পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওষ্ঠ সংখ্যা ] দেশ-বিদেশের কথা—বাংলা ৯৭৩ —বরবাকি, ইউ, পি, , ১• ভারতে শিক্ষার প্রসার وفا ہے-والے R8 - )'$ واج صن ه8 )ة - সম্প্রতি শিক্ষাবিভাগের ১৯২৪-২৫ সনের ভারতের শিক্ষl-সম্পর্কিত : ལྕག་ s ੋ" হাঙ্গলি নাই , বাৎসরিক বিবরণ প্রকাশিত হইয়াছে। আলোচ্য বর্ষে ৫৮.৬৫ জন २-१-२७ गाँवन" t; ৯ ছাত্র সহ ৯১১৩টি বিদ্যালয় বাড়িয়ছে। ১৯২৫ সনে শতকরা ৬১৫ জন ৪-৭-২৬ পাবনা ○ ১০ পুরুষ এবং শতকর। ১২৪ জন স্ত্রীলোক বিদ্যালয়ে বোগদান ১৫-৭-২৬ করাচী *: ১১ করিয়াছিল। >é-१ २७ कशिकांड| చి > so আলোচ্য বর্ষে মাদ্রাজ, বিহার উড়িষ্য, বাঙ্গল ও পাঞ্জাবে বিদ্যালয়ের ১৫-৭-২৬ কলিকাতা & • সংখ্য বাড়িয়াছে। দিল্লী ও বাঙ্গালোরেই সংখানুপাতে সৰ্ব্বপেক্ষা ১৯ ৭-২৬ কলিকাতা る。 ও অধিক সংখ্যক ছাত্র বিদ্যালয়ে উপস্থিত হইয়াছে। তারপরই বোম্বাই, ২০-৭-২৬ কলিকাত৷ ○ , মাদ্রাজ এবং কুর্গ। বেলুচীস্থানে সৰ্ব্বাপেক্ষা কম। বাঙ্গলাদেশে প্রতি ২১-৭-২৬ পূর্ণিয়, বিহার භු ১ বৎসরই কলেজে অধিক সংখ্যক ছাত্র যোগদান করে এবং এই প্রদেশে २२-१-२७ कलिकांङ| ৩ জন হত, ১০ জন আহতের উচ্চ বিদ্যালয়ও বৎসর বৎসরই অত্যধিক বৃদ্ধি পায় । মধ্যে ২ জন মারা গিয়াছে, ৭টি ছোর-মারার সংবাদ অাসে, তন্মধ্যে ২ জন মরিয়াছে। বিদেশে ভারতীয় পণ্য--- বিদেশে ভারতীয় পণ্যের রপ্তানির এক সরকারী বিবরণও ১৯২৪২৫ এবং ১৯২৫-২৬ সনের টেড কমিশনারের রিপোর্ট, প্রকাশিত হইয়াছে। প্রকাশ ষে, ভারতীয় পণ্য-সন্তারের অধিকাংশই জাৰ্ম্মীণীতে প্রেরিত হইয়াছে। ফরাসী এবং ইতালি দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে। মোট বধানির পরিমাণ ১৯২৪-২৫ সনে ১১৩.১৪ লক্ষ, ইহার মধ্যে জাৰ্ম্মাণ। ২৮,০৯ লক্ষ টাকা মূল্যের পণ্য গ্রহণ করিয়াছে, ইতালী ২৩,৩৪ লক্ষ এবং ফন্স ২.৯১ লক্ষ। ইউরোপ মহাদেশে ভারতীয় রপ্তানির শতকরা ৮• এবং ৯ • অংশ–পাট, তিল, তিসি ইত্যাদি তৈল বীজ এবং খাদ্য শস্তে পৰ্য্যবসিত। ইতালী ভারতীয় তুলার প্রধান রপ্তানিকারক, জার্মাণী পাটের, চামড়ার এবং চাউলের, বেলজিয়াম গমের। আমেরিকার যুক্তরাজ্য ও ভারতের পণ্য দ্রব্যের একজন উৎকৃষ্ট গ্রাহক—অতঃপর জাপান । চা এবং তামাকের বাজারেও ভারত ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে উচ্চ স্থান অধিকার করিয়াছে । অখিল-ভারত সংস্কৃত মহাসম্মেলন— গত মাসে কলিকাতা ইউনিভারসিটি ইন্‌ষ্টিটিউটে মাদ্রাজের শ্ৰীযুক্ত কুপপুস্বামী শাস্ত্রীর সভাপতিত্বে অখিল-ভারত সংস্কৃত মহাসম্মেলনের অধিবেশন হইয়। গিয়াছে । ভারত শাসনের নমুনা ১৯২৪ সালে ভারতবর্ষে প্রত্যক প্রদেশে নিম্নলিখিত অভিযোগগুলি ( ভারতীয় দণ্ড বিধি