পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

موا و وج প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড এই কয় বৎসরে প্রবাসীর লেখক ছিলেন--- ( ১ ) কবি শ্ৰীদেবেন্দ্রনাথ সেন (ইনি প্রথম সংখ্যা হইতে বহুকাল প্রবাসীতে কবিতা, গল্প ও রস নিবন্ধাদি লিখিতেন। কয়েক বৎসর হইল ইহার মৃত্যু হইয়াছে । ) (২) বৈজ্ঞানিক সাহিত্যিক ও অধ্যাপক শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায় (ইনি প্রথম কয়েক বৎসর ধারাবাহিকভাবে প্রবাসীতে বহু বৈজ্ঞানিক প্রসঙ্গের আলোচনা করিয়াছেন, তদ্ভিন্ন দেশীয় শিল্প ও প্রাচীন সাহিত্য প্রভৃতি বিষয়ে বহু সুচিস্তিত প্রবন্ধ লিথিয়াছেন। এখনও ইনি প্রায়ই প্রবাসীতে লিথিয় থাকেন । ) (৩) যুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর (প্রথম সংখ্যা হইতে আজ পৰ্য্যন্ত ) রবীন্দ্রনাথ নিয়মিতভাবে প্রবাসীতে লিগিয়া আসিতেছেন। ১৩১৪ সাল হইতে আজ পর্য্যন্ত মাসিক প্রকাশিত উহার অধিকাংশ রচনা অর্থাৎ কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও নাটক প্রবাসীতেই প্রকাশিত হইয়াছে। আমরা তাহার ভিতর কতকগুলির নাম উল্লেখ করিব —মষ্টারমশায়-গল্প, গোর-উপন্যাস, জীবনস্মৃতি, অচলায়তন-নাটক, মুক্তধারা-নাটক, পশ্চিমযাত্রীর ডায়ারি, রক্তকরবীনাটক, পুরীগ্রন্থের অধিকাংশ উল্লেখযোগ্য কবিতা, কৰ্ত্তীর ইচ্ছায় কৰ্ম্ম, ভারতবর্গের ইতিহাসের ধারা, শিক্ষার বাহন, পূৰ্ব্ব ও পশ্চিম, সমস্ত, বিশ্ববোধ প্রভৃতি বিখ্যাত প্রবন্ধ, “হে মোর দুর্ভাগ দেশ" "দুর” "প্রবাসী” ইত্যাদি কবিতা । নাটকগুলি এক-এক সংখ্যাতে সমগ্রভাবে বাহির হইয়াছে। স্বদেশীর যুগের তাহার অনেক প্রসিদ্ধ বক্তত। যেমন- পাবনা প্রাদেশিক সম্মিলনীর সভাপতির অভিভাষণ, যজ্ঞভঙ্গ, ব্যাধি ও প্রতিকার, সমস্ত ইত্যাদি প্রবাসীতে প্রথম মুদ্রিত হয়। এগুলি পরে “সমূহ” প্রভৃতি গ্রন্থে সন্নিবেশিত হয়। (৪) বাঙ্গল ভাষার অভিধান ও ‘বঙ্গের বাহিরে বঙ্গালী প্রভৃতি প্রণেতা শ্ৰীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দাস । এই দ্বিতীয় পুস্তকের অধিকাংশ প্রবন্ধ অযোধ্যায় বাঙ্গালী, পঞ্জাবে বাঙ্গালী ইত্যাদি নামে প্রবাসীর গুহ্যই প্রথমে লিপিত ও প্রবাসীতে প্রকাশিত হয়। প্রবাসী বtঙ্গালীর কীৰ্ত্তির কথা প্রকাশ করা প্রবাসীর একটা বিশেষ অঙ্গ। জ্ঞানবাবুই