পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] বিজ্ঞাপন-চরিত্র SN9t লোক, এইরূপ ছিল । তৎপরে তাহারা এক গ্রাম ছাড়িয়া বিভিন্ন গ্রামবাসী হইলেও ক্রয় বিক্রয়ার্থে বহুদূর গ্রামে কখন যাইত না। কোন কোন দ্রব্য অবশু বহুদূর দেশ হইতেও ভ্ৰাম্যমান ব্যবসাদারগণ আনয়ন করিয়া সহরে সহরে ও গ্রামে গ্রামে বিক্রয় করির ফিরিত ; কিন্তু সে কাৰ্য্য যাহারা করিত তাহার দেশের সাধারণ অর্থনৈতিক জীবনযাত্রার সহিত ঘনিষ্ঠরূপে সংশ্লিষ্ট ছিল ন। পণ্যদ্রব্য প্রস্তুত-প্রণালী ক্রমশঃ কুটারশিল্প হইতে কারখানার অন্তর্গত হইতে চলিল, এবং এক এক প্রস্তুতকারক সহস্ৰ সহস্র ও ক্রমশ লক্ষ লক্ষ ক্রেতাকে মাল 密一 リプイ

সরবরাহ করিতে আরম্ভ করিল,ততই ভ্ৰব্য-বিক্রয়-প্রণালীর উত্তরোত্তর পরিবর্তন হইতে আরম্ভ করিল । যে স্থলে ক্রেতা বিক্রেতার কুটীরে আসিয়া ইচ্ছামত দ্রব্য ক্রয় করিত, ক্ৰমে সে স্থলে ক্রেতার সহিত প্রস্তুতকারকের সাক্ষাৎ সম্বন্ধ লোপ পাইয়া তৎস্থলে মধ্যবৰ্ত্তী দোকানদার প্রভৃতির সম্বন্ধ প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিল । এই সকল দোকানদার নানান প্রস্তুতকারকের পণ্যদ্রব্যনিচয় দেশদেশান্তর হইতে অনিয়া সৰ্ব্বদা বিক্রয়ার্থে দোকানে মজুক্ত রাখিতে আরম্ভ করিল এবং বিক্রেতাগণ সৰ্ব্বত্র প্রস্তুতকারকের সহিত সকল সম্বন্ধ বিচু্যত হইয়া ক্রয় বিক্রয় করিতে আরম্ভ করিল। বর্তমানে আমরা যদি কোন সময় আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলির প্রস্তুতকারকের নাম ধাম প্রভৃতি অনুসন্ধান করি তাহ হইলে দেখিব যে পৃথিবীর ব্যবসাবাণিজ্যের ব্যবস্থা লক্ষ পথে দূর দূরান্তরে ছড়াইয়া পড়িয়া পৃথিবীর সকল দেশের মধ্যে একটি অচ্ছেদ্য পরস্পর নির্ভরশীলতার বন্ধনের স্বষ্টি করিয়াছে । এই যে সকালে চিনি ও জমান দুগ্ধ দিয়া চা পান করিলাম—তাহার চিনিটুকু আসিয়াছে বহু দূরে সমুদ্রের The Smaller the Tools w thញុំ DRAFTING PAYS BEST ii I ঘথপতির নক্স আঁকিতে শিখিবার একটি স্কুলের বিজ্ঞাপন। চিত্রে দেথান হইতেছে যে BB BB BB BBB BBB BB BBB BB BB BBB BKSBBBB BBBBB সাহায্যে যাহা আয় হয় হাতুড়ির সাহায্যে তাহার অনেক কম হয় ইত্যাদি পরপারে অবস্থিত.জাভা দ্বীপ হইতে, চা আসিয়াছে সিংহল অথবা দার্জিলিং হইতে,দুগ্ধটি আসিয়াছে বহুদূর স্বইট জারল্যাণ্ড হইতে ও চায়ের পেয়ালাটি আসিয়াছে জাপান হইতে । এই প্রবন্ধ লিখন-কালে সে কলম ব্যবহৃত হইতেছে তাহার প্রস্তুতকারক আমেরিকার অধিবাসী, তাহার কালি প্রস্তুত করিয়াছে ইংরেজে এবং যে কাগজের উপর লেখা হইয়াছে তাহ। জেকোস্ত্রেrভাকিয়াতে তৈয়ারী। প্রবাসীর ছাপার কাগজ বেশীর ভাগ ভারতে প্রস্তুত, ছাপার কালি ইংলণ্ডে প্রস্তুত ও ছাপার যন্ত্র জাৰ্ম্মাণাতে নিৰ্ম্মিত। যে দিকে তাকাই দেখিতে পাই আমরা সমগ্ৰ পৃথিবীর সহিত ক্রেতা-বিক্রেতার সম্বন্ধে আবদ্ধ । ক্রেতা ও বিক্রেতার আলাপের প্রয়োজনীয়তা পুরাকালে যখন কোন ব্যক্তি কোন দ্রব্য এয় করিবার জন্য বিক্রেতার সম্মুখবৰ্ত্তী হইত তখন বিক্রেতার সহিত তাহার অনেক কথাবাৰ্ত্ত হইত। দ্রব্যের দোষ, গুণ, দুৰ্ম্মল্যতা, স্বল্পমূল্যতা, প্রয়োজনীয়ত, সৌন্দর্য, অপরে উক্ত দ্রব্য ব্যবহার করিতেছে কি না, করিলে তাহাদের উক্ত দ্রব্য সম্বন্ধে মতামত ইত্যাদি বহুবিযয় লইয়া ক্রেতা