পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ { ২৬শ ভাগ, ১ম খণ্ড 4. ' * : ക്രജ്ഞർ wzw: введк on eLow ... is |ம் HAMMER AND GET | * izse cashPRIZE | "ఇన్క్రిళా?" - * • . į . įš - i sa লোহার শক্তিপরীক্ষণ যোগ করিয়া যে ইস্পাত প্রস্তুত হয় তাহ অসম্ভব-রকম শক্ত হয় এবং এই থাদ-মিশ্রিত লোহার সরু তারের সাহায্যে হাজার-হাজার মণ ভারী জিনিষ সহজেই স্থানান্তরিত করা যায়। সম্প্রতি আমেরিকার মোলিবডেনাম ইস্পাতের শক্তি পরীক্ষার একটি অভূত প্রতিযোগিত হইয়াছে। ওভারল্যাণ্ডে মোটর গাড়ীর চক্রদণ্ডটি এই ধাতু মিশ্রিত । একটি মেলায় ওভারল্যাও মোটর-কোম্পানী ঘোষণা করিয়াছিলেন যে, এইরূপ একটি চক্রদণ্ড হাতুড়ী দিয়া যে ভাঙিতে পরিবে তাহাকে প্রচুর পুরস্কার দেওয়া হইবে। দুইদিকে দুইটি লোহার উপর দণ্ডটি রাখা হয় । পুরস্কারের লোভে এক সন্ধ্যায়ই প্রায় ৫•• শত পালোয়ান একটি প্রকাও হাতুড়ী দিয়া উহ। ভাঙিবার চেষ্টা করিয়া অকৃতকাৰ্য্য হয়। কোনো মোটর দুর্ঘটনায় এই দণ্ডটি ভাঙিতে দেখা যায় নাই। ডুবুরির নিরাপদ আচ্ছাদন – এতাবৎকাল ডুবুরিরা কি অসম-সাহসিকতার সহিত সমুদ্রগর্ভে প্রবেশ করিত ভাবিলে অবাক হইতে হয়। ইহাদের বিশেষ কিছু নিরাপদ আচ্ছাদন ছিল না। কত হতভাগ্য ডুবুরি যে হাঙর-কুমীরের মুখে প্রাণ দিয়াছে তাহার সংখ্যা নাই। ডুবুরিদের জন্য নিরাপদ আচ্ছাদন নিৰ্মাণ করিতে জাৰ্ম্মানীর কিয়েলের নিউফেল্ডট ও কুনকে ছয়বার অকৃতকার্য্য হইয়৷ সপ্তমবারে সফলকাম হইয়াছেন। পর্শে আচ্ছাদনটির একটি ছবি দেওয়া হইল, ইহা মিশ্র অ্যালুমিনিয়ম ধাতু নির্মিত। ভিতরে বৈদ্যুতিক আলো ও টেলিফোনের ব্যবস্থা আছে। ইহার ভিতরের কলকজা প্রায় একটি সাবমেরিনের মতন। ভিতরে জল ভরিয়া যন্ত্রটিকে ভারী করা হয় ও ইহাতে ভুবুরি মিনিটে ২০ ফুট ভূবিতে পারে। উপ হইতে বাতাসের নল দেওয়া হয় না । ভিতরে যে অক্সিজেন থাকে তাহাতেই তিন ঘণ্ট স্বচ্ছন্দে কাটিয়া যায় । মাথার উপরে প্রশ্বাসের কাৰ্ব্বনিক অ্যাসিড গ্যাস শুধিয়া লইবার একটি যন্ত্র অাছে। আগে ডুবুরির ৪৫ মিনিটে যত নীচে যাইতে পারিত এই অভূত যন্ত্র সাহাযে সেপানে দুই মিনিটে যাওয়া যায়। এই যন্ত্রটি সর্বপ্রথম একীি ব্রিটিশ সাবমেরিন ( M-1 ) উত্তোলন করিবার জঙ্ক ব্যবহৃত হইয়াছে। -