পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] খরচই প্রায় ১৫০টাকা পড়ে। নিৰ্ম্মিত শিশিগুলি অধিকাংশ ক্ষেত্রে সুগঠিত, সমাকৃতি বা সম্পূর্ণ চাপশূন্য হয় না। বিদেশে এইজন্য ক্রমে এইসকল কাজই স্বয়ংবহ (automatic) যন্ত্রে হইতেছে। এই প্রকার স্বয়ংবহ যন্ত্রমধ্যে আমেরিকার আওয়েন্স (Owen’s)যস্থ শিশি বোতল গ্লাস ইত্যাদি প্রতি ঘণ্টায় ১৫০০ অর্থাং ১৮ ঘণ্টায় প্রায় ২৫০০০ হইতে ৩০ ০০ - খণ্ড নিৰ্ম্মাণ করিতে পারে। অথচ এই সমস্তক্ষণ যন্ত্র-চালনের খরচ মাত্র ১১৫ টাকা আন্দাজ অর্থাৎ হাতের কাজে১৫০ ০০ বোতলের খরচ ১৫০টাকা, যস্ত্রে ২৭০০০-৩০ ০০ ০ বোতলের পরচ ১২০ টাকা। অন্য অনেক দিকেও এইরূপে খরচ কমান হয়। তদ্ভিন্ন কাচের জিনিযগুলি যন্ত্রনিৰ্ম্মিত হইলে এক মাপের এবং একাকতি হয়। আয়নার কাচ, জানালার কাচ ইত্যাদি ও আজকাল প্রায় সমস্তই যস্ত্রে নিৰ্ম্মিত হয় । কাচের চুল্লার ছেদ নক্স রঙ্গীন কাচ উপর নানাপ্রকার পদার্থের প্রধানতঃ ধাতু বা ধাতুলবণের রাসায়নিক প্রক্রিয়ায় কাচ বর্ণযুক্ত যথা – তাম্র—ইহাদ্বারা সাধারণতঃ গাঢ় হরিং বর্ণ হয়, কিন্তু অন্য রাসায়নিক দ্রব্যাদির, বিশেষে টিন, যোগে রক্তবর্ণও উৎপন্ন হয়। অধিক প্রয়োগে এবং কৌশলে উত্তাপ দিলে “গোল্ড ষ্টোন”(এদেশে দার্জিলিংয়ের পাথরের চুড়ি যাহাতে হয়) উৎপন্ন হয়। স্বর্ণ। ইহা অতি কৌশলের সঠিত প্রয়োগ করিলে প্রসিদ্ধ কৃত্রিম পলা বা উজ্জল রক্তবর্ণ কাচ উৎপন্ন হয়। কাচের ठंड्ने । কাচ )ఏ6t গন্ধক—রক্তাভ “পীত” অম্বর (amber)বর্ণের জন্য ব্যবহৃত হয়। ক্রোম—উজ্জল হরিৎ বর্ণ। লৌহ—অল্প প্রয়োগে পীতাভ হরিং, অধিক প্রয়োগে কুষ্ণাভ হরিৎ বর্ণ উৎপাদন করে । কোবণ্ট—ইহাতে অতি গাঢ় নীল বর্ণ উৎপন্ন হয় । যুরানীয়ম—ইহাতে অতি সুন্দর আভাযুক্ত পীত বর্ণ (fluorescent yellow ) EsiH zą isio Tib ( heat resitsing glass )— এই প্রকার কাচে বালির কিয়দংশ সোহাগা দ্বারা পূরণ করা হয় । ইহার মধ্যে অন্য উপাদানও থাকে।

  • Eq-offix *is ( optical glass ) . প্রত্যেক বীক্ষণ যন্ত্র নিম্মাতার এইরূপ কাচ-সম্বন্ধে বিশেয ধারণা আছে এবং সেইজন্য অসংখ্য প্রকার স্বত্র সংকেত ( formulae ) এই প্রকার কাচ প্রস্তুতকরণে ব্যবহৃত হয়। সীসক, বেরিয়ম, সোহাগা ইত্যাদি নানা প্রকার উপাদান ইহাতে ব্যবহৃত হয়। এরূপ কাচ অতি সযত্বে অতি শুদ্ধ উপাদানে প্রস্থত করা হয়। বেরিয়মযুক্ত "ক্রাউন” ( Barium crown ) কাচত এই কায্যে । অতিশয় ব্যবঙ্গত হইয়া থাকে ।

ললিত কলায় কাচ ( glass in Art ) কীৰ্ত্তত কণচ ( cut glass ) —কাচের দ্রব্যাদিতে ডায়ুমণ্ড কাট বা “পল কাটা" অনেকেই দেখিয়াছেন । ইহার মধ্যে অধিকাংশই ছাচে ঢালা ।” কিন্তু অনেক অধিক মূল্যে ঝাড়, পুপাধার ইত্যাদি পাওয়া যায় যাহা কষ্ঠিত ক্ষটিকের ন্যায় উজ্জল এবং প্রভাযুক্ত । এই প্রকার দ্রব্যে কৰ্বিত অংশের পাশ্বদেশ অতি মস্বণ এবং সুক্ষ্ম কোণযুক্ত। এই প্রকার কৰ্ত্তন ঠিক মণি-কৰ্ত্তনের ন্যায় অতি দ্রুত ঘণায়মান চক্রের সাহায্যে হয়। শিল্পী প্রথমে তুলি এবং তৈল রংএর দ্বারা নক্সা আঁকিয়া কাচের দ্রব্যটি হস্তে ধারণ করিয়া দ্রুত ঘূণায়মান লৌহ বা তাম্র চক্রের উপর “চুরি শান” দেওয়ার মতন ধীরে ধীরে চাপিয়া ধরেন । চক্রের উপর বিন্দু বিন্দু জলে মিশ্রিত স্বক্ষ বালুক ব৷ এমেরি (emory) চূণ পড়িতে থাকে। চক্রের ঘূর্ণনে কাচের নিরূপিত অংশ, সকল কাটিয়া যাওয়ায় সেই দ্রব্যটির অঙ্গ উদগত কার্ষ্যে ( in relief ) ভূষিত হয় । প্রথম চক্রে