পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশবিদেশের কথা – বাংলা 3 е 0: বঁকুড়া অমরকানন আশ্রমের বক্ত তা-মঞ্চে মহাত্মা গন্ধী শ্ৰী ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক গৃহীত ফটাে হইতে নইলে অন্যের বুঝা সাধ্য নয়। সেইসব কষ্ট গবর্ণমেণ্টের গোচর করতে আপনার যে সমিতি ক’রেছেন, ভালই ক’রেছেনঃকারণ রাম-হরি-ঘদুর কষ্ট নয়, সমগ্র ডাক-বিভাগের কৰ্ম্মচারীর কষ্ট । এক এক নানা দুঃখ বোধ ক'বৃতে পারি ; দে-দুঃথ নিজের নিজের কাছে অতিশয় বোধ হ'তে পারে, অন্তের নিকট সেরূপ নাও হতে পারে । কিন্তু সমষ্টির কষ্ট কথনও হেতুহীন হয় না । তা’ ছাড়া এ-সংসারে যে ঠেলতে পারে, সেই পথ মুক্ত পায় ৭ অন্যে কেহ কারও কষ্টের বাৰ্ত্ত নেয় না । আরও কথা, এখানে দাতা এক, প্রার্থী বহু ! গবর্ণমেণ্টের কালে আপনাদের কষ্টের কথা পৌছাতে বহুজনের চীৎকার আবখ্যকও বটে। সংহতি কাৰ্য্যসাধিক, সমিতি ও সংহতি একই। নিখিল ভারতীয় ডাক-সমিতি গবর্ণমেণ্টের কাছে যে-সকল প্রার্থনা করেছেন, সে-সবের কোনটা হায্য কোনটা অন্যায্য, দে-বিচারের যোগ্য আমি নই। কিন্তু প্রভুর নিকট তৃত্যের প্রার্থনা করবার অধিকার আছে। আপনাদের দ্বঃখ-কষ্টদৰেও আপনার কৰ্ম্ম পরিত্যাগ করলে নুতন লোকের অভাব হয় না, অতএব সে-সব কষ্ট কাল্পনিক, প্রকৃত নয়, এই যে হেতুবাদ ইহা ঠিক নয়। কারণ, কে না বোঝে, অনশন অপেক্ষ। অৰ্দ্ধাশন শ্ৰেয়ঃ, এবং অৰ্দ্ধাশনে থেকে ভূত্যের কৰ্ম্ম কথনও সুচারু হয় না । সে যা হক আমরা বাইরের লোক, ডাকঘরের কৰ্ম্মগরিগণকে সন্তুষ্ট দেখতে চাই। কারণ তাদের অসন্তোষের ফল, আমাদিকেও ভুগতে হয় । ঠার প্রসন্ন থাকলে ডাকঘরে আমাদেরও প্রসন্নত । * যাবতীর সমিতির উদ্দেশু, স্বার্থ-রক্ষা ও স্বর্থ-বৃদ্ধি। পূৰ্ব্বকালে এই প্রয়োজনে জাতির স্বষ্টি হ’য়েছিল। জাতিভেদের মূলে গুণ, এবং গুণভেদে কৰ্মভেদ ঘটে। আপনাদের গুণ আছে, যে-গুণের জন্য ডাকঘরের কৰ্ম্ম ক স্বতে পারছেন । যে-সে লোক আপনাদের কৰ্ম্ম করতে পারেন না । তাদের আবখ্যক গুণ নাই। যে কৰ্ম্ম-নিৰ্ব্বাহের নিমিত্ত বিশেষ শিক্ষা ও পরীক্ষা আবগুক হয়, সে-কৰ্ম্ম সহজ বলতে পারি না। যে-গুণে আপনার কৰ্ম্ম করতে পারছেন, পে-গুণের নামান্তর নৈপুণ্য। অতএব ডাকঘরের কৰ্ম্ম করতে নৈপুণ আবখ্যক হয় না, এই যে আর-এক হেতুবাদ, ইহাও ভ্রান্ত মনে করি । এতকাল আমার ধারণ ছিল, ডাক-বিভাগ হতে গবৰ্ণ মেন্টের আয় দাঁড়ায়। কিন্তু এখন শুনছি, এই বিভাগ হতে আয় না হ’য়ে ক্ষতি হচ্ছে। হয়ত হিসাব-নিকাশে কোথাও ভুল হচ্ছে। হয় ত বা প্রকৃত পক্ষে ক্ষতিই হচ্ছে । বদি বা ক্ষতিই হচ্ছে, তা হলেও এত সৰ্ব্বজনহিতকর অনুষ্ঠানের নিমিত্ত যে-ক্ষঙ্গি, হিতের তুলনায় তা ক্ষতি বলে স্বীকার করতে পারা যায় না । সরকারী আরও অনেক বিভাগ আছে, ঘাতে আয় হয় না। উদাহরণস্বরূপে শিক্ষা-বিভাগ ধরুন। এই বিভাগ হতে রাজকোষের কপর্দকও; বৃদ্ধি হচ্ছে না ; বরং লক্ষ-লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে। ডাকবিভাগের দ্বার দেশে যে শিক্ষা ও জ্ঞান বিস্তার হচ্ছে, তার মূল্য অবগু আছে।: টেলিগ্রাফ-বিভাগ ধরুন । এই বিভাগে বায় যত, আয় তত নয় । অথচ ডাক বিভাগের তুলনায় দেশের ক'জন সেই বিভাগের দ্বারায় উপকৃতঃ হচ্ছে ? কই টেলিগ্রাফ বিভাগের আয়-ব্যয় সমান করুবার প্রস্তাব শুনতে পাই না । আমরা চাই, চিঠিপত্রের মাশুল কম হ’ক, আরও ডাকঘর হক । কোণ হ’তে টাকা আসবে, সে-কথা রাজস্ব-মন্ত্রী ভাব বেন। আপনাদের কাছে আমার এক নিবেদন আছে । আপনাদের কষ্ট যতই থাক্‌, মনে রাখবেন, আপনারা দেশভূত । আমাদের দেশ শিক্ষিত নয় । সময়ে-অসময়ে নানা প্রকারে আপনাদের বিরক্তি জন্মাতে পারে । দে সময়ে বিলি ধীরভাবে কৰ্ম্ম করতে পারেন, তার কৰ্ম্মই সার্থক। কারণ, তাতে একদিকে তার মনের শাস্তি, অন্তদিকে দেশের লোকের সহানুভূতি লাভ হ’বে। আপনাদের প্রার্থণ-পূরণের পক্ষে লোকমত প্রধান পৃষ্ঠবল । প্রত্যেক চাকরীর দুইটা দিক আছে, একটা নিজের,