পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢ዓ8 কিংগু তামায়াতের শক্তিতে মহা শক্তিমান হ’য়ে উঠল । দেবতাদের অদৃষ্ট নিৰ্দ্ধারণ করার শক্তিকে পেলে অম্বর কাছে। সে বলে উঠল, “হে দেবতাবৃন্দ, তোমাদের মুথ আলো ৪ অগ্নির দেবতাকে গ্রাস করু ক ; তোমরা মহা পরাক্রমশালী হ , ” এদিকে ইয়া সমস্ত জানতে পারলেন ; কেমন ক’রে তিনি সৈন্য সংগ্রহ করছেন ও অপমৃকে ধন্দী করার জন্যে প্রতিশোধ নিতে কেমন উঠে-পড়ে লেগেছেন । এই জ্ঞানী দেবত। এইসব দেখে দুঃখে জর্জরিত হ’য়ে বহু দিন শোকাচ্ছন্ন হ’য়ে রইলেন । তা’র পরে তার বাবা আনুশারের কাছে গিয়ে বললেন, “আমাদের আদি জননী তামায়াত রাগ ক’রে আমাদের বিরুদ্ধে লেগেছেন ; তিনি সল দেবতাদের বশ করেছেন ; আপনার স্বষ্টি কর দেবতারা ও ওর সঙ্গে যোগ দিয়েছে।” ইয়ার মুখে মায়াতের এই যুদ্ধেদলেীগের কথা শুনে আনুশার রাগে কাপতে লাগলেন ; তার মহা দুঃখ ও হ’ল । তিনি রাগে-দুঃখে বললেন,“বেশ হয়েছে। তুমি ধেমন আগে খোচা দিতে গিয়েছিলে! মূৰ্ম্মকে আর অপমুকে বন্দী করার ফল ভোগ করে ; কিংগু যেমন বলী হ’য়ে উঠেছে, তামায়াতের দলকে হঠানে অসম্ভব !” আনুশার অহকে ডেকে বললেন, “বাবা, তুমি নিৰ্ভীক মহাবীর, বিক্রমে অজেয় ; মা ও তামায়াতের কাছে। গিয়ে তারে ঠাণ্ড করবার চেষ্টা করে। যদি তোমার কথা তিনি না শোনেন, আমার নাম ক’রে গিয়ে তাকে অনুরোধ করে ; দেখি যদি তিনি শাস্ত হন ।” অনু আনশারের আদেশ পালন করতে গেলেন | তামায়াতের বাড়ীর পথে মেতে-ধেতে দূর থেকে দেখলেন তিনি ভয়ঙ্কর রূপ ধ’রে গর্জন করছেন। আর এগুতে ভরসা ন পেয়ে অতু ফিরে এলেন । তা’র পর ইয়। গেলেন ক্ষমাভিক্ষ চাইতে, কিন্তু তিনিও ভয়ে পেছিয়ে এলেন । আনশার তখন ইয়ার ছেলে মেরোডাক্‌কে ডেকে বললেন, “বংস, তোমাকে দেখে আমার হৃদয় স্নেহসিক্ত হয় । তুমি যাও তামায়াতের সঙ্গে যুদ্ধ কর গিয়ে। তোমার পরাক্রমে সবাই পরাজিত হবে।” এই কথা প্রণসী—বৈশাখ, [ ২৬শ ভাগ, ১ম খণ্ড শুনে মেরোডাক ভারি খুশী হ’ল । সে আনশারের কাছে গিয়ে তা’র চুমে খেলে এবং সঙ্গে-সঙ্গে তার মন থেকে সমস্ত ভয় তিরোহিত হ’ল । সে বললে, “হে দেবতাদের রাজা, আশীৰ্ব্বাদ করুন যেন আপনার ইচ্ছা পালন ক’রে আসতে পারি। এখন বলুন, কোন দেবতা আপনাকে অপমান করেছে।” আনুশার বললেন, “বংস, কোনো দেবতা নয় ; দেবী তামায়াত আমাদের বিরুদ্ধে ঘোষণা করেছেন । তুমি নিৰ্ভয়ে যুদ্ধে যাও ; কারণ, আমি জানি তুমি তার মাথা নত করতে পারবে । তোমার বজ্র আর আলে। দিয়ে তুমি তা’কে হঠাতে পারবে। তুমি শীঘ্ৰ যাও । তিনি তোমার কিছুষ্ট করতে পাৰ্ববেন না ; তুমি বিজয়ী হ’য়ে ফিরে আসবে।” আনশারের এই কথা শুনে মেরোডাক আনন্দিত হ’য়ে বললে,"ষ্ঠে দেবরাজতে দেবতাদের অদৃষ্ট-নিয়ন্ত, আমাকে যদি যুদ্ধে গিয়ে তামায়াতকে পরাজিত ক’রে দেবতাদের রক্ষা করতেই হয়, তা হ’লে তুমি সমস্ত দেবতাদের সাম্নে আমাকে শ্রেষ্ঠ ব’লে স্বীকার করে । সমস্ত দেবতাদি উপস্থকিনাকুতে ( মন্ত্রণাগারে ) সানন্দে সমবেত হ’য়ে আমাকে অভিষিক্ত করুন এবং ভবিষ্যতে দেবতাদের অদৃষ্ট পরিচালনার ক্ষমতা আমার হাতে দেওয়া হোক ৷” আনশার তার মন্ত্রী গাগাকে ডেকে বললেন, “হে গাগ, তুমি আমার মুখ-দুঃখের ভাগী, তুমি আমার সমস্ত উদ্দেশ্য বুঝতে পারে, যা ৪। লাচমু ও লাচামু প্রভৃতি সমস্ত দেবতাকে নিমন্ত্রণ ক’রে এস, তা’রা আজ আমার সামনে রুটি ও মদ খাবে। তামায়াতের বিরুদ্ধে এই যুদ্ধযাত্রার কথা তাদেরকে বলে । অতু ও ইয়ার দুরবস্থার কথা তাদেরকে জ্ঞাপন করে এবং মেরোডাকের কথা বলে বলে! যে, সে সমস্ত দেবতাদের আশীৰ্ব্বাদ ও তাদের অদৃষ্ট পরিচালনার কথা পেলে তপে যুদ্ধ-যাত্রা করবে ।” আনশারের আশে-মত গাগালোচমু ও লা চামুর কাছে গিয়ে সাষ্টাঙ্গ প্ৰণিপাত ক’রে বিনী ন্ত ভাবে তাদের পিতার প্রেরিত সংবাদ জ্ঞাপন করলেন, “আপনার শীগগির মেরোডাক-সম্বন্ধে ব্যবস্থা করুন। আপনাদের প্রবল শক্রকে জয় করার জন্যে তাকে যুদ্ধ-যাত্রা করতে অনুমতি দিন ।”