পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাচ শ্ৰী কেদারনাথ চট্টোপাধ্যায়

লবেলায় আমরা প্রায় সকলেই কাচের আবিষ্কার-সম্বন্ধে এই গল্পটি পড়িয়াছি বা শুনিয়াছি, সে, কতকগুলি ফিনিসীয় :ণিক কোনও কারণে সিরিয়া দেশের বেলুস্-নদীর সাঙ্গনায় বালুকাময় সমুদ্রকুলে কিছুদিন যাপন করে। .সই সময় তাহার। বালির উপর* নাট্রনপণ্ডদ্বারা নিৰ্ম্মিত চdা স্থাপন করিয়া সহজলব্ধ কাঠ, গাছ, পড় ইত্যাদি দ্বারা পন্ধন করিত । কিছুদিন পরে তাহারা দেখিল, যে, শার তলদেশের বালুক, ও লাটুনপণ্ডের ক্ষার অগ্নির

ট ও1:প এক অভিনব স্বচ্ছ কঠিন পদার্থে পরিণত গুয়াছে। নাটুনকে হিন্দীতে পাপ ড্রী বলে । ジを1を *{5日 মতে ন-জে-দড়োয় প্রাপ্ত কাচের বালা (খৃঃ পূঃ ৫০০০-৩০০০ বৎসর ) ব। মায় সে গল্পটি বেশ । প্রত্নতত্ত্ববিদ বলিবেন সে, ফিনিসীয়গর সাবিভবের বহু পূৰ্ব্বে কাচ ও কাচের ইতিহাস ৪য় যায়। বৈজ্ঞানিক বলিবেন যে, কাচ বিবার জন্য সে-প্রকার প্রচণ্ড ত পের প্রয়োজন, তাঙ্গ ধনের চুল্লীতে পাওয়া অসম্ভব। তবে এ গল্পের হুষ্টি হইল কিরূপে ? এই ঐতিহাসিক ও প্রস্তুত গল্পটি ধরা পাইয়াছি ইয়োরোপ হইতে । এবং ফিনিসীয় . ও প্রাচীনকালে প্রাচ্য সভ্য জগতের সহিত সমুদ্রপথে সারোপের বাণিজ্যে বিশেষ প্রাধান্ত লাভ করিয়াছিল। :s নাটুন প্রকৃতিজাত সোড়া - - সুতরাং ইহা অসম্ভব নষ্ঠে যে, তাহারাষ্ট প্রথমে পাশ্চাত্য জগতে কাচের ব্যবহার বিস্তার করে। এই গল্পের আরম্ভ হয় প্লিনির প্রাকৃতিক ইতিহাসে (Pliny, Nat. Hist., xxxvi, 96) i EG 1244 এইরূপ আবিষ্কারের পরে কাচশিল্পের ক্রমবিকাশ কিরূপে হষ্টয়াছিল, তাহার ও বিস্তারিত বিবরণ আছে । সারগন নামাঙ্কিত কাচের পাত্র (নিমরদে প্রাপ্ত খৃঃ পূঃ ৭•• অথবা ৩০০০ বৎসর ) টাসিটস্-নামে ঐ যুগের অন্য-একজন ঐতিহাসিক g প্রায় ঐ একই গল্প লিপিয়া গিয়াছেন। তবে তিনি রন্ধনের চুল্লা ইত্যাদি বাদ দিম। কেবলমাত্র ইঙ্গই বলিয়াছেন সে বেলুস্-নদীর মোহানায় প্রাপ বালুক, সোরার সঠিত মিশাইয়। অগ্নি-সাহায্যে গলাইলে পরে কাচ উৎপন্ন হয় ।