পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**३, ११ ? " o বিদেশ জাপানে কুষ্ঠ-বোগ সমস্ত— জাপান-সৰ্বকারের অর্থ-সচিবের নিকট দুইটি সৰ্বকারী কুষ্ঠাশ্রম স্থাপনের খরচার মধুরী প্রার্থনা করা হইয়াছে। এই অর্থে একটি সৰ্বকারী কুষ্ঠাশ্রম ও কুসাতাস্বতে একটি কুণ্ঠ-চিকিৎসালয় স্থাপন করা হইবে। গণনার জানা গিয়াছে, জাপানে প্রায় ৩০ হাজার কুষ্ঠা আছে। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন যে, সেখানে কুষ্ঠ-রোগীর সংখ্যা ৫০ হাজারেরও অধিক । জাপানের স্বাস্থ্য-বিভাগের ডিরেক্টর মিঃ ইরামাদ। বলিযাছেন যে, কুসীতাহতে কুণ্ঠ-চিকিৎসাশ্রম স্থাপিত হইলে জাপানের অশেষ কল্যাণ হইবে । কারণ দেশের বুষ্ঠাদিগকে সেখানে চালান করিলে আর রোগ-সংক্রমণের উপায় থাকিবে না । মক্কায মুসলিম কংগ্রেস– গত ৬ই জুন তারিখে মক্কায় মুসলমান জাতিবৃন্দেব একটি কংগ্রেসের অধিবেশন হয়। আলী ভ্রাতৃদ্বয এবং জারও কতিপয ভারতীয় মুসলমান এই সভায় ভারতীয় খিলাফত সমিত্যি প্রতিনিধি হইয়া গিয়াছিলেন। সম্প্রতি টাইমস’ পত্রে আফগান-প্রতিনিধি সর্দার ইকবাল আলি স৷ এই-সম্বন্ধীয় তিনটি অতিশয় জ্ঞাতব্য প্রবন্ধ লিখিয়াছেন । তাহাব প্রদত্ত বিবরণের স্থলমৰ্ম্ম আমরা দিতেছি । আরব-দেশে তুরস্ক-প্রাধাস্তের অবনতিয় সহিত সেরিফ হোসেন এবং তাহার পুত্র আলি ঐ দেশের গবর্ণমেণ্ট চালাইতে থাকেন। ঘটনাপরম্পরায় তাহার যুদ্ধ-বিগ্রহাদিতে পরাজিত হইবার পর সম্প্রতি উযাহবি জাতি স্বাবী আরবদেশ অধিকৃত হইয়াছে। নেজদেশের রাজা আবদুল আলি ইবন সাউদ এবং তৎপুত্র আমীর ফৈদল এখন মঞ্চাদি মুসলমান ধর্থস্থানসমূহ তথা আরবদেশ শাসন করিতেছেন। হেজাজের এই রাজাই কিছুদিন যাবৎ পৃথিবীর মুসলমান দেশ এবং জাতিসমূহের একত্রীকরণের চেষ্টা করিতেছিলেন । এই সভার তারিখ তিনবার পরিবর্তন করিবার পর গত ৬ই জুন ইহার প্রথম অধিবেশন হইয়া গিয়াছে। এই কংগ্রেসে সমগ্র মুসলমান জাতিসমূহের প্রতিনিধি উপস্থিত হন নাই, এবং তুরস্ক, পারস্ত, ইরাক, ইয়েমেল প্রভৃতি দেশ এই সভায় যোগদান করে লাই। কিন্তু এইসকল দেশ যোগ ম{ দিলেও অপর দিকে রুব হইতে ৭টি হেজাজ হইতে ১২টি, জাভা , ভারত ১২, নেজ , আসীর ৩, প্যালেষ্টাইন ৩, সিরীয় ৩ এবং ইবন সাউদের মনোনীত স্থানের ২ এবং মিশরের তিনটি সভ্য এবং তৎসহ আফগান প্রতিনিধি এই সভায় যোগদান করিয়াছিলেন । 通 এই কংগ্রেসে নিম্নলিখিত প্রবাব-সমূহ গৃহীত হইয়াছে – ১ । এই সভার দাম পৃধিৰীয় মুসলমান মহাসভা হইৰে এবং প্রতি द९मग्न झछ ठौधfजभङ्ग ऎहॉब्र जश्tिवश्वं न भकांच्च दनिरव ॥ २ । गरिज इंiप्मत्व छछूयोर्वश् ‘शब्रांब'थगिरक क्षरण कब्रिह ठथाब्र दिपृष्ठ जनश्रृंष ४ठद्रांइ कब्र हहरब ।।

