পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७* शरथn } “হ্যাগুবিল”-উদ্দীপ্ত রাজভক্তি র্তাহীদের মনে স্থান পাইবে না। “হ্যাগুবিল’টি B. G. Pressএ ২১-৮-২৬ তারিখে মুত্রিত। উহার “জব-নম্বর” 49W এবং উহ। ৩১,০০০ হাজার ছাপা, হইয়াছে। ছাপা ও কাগজ দেখিয়া মনে হয়, ইহার জন্য কয়েক শত টাকা ব্যয় করা হইয়াছে। করদাতার অর্থে এইপ্রকার “হাওবিল” বিলি করার অধিকার গভর্ণমেণ্টের আছে কি না তাহার আলোচনা না করিয়া আমরা "হাওবিলের” দুই চারিটি লাইন উদ্ধত করিয়া দিতেছি । ইহার এক স্থলে হিন্দুমুসলমান-দাঙ্গ৷ সম্বন্ধে স্যার হিউ বলিতেছেন :– “গভর্ণমেণ্ট কোন গভীর দুরভিসন্ধির বশবৰ্ত্ত হইয়া ইচ্ছাপূর্বক এই অশাস্তিবহ্নি জ্বালাইয় রাখিতেছেন, আপনার কেহ এই অভূত ধারণ কখনও পোষণ করিতে পারেন,—এমন কথা বলিয়। আমি আপনাদিগকে অপমানিত করিব না। আমা অপেক্ষ উৰ্দ্ধতন কর্তৃপক্ষগণ প্রকাগু বক্ততার এইসকল যুক্তি খণ্ডন করিয়াছেন।” ধরা যাউক গভর্ণমেণ্টকে সন্দেহ করা আমাদের পক্ষে অত্যন্ত নীচতার পরিচায়ক ; কিন্তু এই সন্দেহের অমুকুল যুক্তিগুলি কোন “কতৃপক্ষগণ” কবে ও কোন “প্রকাগু বক্তৃতায়” “খণ্ডন করিয়াছেন” ? গভর্ণমেণ্টের কোন সম্প্রদায় বিশেষের প্রতি পক্ষপাতিত্ব আছে কি না ইহার বিচার করিম স্যার হিউ বলিতেছেন – “পক্ষপাতিত্বের অভিযোগ যখন উভয় সম্প্রদায় হইতেই আসিয়াছে, তখন এই অভিযোগ পরস্পর খণ্ডিত হইতেছে বলিয়া ধরিয়া লইলে অসঙ্গত হইবে না।” এইরূপ অপরূপ যুক্তি ঢাকাবাসিগণ মানিয়া লইয়াছেন কি না আমরা বলিতে পারি না ; কিন্তু আমরা এরূপ যুক্তি কখনও শুনি নাই। যদি কোন সম্প্রদায়ের প্রতি গভর্ণমেণ্টের পক্ষপাতিত্ব থাকে তাহা হইলে সেই সম্প্রদায়ের পক্ষে নিজেদের গোপন সহানুভূতি লাভের কথা অপ্রমাণ করিবার যথাসাধ্য চেষ্টা করাই স্বাভাবিক । কাজেই যদি মুসলমানগণ বলেন যে, গভর্ণমেণ্ট হিন্দুদিগের প্রতিই পক্ষপাতিত্ব করিয়াছেন, তাহা হইলে গভর্ণমেণ্ট মুসলমানদিগের প্রতি অথবা কাহারও প্রতি পক্ষপাতিত্ব করেন নাই একথা প্রমাণ হয় না। এ স্থত্রে একথাও বল প্রয়োজন যে, সম্পূর্ণ নিরপেক্ষ লোকেরাও গভর্ণমেণ্টের বিরুদ্ধে পক্ষপাতিত্ব দোষ আরোপ করিয়াছেন—যথা লর্ড অলিভিয়ার। উপরের ন্যায় যুক্তি ছাপার অক্ষরে বাহির করা শুরি হিউএর ন্যায় পদস্থ লোকের পক্ষে উচিত হয় নাই । আর-একটি কথা আমরা উদ্ধত করিতে চাই। স্যার হিউ বলিতেছেন যে, যতদিন উভয় সম্প্রদায়ের ཡྰཀཿཤྲ། প্রতিহিংসা-পরবশ হইয়া দাঙ্গার সমর্থন করিবেন ॐ - - বিবিধ প্রসঙ্গ-ইহা কি স্বরাজপাটর অবসানের পূর্বাভাষ ¿De 9

