পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিয়েট মেরীর ক্রোড়ে ক্রশ হইতে আণীত যীশুর দেহ,ভাস্কর-মাইকেল এঞ্জেলে। --সেণ্ট পিটারের গিঞ্জেয় রক্ষিত রূপে পরিগণিত হইয়াছে । রোমে একত্র এত বিভিন্ন যুগের মন্দির, গির্জা, প্রাসাদ, স্তম্ভ হত্যাদির সমাবেশ দেখা যায় যে, এক শতাব্দী হইতে আর-এক শতাব্দীতে গমন করিতে অনেক সময় কয়েক মুঠৰ্ত্তের অধিক সময় লাগে না । রোমের ফোরাম, প্যানথিয়ন, সেণ্টপিটারের গিজ, ভ্যাটিকান প্রাসাদ, কাপিটোলাইন মিউজিয়াম,কারাকালার স্নানাগার ইত্যাদি জগৎ-বিখ্যাত। এইগুলিই ভাল করিয়৷ দেখিতে হইলে বহু সময় অতিবাহন করিতে হয় । ইহা ব্যতীত রোমে শতশত দেখিবার জিনিস আছে এবং বামের নিকটবৰ্ত্তী বহু স্থানও দেখিবার বিশেষ উপযুক্ত । পালেটিন ও এসকিলীন অনেকখানি সমতল জমি আছে । পৰ্ব্বতের মধ্যে এইখানে অতি প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ ২৬শ ভাগ, ১ম খণ্ড পুরাকালে রোমের ক্রয়-বিক্রয়ের স্থান ছিল এবং ইহারই এক পার্শ্বে রোমানগণ সভাসমিতি করিত। খৃষ্টীয় তৃতীয় শতাব্দীতে ফোরাম সম্পূর্ণরূপে সভাক্ষেত্র হইয়া দাড়ায়। ঐ সময়ের পূৰ্ব্ব হইতেই এইখানে স্তম্ভ, বিজয়-তোরণ ইত্যাদি নিৰ্ম্মিত হইতে আরম্ভ হয়। জুলিয়াস সিজারের সময় হইতে অগষ্টাসের সময় অবধি চলিয়া ফোরাম গঠন সম্পূর্ণ হয়। বিরাট অট্টালিকা, তোরণ, স্তম্ভ ও নানানপ্রকার প্রস্তর-মূৰ্ত্তিতে ফোরাম ভরিয়া উঠিল । খৃষ্টীয় ৬ষ্ঠ শতাব্দী অবধি এইসকল অভগ্ন অবস্থায় ফোরামে বিরাজ করে। তা’র পর এক সহস্ৰ বৎসর ধরিয়া ফোরামের চরম দুৰ্গতি হয় । এইখান হইতে প্রস্তর ইত্যাদি সংগ্ৰহ করিয়৷ ইটালীয়ানগণ নিজেদের নূতন নূতন গৃহ ও গির্জা নিৰ্ম্মাণ করিত এবং শেয অবধি ফোরামের ধ্বংসাবশেষ ২০৩০ হাত মাটির নীচে চাপ পড়িয়া যায়। ইটালীয়ানগণ ফোরামের নামও ভুলিয়া যায় ভ্যাটিকানে রক্ষিত, ক্যানোভ রচিত একটি মুঠি ।