পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ছেলেদের পাততাড়ি—ব্যাবিলোনিয়া ও আসীরিয়ার উপকথা লাচ মু ও লাচামু গাগার কথা শুনে ভারি শোকান্ত হ’য়ে উঠলেন এবং ইগিগিরা (স্বগের দেবতারা ) কাদতেবাদতে বললেন, “হায়, হায়, এমন কি ঘটল যাতে জননী তামায়াত তার নিজের সন্তানদের বিরুদ্ধে লেগেছেন ? তার মতলব ত বুঝতে পারছিনে ৷” দেবতার। সবাই আনশরের কাছে গিয়ে মন্ত্রণাগারে সমবে ৎ হলেন ও পরস্পরকে আলিঙ্গন ৪ চুম্বন ক’রে রুটি ও মদ পেলেন । যখন র্ত্যরা একটু উৎফুল্ল হ’য়ে উঠেছেন, নখন মেরোডাককে আশীৰ্ব্বাদ ক’রে জয়যুক্ত করলেন •।”কে দেবতাদের সমাজে শ্রেষ্ঠ ব’লে স্বীকার ক’রে পললেন, “মই নি দে৭ *াদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ ! তোমার BCK BSBBBB BBBS BBBBS BBSBBS BBK BB নেওয়া হবে । দেবতাদের অদৃষ্ট এখন থেকে তোমার হাতে । ঠে অরিন্দম মেরে ডাক, সমস্ত বিশ্বের সমাটের আসনে তোমাকে আজ তোমার অস্ত্র অদম্য চোক । যারা তোমার বিরুদ্ধে বিদ্রোহী হবে ত্যদিকে শাস্তি দা , কিন্তু সূরা তোমার বশীভূত তাদিকে নিরন্থর রক্ষা করো।" ত্ৰা’ পর দেবতার একটা গাত্রাবরণ মেরোডোকের সাম্নে রেপে বললেন, “তুমি হুকুম করে এখনি এই বস্ব ভস্মীভূত হোক । তুমি আদেশ করে আবার তা যেমনকার তেমনিটি হ’য়ে যাক ৷” মেরোডাক আদেশ করা-মাত্র কাপড়খানি ভস্মসাৎ হ’য় গেল। সে বলামাত্র আবার সেটি আগেকার মতন হ’ল। দেবতারা আনন্দ করতে লাগলেন ও মেরোডাককে মাষ্টাঙ্গে প্ৰণাম ক’রে বলতে লাগলেন, “মেরোডাক রাজ : ?a p তোমার অধিকারে কেউ বিরোধী হবে না । বস; দ্য । তা’র পরে তা’র হাতে রাজ এণ্ড দিয়ে তা’কে সিংহাসনে :সানো হ’ল, রাজটীকা পরানো হ’ল ও তাকে তার অস্ত্রস্বরূপ ভয়ঙ্কর বজ্র দেওয়া হ’ল । দেবতারা বললেন, “ঘাঁও, এই অস্ত্রে শত্রু নিপাত করে গিয়ে। শীঘ্ৰ তামায়াতকে ধ্বংস ”রে । বাতাসকে আদেশ করো, তার রক্ত খেন কোনো গfপন স্থানে নিয়ে গিয়ে ফেলে ।” মেরোডাকের হাতে সমস্ত ভার অর্পণ করা হ’ল । তা’র শামতী হ’ল অপরিসীম ঐশ্বর্ম্য ও শান্তির অবধি রইল না । Yዓ6: তার পর স যুদ্ধযাত্রা কবুল । ধন্সকে টঙ্কার দিয়ে কাধে তৃণ ঠিক ক’রে নিলে ; বঁ হাতে এক দিব্যাস্ত্র ; ডান হাতে ভীষণ বজ্র ; সম্মুখে বজ্রপাত ক’রে সমস্ত শবীর জলন্ত বিদ্যুতে পূর্ণ ক’রে মিলে । অতু তা’কে একটা প্রকাণ্ড জাল দিলেন শত্রুদের তা’তে বন্দি করতে। তা’র পর মেরোডাক সপ্ত পবন স্বষ্টি করলে;—বিয বায়ু, অদম্য বাত্যা, বালুঝঞ্চ, ঘূর্ণবায়ু, চতুপদীবায়ু, সপ্তপদী বায়ু ও অতুলন বায়ু । তা’র পর ডান হাতে তা’র কালান্তক বজ্র নিয়ে তা’র ঝড়ের রথে চেপে বসল। বায়ুবেগসম্পন্ন চারটি সৰ্ব্বধ্বংসী ঘোড়। ঝড়ের বেগে রথ নি য় ছুটুল । ঘোড়ার মুখে বিয-ফেনা ভাঙতে লাগল ; দীতের বিষ পড়তে লাগল। যুদ্ধের জন্যে শিক্ষিত ঘোড়া তা’র, শক্রকে পায়ে দ’লে ছিন্ন-ভিন্ন ক’রে পথ ক’রে চলল। মেরোডাকের মাথায় প্রদীপ্ত শিপা । তা’র পরিধানে ভয়ঙ্কর বেশ। সে রথ ই।কিয়ে দিলে; তা’র পূর্বপুরুষের। তার অনুগমন করলেন। সমস্ত দেবতারা ল’র পিছনে দলবদ্ধ ঠ’য়ে যুদ্ধে অগ্রসর || * বায়ু-বেগে রথ ছুটিয়ে শেষে মেরেডিক তামায়াতের গুপ্ত গুহায় উপস্থিত হ’ল । দেপলে তিনি তার নতুন স্বামী কিং গুর সঙ্গে পরামর্শ করছেন। এক মুহূর্বের জন্যে মেরোডাক ভয়ে শিউরে উঠল । তাই না দেখে অন্য দেবতারণ ও ভয় পেলেন । গর্জন ক’রে তামায়াত মুখ ফিরিয়ে দেখলেন ; অভিসম্পতি দিতে-দিতে বললেন, “ওরে মেরোডাক, তোর আক্রমণে আমি ভয় পাইনে । আমার সৈন্যেরা ও উপস্থিত আছে । তা’র তোকে অবিলম্বে পরাভূত করবে।” মেরোডাক হাত তু’লে তার ভীষণ বজ্র উদ্যত ক’রে বিদ্রোহী তামায়াতকে বললে, “তোমার ভারি বাড় বেড়েছে ! তুমি আত্মগৰ্ব্বে সব্বাইকে তুচ্ছ ক’রে কুটিল মন নিয়ে দেবতাদের ও আমার পূর্বপুরুষদের বিরুদ্ধে যুদ্ধ . ঘোষণা করেছ । তুমি তাদের উপর ঝুণ ক’রে শয়তান কিংগুকে অতুর শক্তি, দেবতাদের অদৃষ্ট নিৰ্দ্ধারণের শক্তি, সমর্পণ করেছ। যা ভালো তুমি তা ঘৃণার চক্ষে দেখ, কদৰ্য্যতাকে তুমি ভালোবাসে । তুমি তোমার সমস্ত শক্তি সংগ্ৰহ ক’রে সুসজ্জিত ই য়ে আমার সঙ্গে যুদ্ধে এস।”