অমুখারী ) দায়ের হইয়াছিল এবং যতগুলি মামলtয় যাহা হইয়াছে, তাহারও বিবরণ নিয়ে দেওয়া গেল। মামলা সাজী भु|छ • ፃ ወኪ/U చినetrk? বোম্বে 89try) ২১৭৪ e वृक्षणाङ्गं *○8@b* ৩৭৩২৪ f चteयं। ፵ፃ፭ፃ » రిణిని ఆ & জবোধ্য। &:ፃg8 ఫిలి"|9 পাঞ্জাৰ ان به نام را \శి) eరి বিছার నీ(వను ጏካrፃ » ፃ বর্ণী ●●●●● °%毙总@ यथाgitङ्ग४ R 02 ):JtN আসাম ➢oእSmy ዓb”¢¢ সীমাপ্ত প্রদেশ సిఫిని ఆ gu88

  • ૦૦sa૭ ૨૯૭કદર

ভারতসরকার শিক্ষার জন্ত ৯৯,৮০১৫৯৪ টাঞ্চ ব্যয় করিয়াছেন অর্থাৎ জন প্রতি চায় আন শিক্ষার জন্ত খরচ করিয়াছেন। জেল মিউনিসিপ্যাল প্রতিষ্ঠানসমূহ ঐ শিক্ষার জন্য যথেষ্ট ব্যয় করিতে পারে নাই। গবর্ণমেণ্টেয় শিক্ষার ব্যয় শতকর। ৪৮৯ হইতে ৪৭-৯তে নামিয়াছে কিন্তু বেতনের আর শতকরা ২১৮ হইতে ২২৪তে উঠিয়াছে। ছাত্রপ্রতি সরকারী তহবিল হইতে বিভিন্ন প্রদেশে ৩ টাকা হইতে ৪২ টাকা পৰ্য্যস্ত ব্যয় হইয়াছে। আলোচ্য বর্ষে শিক্ষা সম্পর্কে কেন নুতন আইন করা হয় নাই । ভারতের বিলাতযাত্রী ছাত্রের সংখ্যা বাড়িয়াছে । ১৯২৫ সনে ১৫০ • হইতে ২••• ছাত্র বিলাতী বিশ্ববিদ্যালয়-সমুহে পাঠ করিতেছে বলিয়৷ সংবাদ পাওয়া গিয়াছে। ইহাদের মধ্যে ৫৮৩ জন ব্যায়িষ্টারী পড়িতেছে । আলোচ্য বধে বালিকদের বিদ্যালয়ের সংখ্য ১১৬৩ হইতে বাড়িয় ২৫,৯৩৫ tড়াইয়াছে এবং ছাত্রী-সংখ্য ৪৬,৯৩১ হইতে বাড়িয়া ৯৯৭,৬১৭তে দাড়াইয়াছে । বালিকাদের চেয়ে দশগুণ বেশী বালক এবারও বিদ্যালয়ে যোগদান করিয়াছে। বাঙ্গল দেশে ১৭,• •৭ ছাত্রীসহ ৫০ টি বালিক বিদ্যালয় বৃদ্ধি পাইয়াছে। বিহার উড়িষ্যায় ৩০০ ছাত্রীসহ ৩০০টি বিদ্যালয় বাড়িয়াছে । উচ্চ বিদ্যালয়সমূহের বালিকাদের শিক্ষা ভালই হইতেছে। পরীক্ষার বেশ স্বফল দেখা ঘাইতেছে । আলোচ্য বর্ষে ১৮৬টি বালিক উপাধি পরীক্ষা দিয়াছিলেন তাহীর মধ্যে ১৪২ জন উত্তীর্ণ হইয়াছেন । আলোচ্য বর্ষে এক হাজার ছাত্র ২২টি ইংরেজী-শিক্ষিত শিক্ষক তৈয়ারী কলেজ আছে, নৰ্ম্মল ও নিম্ন-বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ের সংখ্যা ৫৬ কমিয়াছে। আর্ট কলেজে যে-সকল ছাত্র পাঠ করিতেছে আলোচ্য বর্ষে তাছাদের সংখ্যা পূৰ্ব্ব বৎসর অপেক্ষ এক হাজার বাড়িয়ছে। বাঙ্গলায় মুসলমান সম্প্রদায় এখনও শিক্ষাবিষয়ে খুবই অমুন্নত ; সেখানকার লোকসংখ্যার অৰ্দ্ধেকেরও বেশীই মুসলমান । ংলা বাঙালী বালিকাদের ব্যায়াম-প্রতিযোগিত— গত ৫ই সেপ্টেম্বর তারিখে কলিকাতা ইউনিভারসিটি ইনষ্টিটিউট-গৃহে মহিল-ব্যায়াম-সমিতির উদ্যোগে নানা বিদ্যালয়ের বালিকাদের একটি ব্যায়ম ও ক্রীড়। প্রতিযোগিত হইয়াছিল । নারী শিক্ষালয়, সঙ্গীত শিক্ষালয়, মাড়োয়ারী বালিক-বিদ্যালয়, রাজরাজেশ্বরী বিদ্যালয়