পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જે gr8 মাদাম আমেলী মোজের (Madam Amalie Moser) রমণী । এই প্রতিষ্ঠানটি একদিকে বীজ খরিদ করা, ফসল বেচা, উৎপাদক ও ক্রেতার মধ্যে সপ্তাব প্রতিষ্ঠা করা ইত্যাদি কাজে যেমন ব্যাপুত, তেমনি কুমক রমণীদের মধ্যে শিক্ষ, উৎকর্য ও অর্থ বিজ্ঞানের প্রচারে ব্যস্ত। শুধু ডিম বিক্রয় করিবার কাজে নামিয়া ১৫০,০০০ স্বইস ফ্র। এই সমবায়টি কেনাবেচায় খাটাইয়াছে । এই সমবায়ের সভানেত্রী মাদাম রাদ ( Randin ) কে সরকারীভাবে অঙ্গুরোধ করা হইয়াছে অদ্য প্রদেশে বক্ত তাদি দিয়! নারীদের"জাগাইবার জন্য । নৈতিক সংস্কারের ক্ষেত্রেও স্বইস নারীসঙ্ঘ খুব উৎসাহের সহিত কাজ করিয়া আসিতেছেন । পারিবারিক জীবনে জাতিগত ও আন্তর্জাতিক জীবনে যত প্রকার দুনীতি দেখা দেয় তাহার বিরুদ্ধে সংগ্রাম চলিতেছে। এদেশে মহোৎসব ( carnival ) ইত্যাদির সময় স্ত্রীপুরুষের অবাধ মিলনের ফলে অনেক অশোভনতা প্রকাশ পায় ; তাহা দূর করিবার জন্য নারী-সঙ্ঘ সৰ্ব্বদ সজাগ | জেনিভার ২০,০০০ হাজার নারী সরকারী প্রবাসী-আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড রোজ নয়েনশোয়ান্ডার (Rosa Neuenschwandei) বিভাগের নিকট আবেদন করিয়া দুনীতিমূলক ছায়াচিত্র (Cinema) দেখান বন্ধ করেন ; এবং ভ্রাণহত্যা, বেশুtবৃত্তি প্রভৃতি সামাজিক সমস্যা লইয়। বিস্তুত আলোচনা ও সবুকারী আবেদনের সাহায্যে নৈতিক উন্নতির উপায়ু নিৰ্দ্ধারণ করিতেও নারীই অগ্রণী ; দুঃখদারিদ্র্যে সহাঙ্গুভূতি ও সাহায্য না পাইলে মানুষ বিপথে যায় তাই নারীসঙ্ঘ বিশুদ্ধ আনন্দের আয়োজন করিতেও ব্যস্ত ! ভাল সঙ্গীত নাট্যাভিনয় ইত্যাদি দেখাইবার জন্য, একক আত্মীয়হীন নারীদের একটু আনন্দ দিবার জন্য, বিনামূল্যে রঙ্গালয়ের টিকিট বিতরণ করা হয়। বাৰ্দ্ধক্যের অবলম্বনস্বরূপ জীবনবীমার ব্যবস্থাও হইতেছে । গণিকাবৃত্তি, মাদকতা আফিম ব্যবসায় প্রভৃতি আস্ত জাতিক সমস্যার সমাধানের জন্যও স্বইস নারীসঙ্ঘ যথেষ্ট পরিশ্রম করিতেছেন। তাদের আন্দোলনের ফলে স্বইস রাষ্ট-সংসদ (Federal Council) wifso foota জেনিভা কনভেনশনের ব্যবস্থাটি স্বীকার করিয়াছেন। শান্তি-স্থাপনের ক্ষেত্রেও নারীকল্পীরা মহা উৎসাহে