পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । রোমে এক পক্ষ উচ্চতায় ইহা ৪৩৭ ফিট । ইহার গম্বুজের ব্যাস ১৩৮ ফিট। গির্জাটি প্রস্তুত করিতে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় হয়। গির্জার ভিতরে বহু মূল্যবান, মূৰ্ত্তি, চিত্র ইত্যাদি আছে । মাইকেল এঞ্জেলোর পিয়েট নামক এই গির্জাস্থিত মূর্তিটি জগদ্বিখ্যাত । খৃষ্টীয় ১৩৭৭ অব্দ হইতে ভ্যাটিকান পৌপদিগের আবাস হইয়ছে। এখানে যত শিল্পস স্তীর আছে, রোমে আর কোথা ও সেরূপ নাই । এই প্রাসাদে ২০টি অঙ্গন ও ১০০০টি বৃহৎ বৃহৎ কক্ষ উপাসনাগৃহ ইত্যাদি আছে। ভ্যাটিকানের অতি অল্প জায়গাই পোপ নিজে ব্যবহার করেন । ভ্যাটিকানের উপাসনা-গৃহ সিষ্টিন চ্যাপেলের ভিতরে ছাদের গায়ে অঙ্কিত বাইবেলের স্থষ্টিকাহিনীর চিত্রগুলি মহাশিল্পী মাইকেল এঞ্জেলোর অঙ্কিত। এইসকল চিত্র ঘাড় উচাইয়া দেখিতে কষ্ট হয় বলিয়া আয়নার সাহায্যে দেখিতে হয়। মানুষের প্রতিকৃতি এত সৰ্ব্বাঙ্গসুন্দর ও জোরালো করিয়া আঁকিতে আর-কোন শিল্পী কখনও পারিয়াছেন কি ন সন্দেহ । ক্যাপিটোলের নেকড়ে বাঘিনী । (খৃ: পূ: ৫ম শতাব্দীর ভাস্কৰ্য্য—শিশু রিউমাস ও রেব মিউলাসের মূৰ্ত্তি পরে যোগ করা হইয়াছে )—কাপিটোলাইন মিউজিয়ামে রক্ষিত । )\eసి যুদ্ধরত গ্লাডিয়েটার—কাপিটোলাইন মিউজিয়ামে রক্ষিত। ভ্যাটিকানের অপর একস্থানে কয়েকটি ঘরে দেয়ালের গায়ে র্যাফেলের অঙ্কিত কয়েকটি চিত্র আছে । ’ ভ্যাটিকানে রক্ষিত মিশর-দেশীয় এবং গ্রীক ও রোমান শিল্পের নিদর্শনের সংখ্যা এত অধিক যে সে সকলের বর্ণনা এখানে সম্ভব মহে । মৰ্ম্মর মূৰ্ত্তির মধ্যে প্রসিদ্ধ লাওকুন, অ্যাপোলো বেলভেডিয়ার, অঢ়ি কোলি জয়স,ডিস্কবোলাস, এবং চিত্রের মধ্যে র্যাফেলের ও টিশিয়ানের কয়েকটি চিত্র বিশেষরূপে উল্লেখযোগ্য । আমি প্রায় ৬/৭ দিন ধরিয়া উপরে উল্লিখিত স্থানগুলি পরিদর্শন