পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ど● মজার ভুসিয়ারী বিজ্ঞাপন গিয়াছে। বিশেষ ফটকেরও ব্যবস্থা নাই । বেপরোয় চালকগণ টেনের সহিত পাল্লা দিতে গিয়া বহুস্থলে বিপন্ন হয় । এইরূপ চালকদের জন্য আমেরিকার এক রেল কোম্পানী টেন ও মোটর রাস্তার সংযোগের মোড়ে মোড়ে এক মজার হসিয়ারী বিজ্ঞাপন জারী করিয়াছে। দুর্ঘটনায় ভগ্ন মোটরগাড়ীগুলি একটি কবিয়া এইসব জায়গায় বড় বড় থামের উপর রাখিয়া একটি বিজ্ঞাপন এই ভাবে দেওয়৷ হইয়াছে--- “থাম, দেথ ও শেন,* ‘এই গাড়ীখানির চালক তাহ করে নাই । এই বিজ্ঞাপন দেওয়ার ফলে দুর্ঘটনার সংগ্য আশ্চৰ্য্য রকম কমিয়া গিয়াছে । ননীর পুতুল— কথায় বলে ‘ননীর পুতুল ; কিন্তু ওয়াশের স্পোকেন মেলায় একটি ননীর পুতুল দেখান হইয়াছে, এটি আপাদমস্তক মায় সাজসজ্জা শুদ্ধ মাখন দিয়া তৈয়ারী । পোর্টল্যাঙের হাওয়ার্ড ফিশার এই পুতুলের শিল্পী । তিনি এইটি দিয়া মেলার কারুশিল্প-প্রদর্শনীতে প্রথম পুরস্কার পাইয়াছেন। . o o o

! ননীর পুতুল আশ্চৰ্য্য দৈহিক পরিবর্তন— একটি দশবৎসর বয়স্ক জীৰ্ণশীর্ণ বালক তাহার পিতার সহিত রোমের একটি মন্দিরে দেবতাদের মাৰ্ব্বেল প্রতিমূৰ্ত্তির সম্মুখে দাড়াইয়া অবাধ হইয়া ভাবিতেছিল যে, ইরূপ নিখুত অঙ্গসৌষ্ঠব লাভ করা সম্ভব কি না । সে নিজের ক্ষীণ শরীরের সহিত প্রস্তর-দূৰ্ত্তিগুলির তুলন। করিয়া মনে মনে প্রতিজ্ঞ করিল যেমন করিয়াই হউক একদিন ७३क्लो भ%न ७ अऋोर्छन जाँउ रुािङ श्शेर। এটি পঞ্চাশ বৎসর আগেকার কথা। এই সেদিন ইংলণ্ডে ৬০ বৎস : বয়সে সেই বালকের মৃত্যু হইয়াছে। সে আপন প্রতিজ্ঞ অক্ষণে অক্ষরে পালন করিয়াছিল । বালকটির নাম ইউজিন স্যাণ্ডে । ভবিষ্য•ে এই বালকই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী লোক বলিয়া সন্মানি श्ब्राझिल । * অতি অল্পকালের অধ্যবসায়, দৃঢ় প্রতিজ্ঞা ও অনুশীলনের ফলে সে ক্ষীণ বালক শক্তিসম্পন্ন হইয় উঠে ও হারকিউলিসেরে দ্যায় শক্তি4 পরিচয় দেয়। সে খালি হাতে একটি প্রকাও সিংহকে কাবু করিয়াছে,