পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سزاوا (ج প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ { ৬শ ভাগ, ১ম খণ্ড সৃষ্টি কাহিনী মাইকেল এঞ্জেল অঙ্কি ৪-কাপেল লিষ্টিন, ভ্যাটিকান, রোম কথাই আমার মনে বিশেষ করিয়া জাগরূক হইয়৷ উঠিল । কলোসিয়ামে একজন আমেরিক ন আমার নিকটে আলিয়। গ্র জ্ঞাসা করি , রেমি একদি ে কি কবিয়া দেখা যায় । সে-ব্যক্তি একটি জাহাজের ক্যাপ্তেন অথবা আর কিছু। নেপলসে তাহার জাহাজ কয়েকদিন থাকিবে । সে এই গুযোগে রোম ৪ ফ্লোরেন্স দেখিয়া ফেলিবে স্থির করিয়া বাহির হইয়াছে । আমি তাহাকে বলিলাম 4ে, “রোম এক দিবসে নিৰ্ম্মিত হয় নাই"এবং রোম এক দিবসে দেথা ও যায় না, স্ন তরাং তাছার পক্ষে কোন উচ্চ স্থ ন উঠিয়া একবার (রাণ দেগিয়া ল ওয়া ব্যতীত অত্য উপায় আছে বলিয়া আমার মনে হয় না । সে-ব্যক্তি অবশেষে ফ্লোরেন্সের আশা ত্যাগ করিয়া সমস্ত সময়ই রোমের জন্য খরচ করিতে মনস্থ করিল। কাপিটোলাইন মিউজিয়ম ফোরামের অতি নিকটেই । এক পোপেব প্রাসাদ ভ্যাটিকানস্থিত মিউজিয়ামে ব্যতীত বোমে অপর কোন স্থানে কাপিটোলাইন মিউজিয়ামের সমতুল্য ভাস্কয্য-সম্ভার নাই । এইখানে অনেক প্রসিদ্ধ শিল্পেশ্বধ্য রক্ষিত আছে। পানথিয়ন বা রোগগু রোমের পুরাতন স্থাপত্যের একমাত্র সম্পূর্ণরূপ রক্ষিত নিদর্শন। ইহার আকৃতি বৃত্তাকার ৪ ইহার গাম্বুজের শীর্ষদেশে একটি আলোক আসিবার জন্য ২৯ ফুট ব্যাসের ফুকর আছে। এইখানে দ্বিতীয় ভিক্টর ইমামুয়েল ও প্রথম হামবার্টের কবর আছে । সেণ্টপিটারের গির্জা পৃথিবীর মধ্যে বৃহত্তম গিজ। খ্ৰীষ্টায় চতুর্থ শতাব্দীতে এই গির্জা প্রথম নিৰ্ম্মিত হয় । কিন্তু গির্জা ভাঙ্গিয়া সেই চুরিয়া যাওঘাতে বর্তমান গির্জা নিৰ্ম্মিত হয । বর্তমান গির্জার ইতিহাস দীর্ঘ এবং ইহার নির্মাণকার্য সম্পূর্ণ হইতে প্রায় দুই শতাব্দী লাগিয়াছিল। যে-সকল প্রসিদ্ধ স্থপতির নাম সেণ্টপিটারের বর্তমান গির্জার সহিত জড়িত তাতে, তাহীর মধ্যে ব্রামান্তে, র্যাফেল, মাইকেল এঞ্জেলো ৫ বানিনীর নাম বিশেষ উল্লেখযোগ্য । ইহার জগদ্বিখ্যাত গম্বুজটি মাইকেল এঞ্জেলোর সৃষ্টি । কিন্তু পোপ পঞ্চম পলের কুপায় স্থপতি কালে মদেন গির্জার সম্মুখভাগে থাষ্টের ও র্তাহার দ্বাদশ শিষ্যের মূৰ্ত্তি সহ একটি দেয়াল তুলিয়া দেওয়ায় মাইকেল এঞ্জেলোর গম্বুজটি গির্জার নিকটে আসিলে আর দেখাই যায় না। শুধু দূর হইতেই তাহার সৌন্দর্য উপভোগ করা যায়। সেণ্টপিটারের গির্জায় প্রবেশের পূর্বে পিয়াজ দি সান পিয়েত্রে নামক একটি ডিম্বাকার স্থানের ভিতর দিয়া যাইতে হয়। এই স্থানে দুইটি ৪৫ ফুট উচ্চ ফোয়ারা ও একটি ৮৪ ফুট উচ্চ মিশর হইতে আনীত ওবেলিস্ক বা স্বচ্যাকৃতি একখণ্ড প্রস্তর হইতে গঠিত স্তম্ভ আছে। পিয়াজার দুই পারে ৩৭২টি স্তম্ভ বিশিষ্ট দুষ্টটি ঢাকা পথ আছে । গির্জার মাপ-জোক দেখিলে ইহার আয়াতন কিছু বুঝা যায় । ইহা দৈঘ্যে ১১৩ গজ এবং ক্ষেত্রে ১৮,০০০ বর্গ গজ ।