পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] প্রবাসীর গুণেই এইসকল প্রবন্ধগুলি বাহির হইবার প্রায় ১৫ বৎসর পরে বাংল। দেশের শিক্ষা-বিভাগের উচ্চপদস্থ কৰ্ম্মচারী (Director of Public Instruction) öfaet xif^z<[ Calcutta Review z{İ...(<t পত্রিকায় “Bengalee Writers of English Versè”—£ogil কবিতার বাঙ্গালী লেপক—নামক একটি প্রবন্ধ লেখেন। আমি অন্তান্ত কধ্যে অতিরিক্ত ব্যাপৃত থাকায় আমার প্রবন্ধ সমাপ্ত করিতে পারি নাই। অধুনা আমি কলিকাতার জনৈক সুপ্রসিদ্ধ অধ্যাপকের উপর সেগুলি সমাপ্ত করিবার ভার দিয়াছি। প্রবাসী বঙ্গের বাহিরের বাঙ্গাপাকে স্বদেশের সহিত মিলিত হুইতে সক্ষমা করিয়াছে এবং স্বদেশী বাঙ্গালীকেও প্রবাসী বাঙ্গালীর প্রশংসনীম্ কাসাবলী সতত শ্রুতি ও দৃষ্টিগোচর রুপিতে সচেষ্ট করিয়াছে। শী জ্ঞানেন্দ্রমোহন দাস মহাশয়ের সেই প্রসিদ্ধ প্রবাসীর স্বনামপত্য, যোগ্য “বঙ্গের বাচিরে লাঞ্জলা” গেীরদেরষ্ট 2 সম্পাদক বাপ রামানন্দ চট্টে প্যার ম4শয় জ্ঞানবাবুর ঐরূপ কাবে হস্তক্ষেপ করিনার প্রস্তাবনা পরিয়াছিলেন, নামক পুস্তক কা" স্তস্থ । gg BBS BBB BBS BB BBBB BBBB BB বিষয়ে সাহায্য করেন এবং তাঙ্গার প্রবাসীতে রাত। মুদ্রি - করেন । g শী বামনদীস বস্ত শ্ৰী নগেন্দ্রলাখ গুপ্ত প্রবাসী পত্র প্রকাশিত হইবার পূৰ্ব্বে শ্ৰীযুক্ত রামানন্দ টোপাধ্যায় প্রদীপ নামক মাসিক পত্র সম্পাদন করিতেন । সই সময় হইতে আমি প্রদীপ ও তাঙ্গার পর প্রবাসীর লখক-শ্রেণী ভূক্ত। সে ত্রিশ বৎসরের কথা । রামানন্দ}বু তখন প্রয়াগ-প্রবাসী, আমি লাহোরে । প্রবাসীর চিশ বৎসর পূর্ণ হইল। প্রথম হইতেই প্রবাসী উচ্চ ঙ্গের মাসিক পত্র ; কালে যেমন ইহার প্রচার বৃদ্ধি ছে, রচনার উৎকর্ম ও সেইরূপ উন্নতি লাভ করিয়াছে। l-যন্ত্রের কাৰ্য্যে, চিত্র ও প্রবন্ধ নির্বাচনে প্রবাসী শ্রেষ্ঠ মে উচ্চ আদর্শ লক্ষ্য করিয়া এই পত্রের তষ্ঠা হয়, পশি বৎসর সেই আদর্শ রক্ষা করিবার २ আশীৰ্ব্বাদ ও স্বস্তিবাচন সৰ্ব্বতো ভাবে চেষ্ট হইয়াছে। এখন মাসিক পত্রের সংখ্যা বিস্তর, উচ্চশ্রেণীর মাসিক পত্রের অভাব নাই, কিন্তু প্রবাসীর দেশবিদেশব্যাপী যশ অক্ষুন্ন রহিয়াছে । লেখক, পাঠক সকলের পক্ষেই ইহা আনন্দ ও গৌরবের বিষয় । কলিকাতাবাসী হইলে ও আমি চিরপ্রবাসী । কৰ্ম্মউপলক্ষে বহুকাল আমাকে উত্তর ভারতের ভিন্ন ভিন্ন স্থানে বাস করিতে শুষ্টয়াছে। এখন কৰ্ম্মক্ষেত্র হইতে অবসর গ্রহণ করিয়া স্বেচ্ছায় মৃদুর প্রবাসে বাস করিতেছি । প্রবাসীর পঞ্চবিংশ বংসর পূর্ণ হইবার উপলক্ষে আমি এই পত্রের দীর্ঘ জীবন কামনা করি। প্রবাসী কর্তৃক দেশ 4 ভাষার সেবা এবং লোক-শিক্ষা ও লোকরঞ্চম অবারিত ইউক । শ নগেন্দ্রনাথ গুপ্ত শ্ৰী বিজয়চন্দ্র মজুমদার— ১৩৩১ বঙ্গাব্দের অবসানে প্রবাসীর পাঁচশ বৎসর বয়স পূর্ণ হইবে, ইয়। যথার্থই আনন্দের সবাদ। আপনার কুতিত্বে ও কৰ্ম্মদক্ষতায় এই সাহিত্যমূকুরগাণি লে- ভাবে উন্নত হইয়াছে ৪ লোকপ্রিয় হইয়াছে, তাহী বিশেষরূপে স্মরণ করিতেছি । সে-সময়ে এই পত্রের সহিত আমার ' ঘনিষ্ঠ যোগ ছিল, তখন ৪ যেভাবে উ>{র কল্যাণ কামন। করিতাম, এপন ও সেইভাবেই উদ্ধার কল্যাণ কামন করি । সৰ্ব্বান্তঃকরণে আপনার সমত্ব পালিত প্রবাসীর উন্নতি ও কলা!ণ কামনা করিতেছি । শ্ৰী বিজয়চন্দ্র মজুমদার [ ঐ মহেশচন্দ্র ঘোষ— শ্রদ্ধাস্পদেষু, প্রবাসীর পচিশ বৎসর পূর্ণ হইল ! এই উপলক্ষে আপনাকে অন্তরের কতজ্ঞতা জানাইতেছি । প্রবাসীর সত্যনিষ্ঠ, উদারত, নিৰ্ভীকত এবং স্বদেশপ্রীতি


حه *~- © অতুলনীয়। ইহা পড়িয়া উপকৃত হইয়াছি, ইহাতে

লিখিবার সুযোগ পাইয়। রুতার্থ হইয়াছি। আপনি এই কৰ্ম্মক্ষেত্রে আমাকে টানিয়া ন ত্যানিলে আমি কিছুই