বিশেষভাবে ইহার উপদল সরবরাহ বরাবর করিয়| আসিতেছেন । ইনি প্রবাসীর বিশেষ হিতৈষী । মাসিক পত্রের জন্য লিখিত ইহার প্রায় সমস্ত বাঙ্গালা রচনা প্রবাসীতেই মুদ্রিত হইয়াছে। ( 4 ) ঐতিহাসিক ঐযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় (ইনি প্রথম যুগের প্রবাসীতে ১৩০৮ হইতে প্রাচীন সংস্কৃত সাহিত্য ও কপিলবস্তুপাটলিপুত্র, লক্ষণাবতী, পৌণ্ডবৰ্দ্ধন, মালদহ, গৌড় প্রভৃতি বিষয়ে বহু মূল্যবান প্রবন্ধ লিথিয়াছেন । পরেও ইহার বহু রচনা প্রবাসীতে প্রকাশিত ইয় । ) ( ৬ ) ঔপন্যাসিক ক্রীযুক্ত নগেন্দ্রনাথ গুপ্ত । (ইনি প্রথম বর্ষ হইতে কয়েক বৎসর পর্য্যন্ত প্রবাসীতে গল্প ও প্রবন্ধ দি লিথিয়াছেন । অনেক পরেও ইহার রচনা প্রকাশিত হইয়াছে । ) ( 4 ) অধ্যাপক প্রযুক্ত রজনীকান্ত গুহ । (ইনি প্রথম বর্ষ হইতে প্রবাসীতে মাঝে-মাঝে প্রবন্ধ লিথিয়াছেন, ও মূল গ্রীক হইতে বহু মূল্যবান রচনা অনুবাদ করিয়া দিয়াছেন । ) . (৮) সুপণ্ডিত শ্ৰীযুক্ত সতীশচন্দ্র বন্দোপাধ্যায় এম এ, এল্‌-এল্‌, ডি। . (ইনি এলাহাবাদ প্রবাসী একজন স্বপ্রসিদ্ধ আইনব্যবসায়ী ছিলেন । ইনি প্রথম বর্ষ হইতে প্রবাসীর প্রয়াগবাসকালে আইন ইতিহাস ও অম্ভাষ্ঠবিষয়ে প্রবাসীতে লিখিতেন । কয়েকবৎসর হইল ইহার মৃত্যু হইয়াছে । ) (৯) শ্ৰীযুক্ত ধৰ্ম্মানন্দ মহাভারতী (ইনি ১৩০৮ হইতে প্রথম যুগের প্রবাসীতে ভাষা ও সাহিত্য বিষয়ে বহু প্রবন্ধ লিখিতেন । ( ১০ ) ‘বঙ্গভাষা ও সাহিত্য প্রণেতা শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন, (ইনি ১৩০৮ হইতে প্রথম যুগের প্রবাসীতে ভাষা ও সাহিত্য বিষয়ে বহু প্রবন্ধ লিখিয়াছিলেন । ) ( ১১ ) ঐতিহাসিক শীরমাপ্রসাদ চন্দ (ইনি ১৩০৮ তইতে প্রবাসীতে নান| বিষয়ে প্রবন্ধাদি লিথিয়াছেন । সম্ভবত প্রবাসীতেই ইনি প্রথম বাংলা প্রবন্ধাদি লেখেন । ) ( ১২ ) কবি ও সাহিত্যিক শ্ৰীযুক্ত বিজয়চন্দ্র মজুমদার (ইনি প্রথম বর্ষ হইতে প্রবাসীতে বষ্ট কবিতা : প্রহসন, গল্প, নাটক, তপস্যার ফল প্রভৃতি উপন্যাস, এবং সাহিত্য, বিজ্ঞান, ভাষা. ইতিহাস, ভাষাতত্ত্ব, সমালোচনা, প্রাচীনসাহিত্য, বেদ, গেরীগাথা, বৌদ্ধসাহিত্য, ছন্দ, রামায়ণ, মহাভারত, সংস্কৃতকাব্য, সংস্কৃতসাহিত্য, পুরাণ, সমাজতত্ত্ব, ক্রীড়া, কাব্য-আলোচনা প্রভৃতি বিষয়ে বহু মূল্যবান রচনা দিয়াছেন। বিজয়বাবুর মত এত বিচিত্র