতি এক অভিনব বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কৃত হইয়াছে। বৈদ্যুতিক আলোক-সাহায্যে এই যস্ত্রের অভ্যন্তরে সর্বদা এক সমান উত্তাপ বক্ষিত হয়। এতদ্ব্যতীত শিশুকে বঁাচাইয় রাখিতে হইলে অপর যে দুইটি (অর্থাৎ শিশুর যথাযথ আহার জোগান ও তাহাকে সংক্রামক ব্যারাম হইতে রক্ষা কর।) বিষয়ে নজর রাখা আবখ্যক এই যন্ত্রে তাহারও ব্যবস্থা আছে। ডাক্তার টাণি য়ার প্রথমে ১৮৮০ সালে প্যারিস মেটারনিটি হসপিটালে এই যন্ত্রের ব্যবহার করেন । বৰ্ত্তমানে যন্ত্রের বাহ আকৃতির বিশেষ পরিবর্তন না হইলেও আসলে যন্ত্রটি অনেক উন্নত হইয়াছে। নীচের তালিকা হইতে তাপ যন্ত্র ব্যবহার না করাতে টাৰ্ণিয়ার কি পরিমাণ শিশুকে বাচাইতে পারিয়াছেন ও যন্ত্র ব্যবহার করিয়া টাৰ্ণিয়ার ও ভুরহিজ (আধুনিক) কি পরিমাণ শিশুকে বাচাইয়াছেন তাহা বুঝা যাইবে । শতকরা সংরক্ষিত শিশু বয়স টাৰ্ণিয়ার (তাপ যন্ত্র টার্লিরার (বস্ত্র ভুরহিজ (যন্ত্র ব্যবহার না করিয়) ব্যবহার করিয়া) ব্যবহার করিয়া) ৬ মাসে জন্ম e’s Ֆby՞e ৬ঃ০ মাসে জন্ম ২৯ - ৫ wరి$'$ من "يا بها ৭ মাসে জন্ম "లిపి" 8a "ty ዓ ጏ ̈ • ৭৷০ মাসে জন্ম st 8" a ፃፃ‛ • է, a՞ ո ৮ মাসে জন্ম ዓby ̇• boty’ty సె* తి শান্তি-দেবীর সংশয়-- দুনিয়ার অশাস্তি, যুদ্ধ-বিগ্রহ, পাপ, মাদকতা, বর্ণভেদ ইত্যাদি দূর করিবার জন্য যৎসরের পর বৎসর জাতিসংঘের অধিবেশন হইতেছে । একদল লোক জাতিসংঘের এই প্রচেষ্টার উপর যথেষ্ট শ্রদ্ধাবান । তাহারা বিশ্বাস করেন যে পৃথিবী উত্তরোত্তর শাস্তির দিকে অগ্রসর হইতেছে! কিন্তু সংশয়ী লোকের অভাব নাই; জাতিসংঘে সম্পূর্ণ আস্থাহীন লোকেরও অভাব নাই। তাহারা জাতিসংঘের এই আন্তজাতিক শাস্তি-প্রচেষ্টাকে পঞ্চশস্য—লেভায়াখন জাতিসংঘে শাস্তিদেবী—“তোমাদের মধ্যেই একজন লিশ্বাসঘাতকতা করিলে’ నte) নিরস্তর ব্যঙ্গ ও পরিহাস করিতেছেন। পাশের ছবিখানি সেই অবিশ্বাসীদলের একটি ব্যঙ্গ চিত্র। শাস্তিদেবী প্রভু যীশু খৃষ্টের মত যেন শেষঅtহারে বসিয়াছেন, আশেপাশে উাহীর শিষ্যবৰ্গ অর্থাৎ জাতিসংঘের প্রতিনিধিরুন । শাস্তিদেবী হতাশভাবে বলিয়া উঠিলেন—“তোমাদের মধ্যেই একজন আমাকে ধরাইয়া দিবে” ; অর্থাৎ তোমাদের একজনই পৃথিবীর শান্তিভঙ্গ করিবে। ব্যঙ্গ চিত্রখনির গুঢ় অর্থ এই যে, জাতিসংঘে বিভিন্ন জাতির প্রতিনিধি হিসাবে যাহার উপস্থিত আছেন, উহাদের সকলের মন পবিত্র নয়, প্রয়োজন হইলে যুদ্ধ-বিগ্ৰহ করিতে ইহার ছড়িবেন না । নব নেপোলিয়ান— এই ব্যঙ্গ চিত্ৰখানিতে ফ্যাসিষ্টনেতা মুসোলিনিকে নেপোলিয়ানের মত সাম্রাজ্য-বিস্তীর-প্রয়াসী দেথান হইয়াছে। ইতালী তাহার পক্ষে নব নেপোলিয়ান মুসোলিনি অত্যন্ত ছোট, তাহাতে তাহার কুলাইতেছে না। তিনি দূরবীণ-সহযোগে নূতন রাজ্যের সন্ধান লইতেছেন। লেভায়াথ ন— যুক্ত আমেরিকার সিপিং-বোর্ডের নিকট হইতে এই জাহাজখানি সম্প্রতি যুক্ত আমেরিকার মারকেন্টাইল মেরিন ক্রয় করিয়াছেন ।