  • * *oor. * *

s?*次ぐ S0000S SeeeSLLL S AAAA SSAAAASSSSLLSS - - . ,, Z,3; వ్రై *)。 。リミに? '\\న్స్టNg/ o: o ي ي يومية ৩ । জেদ এবং মস্ক পৰ্য্যন্ত রেল লাইন করা হউক এবং তাই। মদিনার হেজাজ রেলের সহিত সংযুক্ত করা হইবে এবং মদিনার বন্দর ইয়ানবে পর্যক্ত একটি শাখ লাইন করা হইবে । ইয়ানবোর দক্ষিণে রাবিগ বন্দরেরও অনেক উন্নতিৰুর প্রস্তাব গৃহীত হইয়াছে। এই কাজের জন্ত যে টাকার প্রয়োজন হইবে তাহ পুথিবীময় ইসলাম জাতিসমূহের মধ্য হইতে চাদ সংগ্ৰহ করিয়া সম্বুলনি করিতে হইবে বলিয়া স্থিরীকৃত হইয়াছে। ৪ । অস্তস্ক প্রস্তাৰসমূহের মধ্যে হজ-যাত্রীগণের সুবিধার জন্ত হাসপাতাল, বিশ্রামাগার প্রভৃত্ত্বির জঙ্ক ব্যবস্থা, বাৎসবিক সভার জগু ৩ শত পাউণ্ড খরচ এবং প্রত্যেক প্রতিনিধির নিকট হইতে একটি বাৎসরিক চাদর কথা উল্লেখযোগ্য। মৌলানা মহম্মদ আলী এই সভায বস্তুত দিয়াছিলেন। তিনি খিলাফৎ-নেতা এবং প্রচণ্ড মুসলমান হওয়া সত্ত্বেও এবং ঘোরতর ईशब्रछ-विषशैो हड्रेरण७, त्रांब्रवरमcनव भूनजमीन भशंबडॉग्न दांश्ग्र মুসলমানের আদি এবং ধর্মভাব আরবীতে অনভিজ্ঞতার ধরণ ইংরেজীতে বক্তৃতা করিয়া সভায় চাঞ্চল্যের স্বষ্টি করিয়াছিলেন। এমনকি, কোনও প্রতিনিধি তাহাকে এই কাফের ভাষা পরিত্যাগ করিয়৷ হিন্দুস্থানী ভাষার বক্তৃতা করিতে উপদেশ দিয়াছিলেন। কিন্তু মৌলানা-সাহেব ইংরেজীতেই বক্তৃত করেন। মৌলানা মহাশয় সভার ভাবগতিক দেখিয়া নিরুপায় হইয়া স্বীকার করেন যে, পরাধীন ভারতীয় মুসলমান, সংখ্যার অধিক হইলেও অসভ্য নেজ, আলীর প্রভৃতি সকল দেশবাসার নিকট তাহার হেয় এবং নাচ । ভারতবর্ষ পর্তুগীজ ভাবতবর্ষে বিদ্রোহ— গত মাসে গোরাতে একটি ছোটখাট সামরিক বিদ্রোহ খটিয়াছিল। সামরিক অধিনায়কগণ অস্থায়ী গবর্ণরের নিকট নুতন প্রবর্তিত বেতনআইন উঠাইয় দিবার জন্ত বলেন। সামরিক কৰ্ম্মচারীগণ লিস্বনেও নুতন আইন জুলিয়া দিবার প্রার্থনা জানাইরা দরখাস্ত দিয়াছিল। কিন্তু সেখান হইতে কোন খবর আসিবার পূৰ্ব্বেই তাহার অস্থায়ী গবর্ণয় কম্যাণ্ডার মোরিয়েকে পদত্যাগ করিতে বলে । তিনি অস্বীকার করাতে বিদ্রোহীগণ উাহাকে আটক করে ও র্তাহার স্থানে কর্ণেল সিকোরিয়াকে গবর্ণর-পদে প্রতিষ্ঠিত করে। লিসবন হইতে সংবাদ আসিয়াছে যে, বিদ্রোহীগণ কর্তৃক নব নিয়োজিত গবৰ্ণরকে পদচ্যুত করিয়া কম্যাগুর মোরিয়েকেই গবর্ণর বলিয়া স্বীকার করা হইয়াছে ও বিদ্রোহী সেনাঅধিনায়কগণকে কৰ্ম্মচুত করা হইয়াছে। নেপালে ক্রীতদাস-প্রথা রহিত কাটামুগু, এ্যান্টিগ্নেভারি জাকিদ হইতে সম্প্রতি যে সৰ্বকারী বিবরণ প্রকাশিত হইয়াছে, তাঁহাতে জানা যায় যে, নেপাল হইতে দাসত্বপ্রথার