পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏసిపి প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড প্রবাহিত হইয়াছে। প্রবাহ-শক্তি একমাত্র তরল পদার্থেরই আছে। সুতরাং ঐ পিচখণ্ডও গাঢ়ভাবাপন্ন তরল পদার্থ মাত্র ! কাচ ও ঐ প্রকার গাঢ় তরল পদার্থ। যথার্থ ঘন পদার্থের নিয়ম এই যে তাহ কোন এক বিশেষ ডিগ্রি ësto (fixed temperature)holl WA & Säässa ধারণ করে। যেমন বরঞ্চ শূন্য হইতে এক ডিগ্রি সেটিগ্রেড উত্তাপের মধ্যে কঠিন অবস্থা হইতে সহসা সম্পূর্ণ তরল অবস্থায় উপস্থিত হয়। জগতের যাবতীয় পদার্থই অণুর (Molecule) সমষ্টি মাত্র। তন্মধ্যে প্রকৃত ঘন পদার্থের শরীরে অণুরদের বিশেষ siya NTCE (Molecular group, structure) I SHĀ পদারে কোনও প্রকার অণুর গঠন নাই । যেমন ইট বিশেষ ভাবে স্থাপন ও যোজন করিলে তাহা গৃহের আকার ধারণ করে, কিন্তু ইটের স্তপের কোনও বিশেষ গঠন বা আকুতি নাই। এই বিশেষ গঠনের কি প্রমাণ বা তাহার কি পরীক্ষণ, তাহার বর্ণনা এই প্রবন্ধের মধ্যে দেওয়া সম্ভব নহে। যtহাই হউক, সেইসকল পরীক্ষায় অনুমান হয় যে, কাচ তরল পদার্থের ন্যায় সংস্থানযুক্ত (liquid in structure). যে সকল ক্ষারের সহিত বালুসার বা সোহাগার রাসায়নিক সংযোগে কাচ উৎপন্ন হয় তন্মধ্যে সৰ্ব্বপ্রধান এই কয়টি, যথা-সোড (Sodium Carbonate), *ār(Potassium Carbonate), #4, সীসকভষ্ম (lead oxide), (offlal (Aluminium oxide or Aluminum), śl ছাড়া বেরিয়ম, দস্তা, টিন বা রসায়ন, এই ধাতুগুলির ভস্ম ( oxide ) অল্পবিস্তর ব্যবহার হয়। কাচের রং পরিষ্কার বর্ণহীন করিবার জন্য ম্যাঙ্গানিজ এবং শন্থিয়৷ (arsenic সেকো বিষ ) ও ব্যবহার করা হয়। এই সকল ক্ষার ও বালুসার ইত্যাদি অম্ৰভাবাপন্ন পদার্থের রাসায়নিক সংযোগে এবং পরস্পর মধ্যে দ্রাবণ (mutual solution ) করিয়া কাচ প্রস্তুত করার এক মাত্র উপায় প্রচণ্ড উত্তাপ । কাচ একবার প্রস্তুত হইয়া গেলে তাহাকে গলাইতে ( melting ) বিশেষ প্রচণ্ড উত্তাপের প্রয়োজন হয় না। সেটিগ্রেড ১০০০- ডিগ্রি হইতে ১১৫০ ডিগ্রির মধ্যে বিশেষভাবে প্রস্তুত তাপসহ কাচ ( resistance glass ) ভিন্ন অন্য সকল কাচ গলিয়া যায়। কিন্তু স্কুল উপাদান হইতে কাচ প্রস্তুত করিতে হইলে প্রায় সেটি ১৪০০, ১৫০০° ডিগ্রি উত্তাপের প্রয়োজন । ইহার কমে কাচ ধীরে ধীরে উৎপন্ন হয় এবং তাহাতে কাচের উৎকর্ষেরও হানি হয়। এইরূপ প্রচণ্ড উত্তাপ বে সাধারণ চুল্লীতে হয় না তাহা সহজেই অনুমেয়। কাচ গলান চুল্লী সাধারণ বালুসার (silica ) অথবা তাপসহ মৃত্তিক ( fireclay ) নিৰ্ম্মিত ইট এবং বৃহৎ চাপ ( blocks ) দ্বারা গ্রথিত হইয়া থাকে। এই প্রকার চুল্লী একটি লম্বা ঘরের মত দেখিতে। ঘরের ছাদ নীচ এবং খিলান করা ( concave উত্তান ) । ইহার এক প্রান্তে একটি ক্ষুদ্র দরজা। তাহ দিয়া উপাদান সকল ভিতরে ঢালা হয় । এক এক পাশ্বে ছোট জানালার মত দুই তিনটি বা ততোধিক ফুকর যাহা দ্বারা এক পাশে ঘরের ভিতর অগ্নিদান এবং অন্য পাশ্ব দিয়া ধুম এবং অগ্নিজাত বাম্পাদি নিষ্ক্রমণ হয় । ঘরের মধ্যভাগে আড়আড়ি একটি নীচু দেওয়াল। ইহার উদেশ্ব এই যে, অসংস্কৃত কাচ ঘরের সম্মুখভাগে যাহাতে না যাইতে পারে। বিশুদ্ধ কাচ অসংস্কৃত কাচ অপেক্ষ ভারী এবং সেইজন্য তাহ নীচে ডুবিয়া যায় । ঘরের মধ্যবৰ্ত্তী দেওয়ালের নীচে কয়েকটি ফুকর থাকে যাহা দ্বারা বিশুদ্ধ কাচের প্রবাহ সম্মুখভাগে প্রবাহিত হইয়া যায়। ঘরের সম্মুখভাগের দেওয়ালে কয়েকটি ফুকর থাকে তাহার ভিতর দিয়া উত্তপ্ত তরল কাচ সংগ্রহ করা যায় । অগ্নিসংযোগ সাধারণতঃ প্রোডিউসার গ্যাস জালাইয়া করা হয় । জলন্ত অঙ্গীরের উপর জলীয় বাপ মিশ্রিত বায়ু চীলন করিলে এই প্রকার গ্যাস জন্মায়। কাচ প্রস্তুত করার উপাদানগুলি যদি বিশুদ্ধ হয় তবে কাচও ভাল হয়। সুতরাং প্রতি কারখানায় উপযুক্ত পরীক্ষক থাকা উচিত (এবং বিদেশে তাহ আছেও) যিনি রাসায়নিক এবং বীক্ষণ-যন্ত্রাদি দ্বারা পরীক্ষা করিয়া প্রত্যেক উপাদানের শুদ্ধতা এবং প্রকৃতি সম্বন্ধে বিচার করিতে পারেন। উৎপন্ন কাচও তাহার পরীক্ষা করা কৰ্ত্তব্য। স্কুল উপাদান সকল পরীক্ষিত হইলে, তত্ত্বাবধায়ক