  • "পুলিশের সংখ্যা বৃদ্ধি করিলেও তাছাতে কাপুরুষোচিত গুপ্ত হত্য

दक क्षहैtद न ।” - উত্তম কথা ; তাহা হইলে যেন দাঙ্গার দোহাই দিয়া পুলিশের খরচ বাড়ান না হয় । চীনে-বৃটিশে লড়াই নিজেদের দেশে নিজের প্রভুত্ব করিবে এই দুরাকাজক্ষণব শাস্তি-স্বরূপ চীনের রাষ্ট্রবিপ্লবকারিগণ ক্রমশঃ বৃটিশের সহিত যুদ্ধে লিপ্ত হইয়। পড়িতেছে। কোন প্রকার যুদ্ধ ঘোষণা এখনও করা হয়. নাই কিন্তু যুদ্ধের কাৰ্য্য কিছু কিছু চলিতেছে। জাপানীরা এখনও নিলিপ্তভাব দেখাইতেছে কিন্তু তাহারা সম্ভবত চীনকে সায়েস্তা করিবার কার্য্যে বৃটিশের সহিত যোগ দিবে এইরূপ ধারণা অন্তত কোন কোন বৃটিশ সংবাদপত্রের হইয়াছে। আমবা এ বিষয়ে কিছু এখন বলিতে চাই না। শুধু এইটুকু বলা প্রয়োজন যে আমাদের (ভারতবাসীদিগের) চীনের সহিত কোন শত্রুত নাই। আমরা সহস্ৰ সহস্ৰ বর্ষ পূৰ্ব্ব হইতে চীনের সহিত ধৰ্ম্ম ও সাহিত্য ও শিল্পকলার ভিতর দিয়া সখ্যতা-বন্ধনে আবদ্ধ আছি । স্বতরাং বৃটিশ-বণিকের অর্থাগমের সুবিধার জন্য যদি কোল যুদ্ধ বৃটিশগভর্ণমেণ্ট, চীনের বিরূদ্ধে চালাইতে চান তাহা হইলে যেন ভারতীয় সৈন্য সে যুদ্ধে ব্যবহার করা ন হয়। এ্যাসেম্বলীর পাণ্ডা র্যাহারা তাহারা যেন এদিকে নজর দেন । ইহা কি স্বরাজপার্টির অবদানের পুর্বাভাষ ইণ্ডিপেনডেন্ট কংগ্রেস পার্টি নাম দিয়া যে পার্টি লাল৷ লাজপতরায়, পণ্ডিত মদন মোহন মালব্য ও অস্থ্যান্য নেতৃবর্গ সম্প্রতি স্থাপন করিয়াছেন, তাহার প্রতিষ্ঠানের ফলে স্বরাজ-পার্টির জোর দেশে বহুল পরিমাণে কমিবে । এই শক্তি হাসের জন্য যদি কেহ বিশেষরূপে দায়ী থাকেন ত সে বর্তমান স্বরাজপার্টির নেতাগণই । বিগত কিছুকালের মধ্যে কাউন্সিলের ভিতরে ৪ বাহিরে তাহাদের যে প্রকার কার্য্য-কলাপ দৃষ্ট হইয়াছে তাহাতে দেশের বহু ভোটদাতা স্বরাজপার্টির উপর আস্থা হারাইয়াছেন । ইণ্ডিপেণ্ডেণ্ট, কংগ্রেস পার্টিই যে দেশের প্রভূত কল্যাণ, পার্টির কার্য্যের ভিতর দিয়া করিতে পারিবেন এরূপ ধারণ আমাদের নাই, তবে তাহীদের দলের অনেক ব্যক্তিই ব্যক্তি হিসাবে স্বরাজপার্টির নেতাগণ অপেক্ষ উৎকৃষ্ট এবং এই কারণে সম্ভবত শীঘ্রই তাহারা স্বরাজ