পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য। ] বিষ্ণুচরণ মৈত্র সভায় যোগ দেন এবং ক্রমে আমিও স ঘোগী সম্পাদকরূপে তাহদের সহিত কাজ করিতে থাকি । এই সভা এক সময় স্থানীয় বহু শিক্ষিত ও বিশিষ্ট প্রবাসী বাঙ্গালীর মিলন-ক্ষেত্রে পরিণত হইয়াছিল। ষ্টতার কয়েক বৎসর পরে ১৩০৩ সালের ১লা বৈশাখ জন্‌ষ্টনগঞ্জে প্রয়াগ-বঙ্গসাহিত্য-মন্দির প্রতিষ্ঠিত আমার বেশ মনে আছে, বান্ধব সমিতির এক অধিবেশন কর্ণেলগঞ্জে পৃঅর হাউসের প্রশস্ত হলে হইয়াছিল। সেদিন খামি “জাতীয় সাহিত্য ও উন্নতি” নামক একটি প্রবন্ধ পড়িয়ছিলাম। প্রবন্ধটি ছিল দীর্ঘ । বহু বংসর পরে তাঙ্গকে ছোট করিয়া “বঙ্গদর্শনে" দিয়াছিলাম । বঙ্গ দর্শনের দ্বিতীয় প্রচারের শেষ সংখ্যার পূর্ব সংখ্যায় তাহ। - সভা ভঙ্গ তষ্টলে রামানন্দবাবু তামায় অভিনন্দিত করেন । সেঙ্গ তাতার সঙ্গে আমার প্রথম আলাপ । তারপর কর্ণেলগঞ্জে বান্ধব সমিতির আর-এ ক অধিবেশনে আমরা তাহাকে সভাপতিত্বে বরণ করি । এই নমসু তিনি “দাসী’’ নামক মাসিক পত্রপাণি সম্পাদন তাহার কিছুদিন পরে “প্রদীপ" সম্পাদন আমার “Scientific lnstrument Company“z zț¢ $ € SIIzītā >{(k)} }} বাবু ( এক্ষণে রায় বাহাদুর ) বেণীমাধব মুখোপাধ্যায়ের সহিত রামানন্দ-বাবুর বাড়ী বাই । তখন তিনি জেমসের বাড়ীতে বাস করিতেছিলেন । সেদিন বেণী-বাবু তাহার “রঞ্জেন আলোক” শীর্ষক একটি প্রবন্ধ ‘দাসী’তে প্রকাশ করিবার জন্য দিয়া আসেন । তখন এক্স্ রে সংজ্ঞার তত প্রচলন হয় নাই। প্রবন্ধটি দাসীতে বাহির হইয়াছিল। রামানন্দবাবু কর্ণেলগঞ্জ হইতে উঠিয়া ব্যারিষ্টার '.siযনলালের বাড়ীর নিকট সাউথরোডের ২১ নম্বর বাড়ীতে বাস করিতে থাকেন । এই বাড়ীতেই প্রবাসীর জন্ম হয় । ইহার এবং আশপাশের কোন বাড়ীর এখন চিহ্ন মাত্রও নাই । এই সময় আমি ইণ্ডিয়ান প্রেসের জন্য "চরিত্রগঠন” নামে একখানি পুস্তক লিখিয়াছিলাম! বইখানি "প্রবাসী’ বাহির হইবার এক বৎসর পরে বাহির হইয়াছিল, এবং রামানন্দবাবু তাহার প্রফ সংশোধন করিয়া ও ভূমিকা লিখিয়া দিয়াছিলেন। একদিন ইণ্ডিয়ান を河川 বাঙ্গির হতীয়ছিল । করিতেন । করেন । মনে পড়ে, একদিন “প্রবাসী’র জন্মের সমসাময়িক কথা సి(t প্রেসের স্বত্বাধিকারী মহাশয়ের নিকট বসিয়া আছি, এমন সময় রামানন্দবাবু কতকগুলি ছবি এবং কাগজ পত্র লইয়। আসিলেন । সেইদিন জানিলাম, তিনি শীঘ্রই একখানি সচিত্র মাসিক পত্র বাহির করিবেন এবং আমাকে গু ১৩৯৮ সালে এলাহাবাদের ইণ্ডিয়ান প্রেস ফোটােগ্রাফ ডাঃ ললিতমোহন বস্বর সৌজন্যে প্রাপ্ত । তাহাতে লিখিতে হইবে । পত্রিকার নাম হইবে “প্রবাসী” । তার পর একদিন এখানকার পাবলিক লাইব্রেরীতে র্তাহার সহিত সাক্ষাৎ হইল। তিনি আমার "প্রবাসী’র প্রথম সংখ্যার রাণাকুম্ভের জয়স্তম্ভ "ক্ষীরাংকুভ’ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিতে বলিলেন এবং Rousseletএর বই হইতে "ক্ষীরাংকুম্ভে’র চিত্রটি দেখাইয়া বলিলেন, এই চিত্রই প্রথম সংখ্যার পুরশ্চিত্র হইবে । ছবি ও প্রবন্ধ প্রথম সংখ্যাতেষ্ট বাহির হইয়াছিল, কিন্তু উপযুক্ত সময়ে জয়পুর রাজ্যের প্রধান মন্ত্রী প্রবাসী বাঙালীদের গৌরব স্বগীয় রাও কাস্তিচন্দ্র মুখোপাধ্যায় বাহাদুরের ছবি কর্ণেল