বিষয়ে এত বেশী রচনা প্রথম যুগের প্রবাসীতে আর কাহারও প্রকাশিত হয় নাই । (১৩) স্ত্রীযুক্ত পণ্ডিত শিবনাথ শাস্ত্রী । ইনি ১৩০৮ হইতে সমাজ, ধৰ্ম্ম, রাজনীতি, স্ত্রীশিক্ষা, জাঙায়তা, ভক্ত চরিত্র প্রভৃতি বিষয়ে প্রবাসীতে লিখিতেন । ইহার অনেক কবিতাও প্রবাসীতে প্রকাশিত হইয়াছিল। বঙ্গভঙ্গের পর কংগ্রেসের উপকারিত, জাতীয় স্থাবলম্বন, BBBS BBB BB BBB B BBB BBBB BB BBBBB ভক্তির হিতকারিত ইত্যাদি বিষয়ে বহু তুলিখিত ও কুযুক্তিপূর্ণ প্রবন্ধে আলোচনা করিয়াছেন । শেষ জীবনে ইনি সাহিতা চর্চ ছাড়িয়া দিয়াছিলেন ; নতুবা আরও অনেক সৎসাহিত্য ইহার নিকট পবাসী পাইতে পারিত। ১৯১৯ খৃষ্টাব্দে শাস্ত্রী মহাশয়ের মৃত্যু হয়। ) ( ১৪ ) বৈজ্ঞানিক খ্ৰীযুক্ত জগদানন্দ রায় (ইনি ১৩০৮ ইইতে বহু বৈজ্ঞানিক প্রবন্ধ প্রবাসীতে লিপিয়াছেন । এখনও মাঝে মাঝে লিপিয়া থাকেন । আচষ্য জগদীশচন্দ্রের lPlant Respons • প্রকাশিত হওয়ার পর ১৩১৩ হইতে কয়েক বৎসর ইনি বহ মহাশয়ের আবিষ্কারের বিষয় বহু সচিত্র প্রবন্ধ লিখিয়| আচযা বসুর উদ্ভিদবিষয়ক আবিষ্কারগুলিকে প্রবাসীর সাহায্যে বাংলা পাঠক-সমাজে প্রচার করেন।) (১৫) অধ্যাপক শ্ৰীযুক্ত অবিনশচন্দ্র দাস (ইনি প্রবাসীতে ১৩১১ সালে একটি উপন্যাস লেখেন । তা ছাড়া দ্বিতীয় বৎসর হইতে কয়েক বৎসর নান| বিষয়ে প্রবন্ধাদি লিখিতেন । ) (১৬) অধ্যাপক শ্ৰীযুক্ত নগেন্দ্রচন্দ্র নাগ (ইনি আগ্রায় বাসকালে ১৩০৮ সালে আগ্র, ফতেপুর সিক্রি প্রভৃতি বিষয়ে প্রবাসীতে সচিত্র প্রবন্ধ লিখিতেন। পরে অন্যান্ত প্রবন্ধও লিখিয়াছেন। ) (১৭) যুক্ত যোগীন্দ্রনাথ বসু ( রাজনারায়ণ বস্ব মহাশয়ের পুত্র তুলেখক যোগীন্দ্রবাবু জীবিতকালে প্রবাসীতে প্রবন্ধাদি লিখিতেম। ) (১৮) সাহিত্যিক ও ঔপন্যাসিক শ্ৰীযুক্ত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। (ইনি প্রথমযুগের প্রবাসীতে ১৩০৯ হইতে নানাবিষয়ে প্রবন্ধাদি লিখিতেন ও সঙ্কলন করিতেন । ১৩১ • সালে ইহার প্রথম গল্প প্রবাসীতে প্রকাশিত হয়। তাহার পর হইতে ইহার প্রায় সমস্ত ছোট গল্প ও অধিকাংশ উপন্যাস .প্রবাসীতেই প্রকাশিত হইয়াছে । ইনি বহু বৎসর প্রবাসীর সহকারী সম্পাদকের কাজ করিয়াছেন । ) (১৯) সুপণ্ডিত ও সুচিকিৎসক মেজর শ্ৰী বামনদাস বসু (ইনি প্রবাসীর জন্তই ১৩•৯ হইতে পুরাতন মুল্যবান তথ্যপূর্ণ প্রবন্ধ ও পশ্চিম