পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

† - WA. A. W. 體 \ - ఫ్గ్ఫ్బ స్టాప్గా ప్స్తోష్తఃకోన్ల్లోక్స్టె 校、

  • 剑 চ কম্প । - o جSو هي كانوا يعني " تية ه "

- డా. F o->


శఙ2]\డ్త్వోన్స్డ్వ -> ു * } تمتلك لم ريكائين من ပ္လို႕ ႏွစ္ဦးခ္ယက္စပ္သို႕ --- تتلمذ ينمينيين . r* ఫ; 览يكتوم 烈 恕 {* AR A so No. 'ు একাই একশ– পাশে একজন সিসিলীর ভ্ৰাম্যমাণ বাজনদারের ছবি দেওয়৷ ই ইয়াছে । সিসিলীতে এইরূপ বহু ভবঘুরে বাদ্যকর দৃষ্ট হয়। ইহাদের অঙ্গে দশবারটি বাদ্যযন্ত্র সজ্জিত থাকে ; ইহারা সৰ্ব্বাঙ্গ সঞ্চালনে একাই এগুলি সিসিলীর ভবঘুরে বাদ্যকর জাইতে পারে ;–মাথা নাড়িলে ঘণ্টা বাজে ; পা নাড়িলে জয়ঢাকটি জিয় উঠে ; মুখে পাইপে আওয়াজ করে ; হাতে একর্ডিয়ন বাজায় : 5রপে ইহার একাই একশ জনের কাজ করে। আমেরিকার প্রথম বৈজ্ঞানিক— স্বামেরিকাকে আমরা নতন-মহাদেশ বলি। আমাদের ধারণ প্রায় শত বৎসরের পূৰ্ব্বে কলম্বসের আমেরিক আবিষ্কারের পূৰ্ব্বে সেশ সভ্যতার পত্তন হয় নাই ; সেখানে অসভ্য অশিক্ষিত বর্বর রেড, ইণ্ডিয়ান জাতি বনচরদের স্থায় বনে জঙ্গলে ঘরিয় বেড়াইত । এ ধারণ যে সত্য নয় সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ডাক্তার হাবর্টি, জে, স্পিণ্ডেন তাহ। আবিষ্কার করিয়াছেন । তাহার গবেষণার ফলে জানা যাইতেছে, ১৫০০ বৎসর পূৰ্ব্বে আমেরিকা মহাদেশে একজন অতিপ্রসিদ্ধ মহাপ্রতিভাশালী বৈজ্ঞানিক জন্মগ্রহণ করিয়াছিলেন । তিনি বহু চমকপ্ৰদ আবিষ্কার করিয়াছিলেন, গণিত প্রস্তর-পঞ্জিকা ইহার সাহায্যে বর্তমান পঞ্জিকা অপেক্ষ। লিখুতভাবে কালাকাল সিদ্ধারিত হয়। ও জ্যোতিবিদ্যার অনেক তথ্য নিদ্ধারণ করিয়াছিলেন। পরবত্তা যুগে প্রাচীন মহাদেশের পণ্ডিতদের আবিষ্কার এই সব আবিষ্কারের নিকট তুচ্ছ বলিয়। গণ্য হয়। সেই মহাপণ্ডিতের নাম এতাবৎকাল স্থিরাকৃত হয় নাই । হয় ত তাঙ্গ জানিবার উপায়ও নাই। কিন্তু তাহার আবিষ্কৃত তথ্য ও যন্ত্রগুলি তাহাকে চির-প্রসিদ্ধ করিয়া রাখিবে। গোয়াতেমালা ও হন্দুরাসের ভগ্ন মন্দিরগাত্রে খোদিত ওহীর আবিষ্কারগুলি স্পিণ্ডেন সাহেব বহু গবেষণার পর উদ্ধার করিয়াছেন । ইহাতে এইটুকু নিঃসন্দেহে প্রমাণিত হইয়াছে যে, ঐসকল মন্দিরনিৰ্মাত৷ 'মায়া’জাতি জ্ঞান ও সভ্যতায় বহু দূর অগ্রসর হইয়াছিল। ইহাও স্তির যে, উহার কলম্বসের আবিষ্কারের বহু পূর্বে নতন মহাদেশে বসবাস করিত । ইহাও স্পিণ্ডেন সাহেব নিৰ্দ্ধারণ করিয়াছেন যে, খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে এই জাতি উন্নতির চরম শিখরে উঠিয়াছিল ,